কলকাতা, 3 অগস্ট : "রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা (Dearness Allowance) নিশ্চিত করুন । প্রয়োজনে তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে । বিরোধী দলনেতা তাঁদের সঙ্গে আছে ৷" মহার্ঘভাতা প্রসঙ্গে রাজ্য সরকারকে একপ্রকার চ্যালেঞ্জ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
সোমবার কলকাতায় প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী বলেন, "একজন বিরোধী দলনেতা হিসেবে দাবি করছি সরকারি কর্মচারীদের মহার্ঘভাতার বিষয়টি এবার নিষ্পত্তি করা উচিত । রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য বছরে 15 হাজার কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে খরচ করতে পারছেন । আর সরকারি কর্মচারীরা মহার্ঘভাতার বিষয়ে বলতে গেলেই বলবেন ঘেউ ঘেউ করবেন না ।"
আরও পড়ুন : Suvendu Adhikary : কন্টাই কো-অপারেটিভ ইউনিয়নের সভাপতি পদ খোয়ালেন শুভেন্দু
এদিন মহার্ঘভাতার বিষয়ে সরকারি কর্মীদের পাশে থাকার বার্তা দিয়ে বিরোধী দলনেতা বলেন, "মহার্ঘভাতা দেওয়ার জন্য আমি সরকারকে ঋণ করতে বলবো না । কিন্তু রাজ্য প্রশাসন খেলা, মেলা করে হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছেন । আর সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা দেওয়ার ক্ষেত্রে যত সমস্যা তৈরি হচ্ছে ।"
বিজেপি সরকারি কর্মচারী পরিষদের সদস্যদের বদলির বিষয় নিয়েও এদিনের সাংবাদিক বৈঠকে সরব হন শুভেন্দু ।