ETV Bharat / state

সস্ত্রীক অঙ্গদানের অঙ্গীকার, ব্রেন ডেথ ঘোষণার পর সায় মিলল পরিবারের - Kolkata organ donation story

যাদবপুর সন্তোষপুরের বাসিন্দা অপ্রতিম ঘোষ সস্ত্রীক মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করেছিলেন বছর খানেক আগে । ব্রেন ডেথ ঘোষণার পর বিষয়টি তাঁর স্ত্রী জানান পরিবারকে । স্বতঃস্ফূর্ত সায় মেলে 80 বছরের মা ও 8 বছরের মেয়ের থেকেও । তারপরই একাধিক মানুষের শরীরে প্রতিস্থাপিত হয় অপ্রতিমের অঙ্গ ।

অপ্রতিম ঘোষ
author img

By

Published : Nov 6, 2019, 4:57 AM IST

কলকাতা, 6 নভেম্বর : বেসরকারি এক হাসপাতালে সস্ত্রীক মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করেছিলেন বছর খানেক আগে । ব্রেন ডেথ ঘোষিত এই অঙ্গদাতার হার্ট, লিভার এবং দুই কিডনিই গতকাল প্রতিস্থাপিত হল অন্য রোগীদের শরীরে । ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর ৮০ বছর বয়সি মা এবং সাড়ে আট বছরের মেয়ের সমর্থনও মিলেছে অঙ্গদানে ।

যাদবপুর সন্তোষপুরের বাসিন্দা অপ্রতিম ঘোষ (42) । বেসরকারি একটি সংস্থায় চাকরি করতেন । বছর দু'য়েক ধরে উচ্চ রক্তচাপের কারণে তিনি ওষুধ খেতেন । রবিবার সকালে আচমকা তাঁর মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হয় । দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় গড়িয়ার একটি বেসরকারি একটি হাসপাতালে। তবে শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি । সোমবার বেলা ১২টা নাগাদ চিকিৎসকরা জানান, ব্রেন ডেথ ঘোষণা করা ছাড়া অন্য আর কোনও উপায় নেই ।

বছর খানেক আগে কলকাতার বেসরকারি একটি হাসপাতালে সস্ত্রীক মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করেছিলেন অপ্রতিমবাবু ও তাঁর স্ত্রী ইপ্সিতা । স্বামীর ব্রেন ডেথ ঘোষণার পর ইপ্সিতাদেবীই মরণোত্তর অঙ্গদানের বিষয়টি জানান । অনুমতি মেলে মা ও মেয়ের কাছ থেকেও । শুরু হয় পরবর্তী প্রক্রিয়া । অপ্রতিম ঘোষের দাদা অসীমাভ ঘোষ বলেন, "বাড়িতে আমরা সবাই সবার মতামত নিয়ে চলি । আমার ৮০ বছর বয়সি মায়ের কাছে যখন জানতে চাইলাম, মা তখন আমাদের অসম্ভব রকমের উৎসাহ দিলেন । মা বললেন, এ কাজে তাঁর কোনও আপত্তি নেই । ভাইয়ের সাড়ে আট বছরের মেয়েও বলল, বাবা অন্যদের মধ্যে বেঁচে থাকবে, অন্যরা বাঁচবেন সেই ভালো ।" পরিজনদের সম্মতি মেলার পরে শুরু হয়ে যায় গ্রহীতাদের খোঁজ ।

শেষ পর্যন্ত, ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর হার্ট, লিভার এবং একটি কিডনি গতকাল সকালে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে । তাঁর অন্য একটি কিডনি নিয়ে যাওয়া হয় আলিপুরে কমান্ড হাসপাতালে । স্কিন এবং কর্নিয়াও দান করা হয়েছে । তাঁর হার্ট প্রতিস্থাপিত হয়েছে তমলুকের বাসিন্দা গণেশ কুইল্যা (২৩)-র শরীরে । একটি কিডনি প্রতিস্থাপিত হয়েছে হাওড়ার বাসিন্দা তারক ডোম (৩১)-এর শরীরে এবং অপরটি কসবার বাসিন্দা স্বরূপ পাল (৪৮)-এর শরীরে । SSKM -এ লিভার প্রতিস্থাপিত হয় অপ্রতিমবাবুর লিভার ।

