ETV Bharat / state

প্রতিবাদের জন্য বিরোধী ঐক্য গুরুত্বপূর্ণ, বললেন অমর্ত্য - নাগরিকত্ব সংশোধনী আইন 2019

CAA, NRC, NPR-র প্রতিবাদের বিষয়ে নিজের মত জানালেন অমর্ত্য সেন ৷ এই বিষয়ে প্রতিবাদের জন্য বিরোধীদের ঐক্যের উপর জোর দিলেন তিনি ৷ তবে, বিরোধীদের মধ্যে ঐক্য না থাকলেও প্রতিবাদ চালিয়ে যেতে হবে বলেই মনে করেন তিনি ৷

অমর্ত্য সেন
অমর্ত্য সেন
author img

By

Published : Jan 15, 2020, 12:16 PM IST

কলকাতা, 15 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) 2019-র প্রতিবাদে প্রথম থেকেই সরব বিরোধীরা ৷ এই ইশুতে প্রতিবাদের জন্য বিরোধীদের ঐক্যের উপর জোর দেওয়ার কথা বললেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ তবে, বিরোধীদের মধ্যে ঐক্য না থাকলেও প্রতিবাদ চালিয়ে যেতে হবে বলেও মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ৷

কলকাতায় CAA, নাগরিকপঞ্জি (NRC), NPR-র প্রতিবাদের বিষয়ে নিজের মত জানালেন অমর্ত্য সেন ৷ বলেন, "যে কোনও ধরনের প্রতিবাদের জন্যই বিরোধীদের ঐক্য গুরুত্বপূর্ণ ৷ তাহলে প্রতিবাদ আরও সহজ হবে ৷ প্রতিবাদ কোনও উপযুক্ত কারণের জন্য হলেসেক্ষেত্রে ঐক্য থাকা খুবই গুরুত্বপূর্ণ ৷" তবে, ঐক্য না থাকলেও প্রতিবাদ বন্ধ করা যাবে না বলেই মনে করেন অমর্ত্য সেন ৷ বলেন, "ঐক্য প্রতিবাদকে সহজ করে ৷ কিন্তু, ঐক্য না থাকলেও আমাদের এগিয়ে যেতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে ৷"

নবনীতা দেবসেন স্মারক বক্তৃতায় অমর্ত্য সেন বলেন, বিরোধীদের প্রতিবাদকে অশান্তির হিসেবে দেখা খুব বড় ভুল ৷ "কী কারণে প্রতিবাদ করছি, তা আমাদের জানা প্রয়োজন", এমনই বলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ৷

কিছুদিন আগেই মোদি সরকারের সমালোচনা করে অমর্ত্য সেন বলেছিলেন, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করা উচিত ৷ "আমি মনে করি, CAA অবশ্যই বাতিল করতে হবে ৷ কারণ, এটি কোনও আইন হতে পারে না ৷ সংসদে যা পাশ হয়েছিল তা সংবিধানের সঙ্গে যুক্ত করা যায় কিনা তা দেখা সুপ্রিম কোর্টের কাজ ৷"

কলকাতা, 15 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) 2019-র প্রতিবাদে প্রথম থেকেই সরব বিরোধীরা ৷ এই ইশুতে প্রতিবাদের জন্য বিরোধীদের ঐক্যের উপর জোর দেওয়ার কথা বললেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ তবে, বিরোধীদের মধ্যে ঐক্য না থাকলেও প্রতিবাদ চালিয়ে যেতে হবে বলেও মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ৷

কলকাতায় CAA, নাগরিকপঞ্জি (NRC), NPR-র প্রতিবাদের বিষয়ে নিজের মত জানালেন অমর্ত্য সেন ৷ বলেন, "যে কোনও ধরনের প্রতিবাদের জন্যই বিরোধীদের ঐক্য গুরুত্বপূর্ণ ৷ তাহলে প্রতিবাদ আরও সহজ হবে ৷ প্রতিবাদ কোনও উপযুক্ত কারণের জন্য হলেসেক্ষেত্রে ঐক্য থাকা খুবই গুরুত্বপূর্ণ ৷" তবে, ঐক্য না থাকলেও প্রতিবাদ বন্ধ করা যাবে না বলেই মনে করেন অমর্ত্য সেন ৷ বলেন, "ঐক্য প্রতিবাদকে সহজ করে ৷ কিন্তু, ঐক্য না থাকলেও আমাদের এগিয়ে যেতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে ৷"

নবনীতা দেবসেন স্মারক বক্তৃতায় অমর্ত্য সেন বলেন, বিরোধীদের প্রতিবাদকে অশান্তির হিসেবে দেখা খুব বড় ভুল ৷ "কী কারণে প্রতিবাদ করছি, তা আমাদের জানা প্রয়োজন", এমনই বলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ৷

কিছুদিন আগেই মোদি সরকারের সমালোচনা করে অমর্ত্য সেন বলেছিলেন, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করা উচিত ৷ "আমি মনে করি, CAA অবশ্যই বাতিল করতে হবে ৷ কারণ, এটি কোনও আইন হতে পারে না ৷ সংসদে যা পাশ হয়েছিল তা সংবিধানের সঙ্গে যুক্ত করা যায় কিনা তা দেখা সুপ্রিম কোর্টের কাজ ৷"

New Delhi, Jan 15 (ANI): Army Day 2020 was celebrated at the National War Memorial in New Delhi on January 15. Chief of Defence Staff (CDS) General Bipin Rawat, Army Chief General Manoj Mukund Naravane, Air Staff Chief Marshal RKS Bhadauria and Navy Chief Admiral Karambir Singh pay tribute at Army Day 2020. Army Day is celebrated every year to pay tribute to brave heroes who sacrificed their lives for the country.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.