ETV Bharat / state

শহরে ফের অঙ্গ প্রতিস্থাপন, 3 রোগী পাচ্ছেন অঙ্গ - Organ

ব্রেনডেথ হওয়া রোগীর অঙ্গ পাচ্ছেন হাওড়া ও কলকাতার দুটি বেসরকারি হাসপাতালের 3 রোগী। পথ দুর্ঘটনায় আহত হয়ে কয়েকদিন আগে ভর্তি হন মেদিনীপুরের এক যুবক। আজ ব্রেনডেথ ঘোষণা করেন চিকিৎসকরা।

শহরে ফের অঙ্গ প্রতিস্থাপন, 3 রোগী পাচ্ছেন অঙ্গ
শহরে ফের অঙ্গ প্রতিস্থাপন, 3 রোগী পাচ্ছেন অঙ্গ
author img

By

Published : Mar 2, 2021, 9:31 PM IST

কলকাতা, 2 মার্চ : ফের ব্রেনডেথ ঘোষিত এক রোগীর অঙ্গ প্রতিস্থাপন করা হচ্ছে অন্য রোগীদের শরীরে। প্রায় 14 বছরের এক কিশোরের শরীরে প্রতিস্থাপন করা হচ্ছে ব্রেনডেথ ঘোষণা করা 22 বছরের এক যুবকের হার্ট।

পথ দুর্ঘটনায় গুরুতর জখম মেদিনীপুরের বাসিন্দা বছর 22-এর এক যুবককে গত 28 ফেব্রুয়ারি নিয়ে আসা হয় কলকাতায়। ভর্তি করা হয় বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও ওই যুবককে আর বাঁচানো সম্ভব হয়নি। ওই যুবকের ব্রেনডেথ হয়ে যায়। বিষয়টি জানানো হয় পরিজনদের। এরপর তাঁরা ব্রেনডেথ ঘোষিত রোগীর অঙ্গ দানের সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন- বাইপাসে দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়

ওই যুবকের অঙ্গ অন্য রোগীদের শরীরে প্রতিস্থাপনের জন্য শুরু হয় অঙ্গ গ্রহীতাদের খোঁজ। ওই বেসরকারি হাসপাতাল এবং হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কয়েকজন। তাঁদের শরীরে অঙ্গ প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পূর্ব ভারতে এই প্রথম 14 বছর বয়সি কোনও রোগীর শরীরে প্রতিস্থাপন করা হচ্ছে হার্ট। লিভার এবং একটি কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে অন্য় দুই রোগীর শরীরে। ব্রেন ডেথ ঘোষিত যুবকের কর্নিয়াও দান করা হয়েছে। পুরো প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

কলকাতা, 2 মার্চ : ফের ব্রেনডেথ ঘোষিত এক রোগীর অঙ্গ প্রতিস্থাপন করা হচ্ছে অন্য রোগীদের শরীরে। প্রায় 14 বছরের এক কিশোরের শরীরে প্রতিস্থাপন করা হচ্ছে ব্রেনডেথ ঘোষণা করা 22 বছরের এক যুবকের হার্ট।

পথ দুর্ঘটনায় গুরুতর জখম মেদিনীপুরের বাসিন্দা বছর 22-এর এক যুবককে গত 28 ফেব্রুয়ারি নিয়ে আসা হয় কলকাতায়। ভর্তি করা হয় বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও ওই যুবককে আর বাঁচানো সম্ভব হয়নি। ওই যুবকের ব্রেনডেথ হয়ে যায়। বিষয়টি জানানো হয় পরিজনদের। এরপর তাঁরা ব্রেনডেথ ঘোষিত রোগীর অঙ্গ দানের সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন- বাইপাসে দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়

ওই যুবকের অঙ্গ অন্য রোগীদের শরীরে প্রতিস্থাপনের জন্য শুরু হয় অঙ্গ গ্রহীতাদের খোঁজ। ওই বেসরকারি হাসপাতাল এবং হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কয়েকজন। তাঁদের শরীরে অঙ্গ প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পূর্ব ভারতে এই প্রথম 14 বছর বয়সি কোনও রোগীর শরীরে প্রতিস্থাপন করা হচ্ছে হার্ট। লিভার এবং একটি কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে অন্য় দুই রোগীর শরীরে। ব্রেন ডেথ ঘোষিত যুবকের কর্নিয়াও দান করা হয়েছে। পুরো প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.