ETV Bharat / state

Oppositions Slam Mamata: 'কাটমানি রেটও বেঁধে দিতে পারতেন', নতুন চাকরির ঘোষণার পর মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিকাশের - আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য

মঙ্গলবার নবান্নে বৈঠকে এক লক্ষ কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷ এরপরেই বিরোধীদের পালটা আক্রমণের শিকার মুখ্যমন্ত্রী ৷ "কাটমানি রেটও বেঁধে দিতে পারতেন মুখ্যমন্ত্রী" এভাবেই মুখ্যমন্ত্রীকে পালটা আক্রমণ করলেন বিরোধীরা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 30, 2023, 10:22 PM IST

কলকাতা, 30 মে: রাজ্য সরকার নতুন কর্মী নিয়োগের উপর জোর দিয়েছে । মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করেই পঞ্চায়েত ভোটের আগে 1 লক্ষ 25 হাজার কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারমধ্যেই নিয়োগ-দুর্নীতির প্রসঙ্গ তুলে শাসকদলকে কটাক্ষ করল বিরোধী রাজনৈতিক দলগুলো। এদিন সিপিএম রাজ্যসভার সংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কাটক্ষের সুরেই বলেন, "কাটমানির রেটও বেঁধে দিয়েছেন ?"

সিপিএম রাজ্যসভার সংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "উনি অনবরত মিথ্যা ভাষণে অভ্যস্ত । আবারও একটা ধাপ্পা দিলেন । চাকরির ঘোষণার পাশাপাশি উনি কি কাঠমানির হিসেবটা দিয়ে দিয়েছেন ? তা না-হলে চাকরি প্রার্থীরা টাকাটা জোগাড় করবে কীভাবে ৷ যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন ততদিন রাজ্যে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে হতে পারে না । অনবরত ধাপ্পার উপর চলছেন উনি ।"

কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ এই প্রসঙ্গেই তিনি জানান, নিয়োগের কথা ঘোষণা করা এবং নিয়োগ করা আলাদা ব্যাপার । নিয়োগ হলে তবে বিষয়টি পরিষ্কার হবে বলেও তিনি জানান ৷ পাশাপাশি এক লক্ষ চাকরি মানে 100 কোটি টাকা কাটমানি উঠবে বলেও তিনি দাবি করেছেন ৷

আরওপড়ুন : রাজ্যে 1 লক্ষ 25 হাজার কর্মী নিয়োগের ঘোষণা, চাকরি বাতিল নিয়ে সরব মমতা

এদিনের চাকরি ঘোষণা প্রসঙ্গেই বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "মুখ্যমন্ত্রী যখন যেখানে যান নতুন নতুন বার্তা দেন রাজ্যবাসীর উদ্দেশে । চাকরি দেন । মুখ্যমন্ত্রী তাঁর জামানায় রাজ্যবাসীকে এত কিছু দিয়েছেন যে রাজ্যে রাখার জায়গা নেই । আগে যা চাকরি দেওয়ার হিসাব দিয়েছেন সেগুলো একটু মিলিয়ে দেখুন । রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত করা হয়েছে । বিভিন্ন দফতরে হাজার হাজার শূন্য পদ আছে ৷ অথচ নিয়োগ নেই ৷ এবারও দুর্নীতি শুরু হয়ে যাবে । কারণ তৃণমূল মানেই তো দুর্নীতি । নতুন করে কিছু বলার নেই ।"

আরও পড়ুন : রমেশের কটাক্ষে পালটা ডেরেকের; ধন্যবাদ জানালেন মমতা, এড়ালেন বাইরন প্রসঙ্গ

মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী এক বছরের মধ্যে রাজ্য সরকার প্রায় 1 লক্ষ 25 হাজার কর্মী নিয়োগ করবে। যার মধ্যে প্রাথমিকে 11 হাজার ৷ 14 হাজার 500 জন উচ্চ প্রাথমিকে নিয়োগ হবে। রাজ্যের কলেজ- বিশ্ববিদ্যালয়ে 2 হাজার 200 জন অধ্যাপক নিয়োগের কথা ঘোষণা করেছন ৷ এছড়াও অন্যান্য পদে নিয়োগের কথা ঘোষণা করেছন মুখ্যামন্ত্রী ৷ দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও উল্লেখ করেন তিনি ৷