অঙ্গ প্রতিস্থাপনের পর কিডনি এবং হার্ট গ্রহীতাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ।

অঙ্গদানের প্রক্রিয়া শেষ হওয়ার পর অসীমাভবাবু বলেন, "ভাই এভাবে চলে গেল । কষ্ট হলেও, অঙ্গদানের থেকে বড় সম্মান আর কিছু হয় না । ও সকলের মধ্যে বেঁচে থাকবে ।"

কলকাতা, 6 নভেম্বর : বেসরকারি এক হাসপাতালে সস্ত্রীক মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করেছিলেন বছর খানেক আগে । ব্রেন ডেথ ঘোষিত এই অঙ্গদাতার হার্ট, লিভার এবং দুই কিডনিই গতকাল প্রতিস্থাপিত হল অন্য রোগীদের শরীরে । ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর ৮০ বছর বয়সি মা এবং সাড়ে আট বছরের মেয়ের সমর্থনও মিলেছে অঙ্গদানে ।

যাদবপুর সন্তোষপুরের বাসিন্দা অপ্রতিম ঘোষ (42) । বেসরকারি একটি সংস্থায় চাকরি করতেন । বছর দু'য়েক ধরে উচ্চ রক্তচাপের কারণে তিনি ওষুধ খেতেন । রবিবার সকালে আচমকা তাঁর মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হয় । দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় গড়িয়ার একটি বেসরকারি একটি হাসপাতালে। তবে শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি । সোমবার বেলা ১২টা নাগাদ চিকিৎসকরা জানান, ব্রেন ডেথ ঘোষণা করা ছাড়া অন্য আর কোনও উপায় নেই ।

বছর খানেক আগে কলকাতার বেসরকারি একটি হাসপাতালে সস্ত্রীক মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করেছিলেন অপ্রতিমবাবু ও তাঁর স্ত্রী ইপ্সিতা । স্বামীর ব্রেন ডেথ ঘোষণার পর ইপ্সিতাদেবীই মরণোত্তর অঙ্গদানের বিষয়টি জানান । অনুমতি মেলে মা ও মেয়ের কাছ থেকেও । শুরু হয় পরবর্তী প্রক্রিয়া । অপ্রতিম ঘোষের দাদা অসীমাভ ঘোষ বলেন, "বাড়িতে আমরা সবাই সবার মতামত নিয়ে চলি । আমার ৮০ বছর বয়সি মায়ের কাছে যখন জানতে চাইলাম, মা তখন আমাদের অসম্ভব রকমের উৎসাহ দিলেন । মা বললেন, এ কাজে তাঁর কোনও আপত্তি নেই । ভাইয়ের সাড়ে আট বছরের মেয়েও বলল, বাবা অন্যদের মধ্যে বেঁচে থাকবে, অন্যরা বাঁচবেন সেই ভালো ।" পরিজনদের সম্মতি মেলার পরে শুরু হয়ে যায় গ্রহীতাদের খোঁজ ।

শেষ পর্যন্ত, ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর হার্ট, লিভার এবং একটি কিডনি গতকাল সকালে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে । তাঁর অন্য একটি কিডনি নিয়ে যাওয়া হয় আলিপুরে কমান্ড হাসপাতালে । স্কিন এবং কর্নিয়াও দান করা হয়েছে । তাঁর হার্ট প্রতিস্থাপিত হয়েছে তমলুকের বাসিন্দা গণেশ কুইল্যা (২৩)-র শরীরে । একটি কিডনি প্রতিস্থাপিত হয়েছে হাওড়ার বাসিন্দা তারক ডোম (৩১)-এর শরীরে এবং অপরটি কসবার বাসিন্দা স্বরূপ পাল (৪৮)-এর শরীরে । SSKM -এ লিভার প্রতিস্থাপিত হয় অপ্রতিমবাবুর লিভার ।

অঙ্গ প্রতিস্থাপনের পর কিডনি এবং হার্ট গ্রহীতাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ।

অঙ্গদানের প্রক্রিয়া শেষ হওয়ার পর অসীমাভবাবু বলেন, "ভাই এভাবে চলে গেল । কষ্ট হলেও, অঙ্গদানের থেকে বড় সম্মান আর কিছু হয় না । ও সকলের মধ্যে বেঁচে থাকবে ।"

