ETV Bharat / state

লোকসভা ভোটের আগে ঢেলে সাজানো হল বিজেপির পাঁচটি সাংগঠনিক জেলা, নয়া দায়িত্বে লকেট-অগ্নিমিত্রা - লকেট চট্টোপাধ্যায়

BJP Strategy: লোকসভার আগে ঢেলে সাজানো হল বিজেপির পাঁচটি সাংগঠনিক জেলা ৷ নতুন দায়িত্ব পেলেন লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে অগ্নিমিত্রা পালের মতো হেভিওয়েট নেতৃত্ব ৷ লোকসভা নির্বাচনে দলকে শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত বিজেপির ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 7:55 AM IST

Updated : Dec 23, 2023, 8:41 AM IST

কলকাতা, 23 ডিসেম্বর: পাখির চোখ লোকসভা নির্বাচন ৷ খুঁটি শক্ত করতে সাজানো হল বঙ্গ বিজেপির সাংগঠনিক জোন ৷ রদ-বদলের পর নতুন দায়িত্ব পেলেন লকেট চট্টোপাধ্যায় থেকে অগ্নিমিত্রা পালের মতো হেভিওয়েট নেতৃত্ব ৷ শুক্রবার এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার ৷ রদবদলের কে কোন দায়িত্ব পেয়েছেন তার একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে দলের পক্ষ থেকে ।

বৈঠক শেষেই জানানো হয়েছে কলকাতা সাংগঠনিক জেলার আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অগ্নিমিত্রা পাল এবং সহ-আহ্বায়ক হচ্ছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। কলকাতা মহানগর বিভাগের আহ্বায়ক হচ্ছেন দীপাঞ্জন গুহ এবং সহ-আহ্বায়কের হচ্ছেন সজল ঘোষ। দক্ষিণ পরগনার আহ্বায়ক হচ্ছেন নবারুণ নায়ক এবং সহ-আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন দীপঙ্কর জানা । পাশাপাশি দায়িত্ব বেড়েছে লকেট চট্টোপাধ্যায়েরও ৷ রাঢ়বঙ্গের সাংগঠনিক জেলার আহ্বায়ক হচ্ছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ দু’জন সহ-আহ্বায়ক আছেন । এছড়াও পুরুলিয়ার সাংগঠনিক আহ্বায়ক পদের দায়িক্ব পাচ্ছেন শ্যামাপদ মণ্ডল ৷ থাকছে একজন সহ-আহ্বায়কে । অন্যদিকে বর্ধমান বিভাগের আহ্বায়ক হচ্ছেন বিদ্যাসাগর চক্রবর্তী এবং আর একজন সহ-আহ্বায়ক থাকছেন।

হাওড়াতেও বেশ কিছু সাংগঠনিক বদল এসেছে পদ্ম শিবিরে ৷ বৈঠকের পরই হাওড়া, হুগলি ও মেদিনীপুর সাংগঠনিক জেলার আহ্বায়কের নাম জানানো হয়েছে ৷ দুই মেদিনীপুরের আহ্বায়কের দায়িত্ব পেয়ছেন জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং উমেশ রাই ৷ এছাড়াও আগের মতোই একজন করে সহ-আহ্বায়ক থাকবেন ৷ হাওড়া ও হুগলি বিভাগের আহ্বায়ক হচ্ছেন সুশান্ত কুমার বেরা এবং একজন -সহ আহ্বায়ক আছেন ।

পাশাপাশি নবদ্বীপ সাংগঠনিক জেলার আহ্বায়কের পদে বসানো হচ্ছে সঞ্জয় সিং-কে ৷ এই জেলার সহ-আহ্বায়কের পদ পাচ্ছেন অমিতাভ রায় ও প্রবাল রাহা । নবদ্বীপ বিভাগের আহ্বায়কের হচ্ছে রামপদ দাস এবং আরও একজন-সহ আহ্বায়কের পদে থাকছেন । উত্তর 24 পরগনার আহ্বায়ক হিসাবে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে ৷ একজন সহ আহ্বায়কের থাকছেন ।

দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গে বিজেপি দলীয় সংগঠনকে ঢেলে সাজেনো হয়েছে ৷ উত্তরবঙ্গ সাংগঠনিক জেলার আহ্বায়কের পদে বসানো করা হয়েছে দীপক বর্মনকে। সহ আহবায়ক পদের দায়িত্ব সাংলাবেন গোবিন্দ চন্দ্র মণ্ডল । উত্তরবঙ্গ জোনের শিলিগুড়ি বিভাগে আহ্বায়ক হচ্ছেন নিখিল রঞ্জন দে। এছাড়াও থাকছেন আরও দু‘জন সহ-আহবায়ক। মালদা বিভাগে আহবায়ক হচ্ছেন ডক্টর শঙ্কর ঘোষ এবং একজন সহ আহবায়ক।

নির্বাচনের আগেই তৃণমূলকে টেক্কা দিতে ময়দানে বিজেপি । ইতিমধ্যেই দিল্লিতে রণকৌশল ঠিক করতে বসেছিলবৈঠক। আগামী 24 ডিসেম্বর রাজ্য আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বৃহস্পতিবার দিল্লিতে অমিত শাহর সঙ্গে বেশ কিছুক্ষন বৈঠক করেন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। আর তারপরেই এই রদবদলের সিদ্ধান্ত সামনে এসেছে।

আরও পড়ুন:

