ETV Bharat / state

Orange Line Metro Service: শীঘ্রই শুরু হতে চলেছে নিউ গড়িয়া-রুবি মেট্রো পরিষেবা - জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি

কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়) পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে খুব শীঘ্রই ৷ মেট্রোরেলের এই রুটটি অরেঞ্জ লাইন হিসাবে পরিচিত ৷ যাত্রী সুবিধার্থে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এই লাইনের ভাড়ার তালিকা ৷

Etv Bharat
মেট্রো রেল
author img

By

Published : Apr 1, 2023, 10:52 PM IST

কলকাতা, 1 এপ্রিল: যে কোনওদিন যাত্রী পরিষেবা চালু হয়ে যাবে কবি সুভাষ থেকে রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো । শনিবার এমনটাই জানালেন কলকাতা মেট্রোরেলের নয়া জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি । এই অংশটিকে অরেঞ্জ লাইনও বলা হয় । পাশাপাশি যাত্রীভাড়ার তালিকাও প্রকাশিত হয়েছে আজ ৷

এই প্রসঙ্গে তিনি বলেন, "কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে রুবি মোড় (হেমন্ত মুখোপাধ্যায়) পর্যন্ত মেট্রোর অরেঞ্জ লাইনে যাত্রী পরিষেবা দ্রুত শুরু হবে । গত 30 জানুয়ারি এই অংশের পরিদর্শনে আসেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএসে)। সিআরএসের দেওয়া পরামর্শগুলি মেনে বাকি কাজ অনেকটাই শেষ হয়ে এসেছে । তাই একবার প্রস্তুতি পর্ব শেষ হলেও বাণিজ্যিকভাবে চালু হয়ে যাবে এই অংশের পরিষেবা ।" তিনি আরও জানান, অত্যন্ত দ্রুততার সঙ্গে শহর কলকাতার বুকে মেট্রো সম্প্রসারণের কাজ চলছে । সবকিছু ঠিকভাবে চললে এই বছরেই আরও বেশ কয়েকটি রুটে চালু হয়ে যাবে মেট্রো পরিষেবা ।

প্রকাশিত তালিকা অনুসারে মেট্রোর ন্যূনতম ভাড়া 5 টাকা । নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত ভাড়া 20 টাকা ভাড়া ধার্য করা হয়েছে । দক্ষিণেশ্বর পর্যন্ত সম্পূর্ণ যাত্রাপথের ভাড়া 45 টাকা । কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে থেকে বাঘাযতীন পর্যন্ত ভাড়া 5 টাকা ধার্য করা হয়েছে । কবি সুভাষ থেকে কবি সুকান্ত মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়ার ভাড়া লাগবে 10 টাকা । আবার কবি সুভাষ থেকে রুবি মোড় পর্যন্ত যাওয়ার ভাড়া 20 টাকা ।

আরও পড়ুন : মহাবীর জয়ন্তীতে সরকারি ছুটি, গ্রিন লাইনেও কমছে মেট্রোর সংখ্যা

পাশাপাশি চিনের ডালিয়ান থেকে আসতে চলেছে আরও 14টি রেক । সাধারণত যেগুলোকে ডালিয়ান রেক বলা হয় । সম্প্রতি নর্থ-সাউথ করিডোরে এম আর-501 ডালিয়ান রেকটিতে শুরু হয়েছে যাত্রী পরিষেবা । দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হওয়া পর অবশেষে যাত্রী নিয়ে পরিষেবা শুরু করেছে এই ডালিয়ান রেকটি ।

কলকাতা, 1 এপ্রিল: যে কোনওদিন যাত্রী পরিষেবা চালু হয়ে যাবে কবি সুভাষ থেকে রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো । শনিবার এমনটাই জানালেন কলকাতা মেট্রোরেলের নয়া জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি । এই অংশটিকে অরেঞ্জ লাইনও বলা হয় । পাশাপাশি যাত্রীভাড়ার তালিকাও প্রকাশিত হয়েছে আজ ৷

এই প্রসঙ্গে তিনি বলেন, "কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে রুবি মোড় (হেমন্ত মুখোপাধ্যায়) পর্যন্ত মেট্রোর অরেঞ্জ লাইনে যাত্রী পরিষেবা দ্রুত শুরু হবে । গত 30 জানুয়ারি এই অংশের পরিদর্শনে আসেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএসে)। সিআরএসের দেওয়া পরামর্শগুলি মেনে বাকি কাজ অনেকটাই শেষ হয়ে এসেছে । তাই একবার প্রস্তুতি পর্ব শেষ হলেও বাণিজ্যিকভাবে চালু হয়ে যাবে এই অংশের পরিষেবা ।" তিনি আরও জানান, অত্যন্ত দ্রুততার সঙ্গে শহর কলকাতার বুকে মেট্রো সম্প্রসারণের কাজ চলছে । সবকিছু ঠিকভাবে চললে এই বছরেই আরও বেশ কয়েকটি রুটে চালু হয়ে যাবে মেট্রো পরিষেবা ।

প্রকাশিত তালিকা অনুসারে মেট্রোর ন্যূনতম ভাড়া 5 টাকা । নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত ভাড়া 20 টাকা ভাড়া ধার্য করা হয়েছে । দক্ষিণেশ্বর পর্যন্ত সম্পূর্ণ যাত্রাপথের ভাড়া 45 টাকা । কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে থেকে বাঘাযতীন পর্যন্ত ভাড়া 5 টাকা ধার্য করা হয়েছে । কবি সুভাষ থেকে কবি সুকান্ত মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়ার ভাড়া লাগবে 10 টাকা । আবার কবি সুভাষ থেকে রুবি মোড় পর্যন্ত যাওয়ার ভাড়া 20 টাকা ।

আরও পড়ুন : মহাবীর জয়ন্তীতে সরকারি ছুটি, গ্রিন লাইনেও কমছে মেট্রোর সংখ্যা

পাশাপাশি চিনের ডালিয়ান থেকে আসতে চলেছে আরও 14টি রেক । সাধারণত যেগুলোকে ডালিয়ান রেক বলা হয় । সম্প্রতি নর্থ-সাউথ করিডোরে এম আর-501 ডালিয়ান রেকটিতে শুরু হয়েছে যাত্রী পরিষেবা । দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হওয়া পর অবশেষে যাত্রী নিয়ে পরিষেবা শুরু করেছে এই ডালিয়ান রেকটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.