Intro:কলকাতা, ৫ নভেম্বর: বেসরকারি এক হাসপাতালে সস্ত্রীক মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করেছিলেন বছর খানেক আগে। ব্রেন ডেথ ঘোষিত এই অঙ্গদাতার হার্ট, লিভার এবং দুই কিডনি-ই মঙ্গলবার প্রতিস্থাপিত হল অন্য রোগীদের শরীরে। এই অঙ্গদানে ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর ৮০ বছর বয়সি মা এবং সাড়ে আট বছরের মেয়ের সমর্থনও মিলল।Body:যাদবপুর সন্তোষপুরের বাসিন্দা ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর নাম অপ্রতিম ঘোষ (৪২)। বেসরকারি একটি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। বছর দুয়েক ধরে উচ্চ রক্তচাপের কারণে তিনি ওষুধ খেতেন বলে জানা গিয়েছে। গত রবিবার সকালে আচমকা তাঁর মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হয়। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় পঞ্চসায়রে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে। তবে, শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। গতকাল, সোমবার বেলা ১২টা নাগাদ চিকিৎসকরা জানান, ব্রেন ডেথ ঘোষণা করা ছাড়া অন্য আর কোনও উপায় নেই।

বছর খানেক আগে কলকাতার বেসরকারি একটি হাসপাতালে সস্ত্রীক মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করেছিলেন তাঁরা। অপ্রতিম ঘোষের স্ত্রী ইপ্সিতা ঘোষ এ কথা জানানোর পরে শুরু হয় পরবর্তী প্রক্রিয়া। অপ্রতিম ঘোষের দাদা অসীমাভ ঘোষ বলেন, "বাড়িতে আমরা সবাই সবার মতামত নিয়ে চলি। ৮০ বছর বয়সি আমাদের মায়ের কাছে যখন জানতে চাইলাম, মা তখন আমাদের অসম্ভব রকমের উৎসাহ দিলেন। মা বললেন, এ কাজে তাঁর কোনও আপত্তি নেই। ভাইয়ের সাড়ে আট বছরের মেয়েও বলল, বাবা অন্যদের মধ্যে বেঁচে থাকবে, অন্যরা বাঁচবেন।" পরিজনদের সম্মতি মেলার পরে শুরু হয়ে যায় অঙ্গ গ্রহীতাদের খোঁজ।

শেষ পর্যন্ত, ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর হার্ট, লিভার এবং একটি কিডনি মঙ্গলবার সকালে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। তাঁর অন্য একটি কিডনি নিয়ে যাওয়া হয় আলিপুরে কমান্ড হাসপাতালে। ব্রেন ডেথ ঘোষিত এই রোগের স্কিন এবং কর্নিয়াও দান করা হয়েছে। তাঁর হার্ট প্রতিস্থাপিত হয়েছে তমলুকের বাসিন্দা গণেশ কুইল্যা (২৩)-র শরীরে, একটি কিডনি প্রতিস্থাপিত হয়েছে হাওড়ার বাসিন্দা তারক ডোম (৩১)-এর শরীরে। কসবার বাসিন্দা স্বরূপ পাল (৪৮)-এর শরীরে। অন্য একটি কিডনি প্রতিস্থাপিত হয়েছে কমান্ড হাসপাতালে এক রোগীর শরীরে।
Conclusion:শেষ খবর পাওয়া পর্যন্ত, SSKM হাসপাতালে লিভার প্রতিস্থাপনের প্রক্রিয়া চলছে। অন্যদিকে, প্রতিস্থাপনের পরে কিডনি এবং হার্ট গ্রহীতাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। অসীমাভ ঘোষ বলেন, "বছর খানেক আগে মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করেছিল ভাই। ওর স্ত্রীও করেছিল। ওরা এক সঙ্গেই করেছিল এ কাজ। ভাই এ ভাবে চলে গেল। কষ্ট হলেও, অঙ্গ দানের থেকে বড় সম্মান আর কিছু হয় না।"

_______

ছবি:
wb_kol_01a_organ_donation_pic_7203421
ব্রেন ডেথ ঘোষিত রোগী


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.