ETV Bharat / state

Odinance for Vice Chancellor: স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটিতে বদল, অর্ডিন্যান্স গেল রাজ্যপালের কাছে

author img

By

Published : Apr 26, 2023, 9:46 AM IST

স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য একটি সার্চ কমিটি আছে ৷ পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন এই কমিটির সদস্য সংখ্যা 5 থেকে কমিয়ে 3 করা হয় ৷ এবার তাতে বদল আনছে রাজ্য সরকার ৷ সেই সংক্রান্ত অর্ডিন্যান্স মঞ্জুরের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হল ৷

Mamta Banerjee
সিভি আনন্দ বোস ও মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 26 এপ্রিল: একের পর এক ঘটনায় উত্তপ্ত রাজ্য তথা রাজ্য রাজনীতি ৷ এমনই আবহে রাজভবনে পৌঁছল উপাচার্য নিয়োগ সংক্রান্ত অর্ডিন্যান্স ৷ স্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে গঠিত সার্চ কমিটি সংক্রান্ত অর্ডিন্যান্স মঞ্জুরীর জন্য রাজ্যপালের কাছে পাঠানো হল ৷ এই সার্চ কমিটিতে বদল আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দফতর ৷

জানা গিয়েছে, এই বদলের জন্য রাজভবনের সঙ্গে আলোচনা হয়েছে ৷ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বা ইউজিসির সুপারিশ মেনে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটিতে সদস্য সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ এবার এই অর্ডিন্যান্সের দ্রুত অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে আবেদন জানাল সরকার ৷

মন্ত্রিসভায় উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় ৷ 24 এপ্রিল, সোমবার উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে 3 সদস্যের বদলে 5 জন করা নিয়ে দ্রুত অর্ডিন্যান্স আনার প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা ৷ এক্ষেত্রে আগামী দিনে নতুন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটি গঠনের জন্য পুরনো নিয়ম আবারও চালু করা হচ্ছে ৷ কারণ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আমলে স্থায়ী উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে সদস্য সংখ্যা 5 থেকে 3 জন করা হয়েছিল ৷

এবার নতুন নিয়ম অনুসারে এই সার্চ কমিটিতে একজন ইউজিসির প্রতিনিধি থাকবেন । রাজ্যপালেরও একজন প্রতিনিধি থাকবেন । থাকবেন রাজ্য সরকারের প্রতিনিধি । এছাড়া বিশ্ববিদ্যালয়ের কোর্ট বা সেনেটের একজন প্রতিনিধি এবং উচ্চ শিক্ষা সংসদেরও একজন প্রতিনিধি থাকবেন কমিটিতে ৷ প্রসঙ্গত, রাজ্যপাল তাঁর পদমর্যাদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আচার্য ৷

সম্প্রতি স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে সংকট তৈরি হয় ৷ শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যপাল সিভি আনন্দ বোস একযোগে ঠিক করেছিলেন আগামীতে বিশ্ববিদ্যালয়গুলিতে কোনও অস্থায়ী নয়, স্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে ৷ আর এক্ষেত্রে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে কঠোরভাবে ইউজিসির পরামর্শ মানা হবে ৷ সেই অনুযায়ী ঠিক হয় সার্চ কমিটির সদস্য সংখ্যা তিন থেকে বাড়িয়ে আবার 5 করা হবে ৷ এবার রাজ্য সরকারের তরফে এই নিয়ম কার্যকর করার অর্ডিন্যান্স এনে তা মঞ্জুরির জন্য রাজভবনে পাঠানো হল ৷

আরও পড়ুন: রাজ্যপালকে এড়াতে উপাচার্য নিয়োগে বদল! অর্ডিন্যান্সের ভাবনা ব্রাত্যদের

কলকাতা, 26 এপ্রিল: একের পর এক ঘটনায় উত্তপ্ত রাজ্য তথা রাজ্য রাজনীতি ৷ এমনই আবহে রাজভবনে পৌঁছল উপাচার্য নিয়োগ সংক্রান্ত অর্ডিন্যান্স ৷ স্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে গঠিত সার্চ কমিটি সংক্রান্ত অর্ডিন্যান্স মঞ্জুরীর জন্য রাজ্যপালের কাছে পাঠানো হল ৷ এই সার্চ কমিটিতে বদল আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দফতর ৷

জানা গিয়েছে, এই বদলের জন্য রাজভবনের সঙ্গে আলোচনা হয়েছে ৷ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বা ইউজিসির সুপারিশ মেনে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটিতে সদস্য সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ এবার এই অর্ডিন্যান্সের দ্রুত অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে আবেদন জানাল সরকার ৷

মন্ত্রিসভায় উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় ৷ 24 এপ্রিল, সোমবার উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে 3 সদস্যের বদলে 5 জন করা নিয়ে দ্রুত অর্ডিন্যান্স আনার প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা ৷ এক্ষেত্রে আগামী দিনে নতুন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটি গঠনের জন্য পুরনো নিয়ম আবারও চালু করা হচ্ছে ৷ কারণ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আমলে স্থায়ী উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে সদস্য সংখ্যা 5 থেকে 3 জন করা হয়েছিল ৷

এবার নতুন নিয়ম অনুসারে এই সার্চ কমিটিতে একজন ইউজিসির প্রতিনিধি থাকবেন । রাজ্যপালেরও একজন প্রতিনিধি থাকবেন । থাকবেন রাজ্য সরকারের প্রতিনিধি । এছাড়া বিশ্ববিদ্যালয়ের কোর্ট বা সেনেটের একজন প্রতিনিধি এবং উচ্চ শিক্ষা সংসদেরও একজন প্রতিনিধি থাকবেন কমিটিতে ৷ প্রসঙ্গত, রাজ্যপাল তাঁর পদমর্যাদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আচার্য ৷

সম্প্রতি স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে সংকট তৈরি হয় ৷ শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যপাল সিভি আনন্দ বোস একযোগে ঠিক করেছিলেন আগামীতে বিশ্ববিদ্যালয়গুলিতে কোনও অস্থায়ী নয়, স্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে ৷ আর এক্ষেত্রে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে কঠোরভাবে ইউজিসির পরামর্শ মানা হবে ৷ সেই অনুযায়ী ঠিক হয় সার্চ কমিটির সদস্য সংখ্যা তিন থেকে বাড়িয়ে আবার 5 করা হবে ৷ এবার রাজ্য সরকারের তরফে এই নিয়ম কার্যকর করার অর্ডিন্যান্স এনে তা মঞ্জুরির জন্য রাজভবনে পাঠানো হল ৷

আরও পড়ুন: রাজ্যপালকে এড়াতে উপাচার্য নিয়োগে বদল! অর্ডিন্যান্সের ভাবনা ব্রাত্যদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.