কলকাতা, 30 মে: রাজ্য সরকার নতুন কর্মী নিয়োগের উপর জোর দিয়েছে । মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করেই পঞ্চায়েত ভোটের আগে 1 লক্ষ 25 হাজার কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারমধ্যেই নিয়োগ-দুর্নীতির প্রসঙ্গ তুলে শাসকদলকে কটাক্ষ করল বিরোধী রাজনৈতিক দলগুলো। এদিন সিপিএম রাজ্যসভার সংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কাটক্ষের সুরেই বলেন, "কাটমানির রেটও বেঁধে দিয়েছেন ?"

সিপিএম রাজ্যসভার সংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "উনি অনবরত মিথ্যা ভাষণে অভ্যস্ত । আবারও একটা ধাপ্পা দিলেন । চাকরির ঘোষণার পাশাপাশি উনি কি কাঠমানির হিসেবটা দিয়ে দিয়েছেন ? তা না-হলে চাকরি প্রার্থীরা টাকাটা জোগাড় করবে কীভাবে ৷ যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন ততদিন রাজ্যে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে হতে পারে না । অনবরত ধাপ্পার উপর চলছেন উনি ।"

কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ এই প্রসঙ্গেই তিনি জানান, নিয়োগের কথা ঘোষণা করা এবং নিয়োগ করা আলাদা ব্যাপার । নিয়োগ হলে তবে বিষয়টি পরিষ্কার হবে বলেও তিনি জানান ৷ পাশাপাশি এক লক্ষ চাকরি মানে 100 কোটি টাকা কাটমানি উঠবে বলেও তিনি দাবি করেছেন ৷

আরওপড়ুন : রাজ্যে 1 লক্ষ 25 হাজার কর্মী নিয়োগের ঘোষণা, চাকরি বাতিল নিয়ে সরব মমতা

এদিনের চাকরি ঘোষণা প্রসঙ্গেই বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "মুখ্যমন্ত্রী যখন যেখানে যান নতুন নতুন বার্তা দেন রাজ্যবাসীর উদ্দেশে । চাকরি দেন । মুখ্যমন্ত্রী তাঁর জামানায় রাজ্যবাসীকে এত কিছু দিয়েছেন যে রাজ্যে রাখার জায়গা নেই । আগে যা চাকরি দেওয়ার হিসাব দিয়েছেন সেগুলো একটু মিলিয়ে দেখুন । রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত করা হয়েছে । বিভিন্ন দফতরে হাজার হাজার শূন্য পদ আছে ৷ অথচ নিয়োগ নেই ৷ এবারও দুর্নীতি শুরু হয়ে যাবে । কারণ তৃণমূল মানেই তো দুর্নীতি । নতুন করে কিছু বলার নেই ।"

আরও পড়ুন : রমেশের কটাক্ষে পালটা ডেরেকের; ধন্যবাদ জানালেন মমতা, এড়ালেন বাইরন প্রসঙ্গ

মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী এক বছরের মধ্যে রাজ্য সরকার প্রায় 1 লক্ষ 25 হাজার কর্মী নিয়োগ করবে। যার মধ্যে প্রাথমিকে 11 হাজার ৷ 14 হাজার 500 জন উচ্চ প্রাথমিকে নিয়োগ হবে। রাজ্যের কলেজ- বিশ্ববিদ্যালয়ে 2 হাজার 200 জন অধ্যাপক নিয়োগের কথা ঘোষণা করেছন ৷ এছড়াও অন্যান্য পদে নিয়োগের কথা ঘোষণা করেছন মুখ্যামন্ত্রী ৷ দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও উল্লেখ করেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.