  1. রবিবার রাজ্যে আসছেন অমিত শাহ ! দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
  2. টেট পরীক্ষা হবে 24 ডিসেম্বরই, দিলীপের দিন বদলের আবেদন খারিজ হাইকোর্টে
  3. মোদির গ্যারান্টি কি কাজ করবে লোকসভা ভোটেও ! তিন রাজ্যে জয়ের পর চব্বিশের লড়াইয়ে আত্মবিশ্বাসী বিজেপি

কলকাতা, 23 ডিসেম্বর: পাখির চোখ লোকসভা নির্বাচন ৷ খুঁটি শক্ত করতে সাজানো হল বঙ্গ বিজেপির সাংগঠনিক জোন ৷ রদ-বদলের পর নতুন দায়িত্ব পেলেন লকেট চট্টোপাধ্যায় থেকে অগ্নিমিত্রা পালের মতো হেভিওয়েট নেতৃত্ব ৷ শুক্রবার এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার ৷ রদবদলের কে কোন দায়িত্ব পেয়েছেন তার একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে দলের পক্ষ থেকে ।

বৈঠক শেষেই জানানো হয়েছে কলকাতা সাংগঠনিক জেলার আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অগ্নিমিত্রা পাল এবং সহ-আহ্বায়ক হচ্ছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। কলকাতা মহানগর বিভাগের আহ্বায়ক হচ্ছেন দীপাঞ্জন গুহ এবং সহ-আহ্বায়কের হচ্ছেন সজল ঘোষ। দক্ষিণ পরগনার আহ্বায়ক হচ্ছেন নবারুণ নায়ক এবং সহ-আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন দীপঙ্কর জানা । পাশাপাশি দায়িত্ব বেড়েছে লকেট চট্টোপাধ্যায়েরও ৷ রাঢ়বঙ্গের সাংগঠনিক জেলার আহ্বায়ক হচ্ছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ দু’জন সহ-আহ্বায়ক আছেন । এছড়াও পুরুলিয়ার সাংগঠনিক আহ্বায়ক পদের দায়িক্ব পাচ্ছেন শ্যামাপদ মণ্ডল ৷ থাকছে একজন সহ-আহ্বায়কে । অন্যদিকে বর্ধমান বিভাগের আহ্বায়ক হচ্ছেন বিদ্যাসাগর চক্রবর্তী এবং আর একজন সহ-আহ্বায়ক থাকছেন।

হাওড়াতেও বেশ কিছু সাংগঠনিক বদল এসেছে পদ্ম শিবিরে ৷ বৈঠকের পরই হাওড়া, হুগলি ও মেদিনীপুর সাংগঠনিক জেলার আহ্বায়কের নাম জানানো হয়েছে ৷ দুই মেদিনীপুরের আহ্বায়কের দায়িত্ব পেয়ছেন জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং উমেশ রাই ৷ এছাড়াও আগের মতোই একজন করে সহ-আহ্বায়ক থাকবেন ৷ হাওড়া ও হুগলি বিভাগের আহ্বায়ক হচ্ছেন সুশান্ত কুমার বেরা এবং একজন -সহ আহ্বায়ক আছেন ।

পাশাপাশি নবদ্বীপ সাংগঠনিক জেলার আহ্বায়কের পদে বসানো হচ্ছে সঞ্জয় সিং-কে ৷ এই জেলার সহ-আহ্বায়কের পদ পাচ্ছেন অমিতাভ রায় ও প্রবাল রাহা । নবদ্বীপ বিভাগের আহ্বায়কের হচ্ছে রামপদ দাস এবং আরও একজন-সহ আহ্বায়কের পদে থাকছেন । উত্তর 24 পরগনার আহ্বায়ক হিসাবে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে ৷ একজন সহ আহ্বায়কের থাকছেন ।

দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গে বিজেপি দলীয় সংগঠনকে ঢেলে সাজেনো হয়েছে ৷ উত্তরবঙ্গ সাংগঠনিক জেলার আহ্বায়কের পদে বসানো করা হয়েছে দীপক বর্মনকে। সহ আহবায়ক পদের দায়িত্ব সাংলাবেন গোবিন্দ চন্দ্র মণ্ডল । উত্তরবঙ্গ জোনের শিলিগুড়ি বিভাগে আহ্বায়ক হচ্ছেন নিখিল রঞ্জন দে। এছাড়াও থাকছেন আরও দু‘জন সহ-আহবায়ক। মালদা বিভাগে আহবায়ক হচ্ছেন ডক্টর শঙ্কর ঘোষ এবং একজন সহ আহবায়ক।

নির্বাচনের আগেই তৃণমূলকে টেক্কা দিতে ময়দানে বিজেপি । ইতিমধ্যেই দিল্লিতে রণকৌশল ঠিক করতে বসেছিলবৈঠক। আগামী 24 ডিসেম্বর রাজ্য আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বৃহস্পতিবার দিল্লিতে অমিত শাহর সঙ্গে বেশ কিছুক্ষন বৈঠক করেন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। আর তারপরেই এই রদবদলের সিদ্ধান্ত সামনে এসেছে।

আরও পড়ুন:

  1. রবিবার রাজ্যে আসছেন অমিত শাহ ! দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
  2. টেট পরীক্ষা হবে 24 ডিসেম্বরই, দিলীপের দিন বদলের আবেদন খারিজ হাইকোর্টে
  3. মোদির গ্যারান্টি কি কাজ করবে লোকসভা ভোটেও ! তিন রাজ্যে জয়ের পর চব্বিশের লড়াইয়ে আত্মবিশ্বাসী বিজেপি
Last Updated : Dec 23, 2023, 8:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.