ETV Bharat / state

Calcutta High Court: হাইকোর্টে বছরের সেরা রায়ের তালিকা প্রকাশ, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কোন নির্দেশ স্থান পেল ?

কলকাতা হাইকোর্টের তরফে শুক্রবার একটি তালিকা প্রকাশ করা হয়েছে ৷ সেখানে হাইকোর্টের বিভিন্ন বিচারপতির দেওয়া গত এক বছরের সেরা রায়গুলির তালিকা দেওয়া হয়েছে ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 10:59 PM IST

Updated : Sep 1, 2023, 11:12 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর: গত এক বছরে বহু রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতিদের দেওয়া বিভিন্ন রায়ের ভিত্তিতে সেগুলি বিশ্লেষণ করে সেরা রায়গুলির একটি তালিকা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট ৷ সোমবার হাইকোর্টের তরফে প্রকাশিত বইয়ে বিচারপতিদের নাম ধরে ধরে তাঁদের দেওয়া গত এক বছরের সেরা রায়গুলির এক তালিকা প্রকাশ করা হয়েছে ৷ সব বিচারপতিদের একটি করে সেরা রায় রয়েছে এই তালিকায় ৷ সেই তালিকার অন্যতম সেরা রায় হিসেবে উঠে এসেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি রায় ৷

রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রেক্ষিতে কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, সেই রায়কেই গত একবছরে তাঁর দেওয়া সেরা বলে এই তালিকায় উল্লেখ করা হয়েছে ৷ উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের প্রেক্ষিতেই পরবর্তীতে এই মামলার সঙ্গে যুক্ত হয় ইডি ৷ গ্রেফতার হন এই নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ৷ সেই তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় প্রমুখ ৷

তালিকায় স্থান পেয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের আয়কর বিভাগ সংক্রান্ত একটি নির্দেশ ৷ এছাড়াও বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত রাজ্য সরকারী কর্মীদের কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘভাতা দেওয়ার যে নির্দেশ দিয়েছিল, তাও রয়েছে এই তালিকায় ৷

আরও পড়ুন: লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ডাউনলোড হওয়া 16টি ফাইল দেখতে চাইল হাইকোর্ট

তবে শুধু কলকাতা হাইকোর্টই নয়, রাজ্যের বিভিন্ন জেলা ও নিম্ন আদালতের নানা বিষয়ও তুলে ধরা হয়েছে এই বইতে ৷ জুলাই 2022 থেকে জুন 2023 এই এক বছরের তথ্য প্রকাশ করা হয়েছে ৷ বিভিন্ন আদালতে এই সময়কালে কত মামলা হয়েছে, সেই মামলাগুলির প্রকৃতি কী ইত্যাদি বিভিন্ন বিষয়ে নির্দিষ্ট পরিসংখ্যান ও গ্রাফের মাধ্যমে এই বইতে তুলে ধরা হয়েছে ৷

কলকাতা, 1 সেপ্টেম্বর: গত এক বছরে বহু রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতিদের দেওয়া বিভিন্ন রায়ের ভিত্তিতে সেগুলি বিশ্লেষণ করে সেরা রায়গুলির একটি তালিকা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট ৷ সোমবার হাইকোর্টের তরফে প্রকাশিত বইয়ে বিচারপতিদের নাম ধরে ধরে তাঁদের দেওয়া গত এক বছরের সেরা রায়গুলির এক তালিকা প্রকাশ করা হয়েছে ৷ সব বিচারপতিদের একটি করে সেরা রায় রয়েছে এই তালিকায় ৷ সেই তালিকার অন্যতম সেরা রায় হিসেবে উঠে এসেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি রায় ৷

রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রেক্ষিতে কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, সেই রায়কেই গত একবছরে তাঁর দেওয়া সেরা বলে এই তালিকায় উল্লেখ করা হয়েছে ৷ উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের প্রেক্ষিতেই পরবর্তীতে এই মামলার সঙ্গে যুক্ত হয় ইডি ৷ গ্রেফতার হন এই নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ৷ সেই তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় প্রমুখ ৷

তালিকায় স্থান পেয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের আয়কর বিভাগ সংক্রান্ত একটি নির্দেশ ৷ এছাড়াও বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত রাজ্য সরকারী কর্মীদের কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘভাতা দেওয়ার যে নির্দেশ দিয়েছিল, তাও রয়েছে এই তালিকায় ৷

আরও পড়ুন: লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ডাউনলোড হওয়া 16টি ফাইল দেখতে চাইল হাইকোর্ট

তবে শুধু কলকাতা হাইকোর্টই নয়, রাজ্যের বিভিন্ন জেলা ও নিম্ন আদালতের নানা বিষয়ও তুলে ধরা হয়েছে এই বইতে ৷ জুলাই 2022 থেকে জুন 2023 এই এক বছরের তথ্য প্রকাশ করা হয়েছে ৷ বিভিন্ন আদালতে এই সময়কালে কত মামলা হয়েছে, সেই মামলাগুলির প্রকৃতি কী ইত্যাদি বিভিন্ন বিষয়ে নির্দিষ্ট পরিসংখ্যান ও গ্রাফের মাধ্যমে এই বইতে তুলে ধরা হয়েছে ৷

Last Updated : Sep 1, 2023, 11:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.