ETV Bharat / state

TMC Raj Bhavan Agitation: আইন ভেঙে রাজভবনের সামনে তৃণমূলের সভা মঞ্চ ? পুলিশ মন্ত্রী মমতার পদত্যাগের দাবি বিরোধীদের - Opposition on TMC Raj Bhavan Agitation

Opposition on TMC Raj Bhavan Agitation: রাজভবনের সামনে বছরভর জারি থাকে 144 ধারা ৷ সেখানে কীভাবে মঞ্চ তৈরি করে সভা করল তৃণমূল কংগ্রেস ? প্রশ্ন তুলছে বিরোধীরা ৷ তারা এই নিয়ে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছে ৷

TMC Raj Bhaban Agitation
TMC Raj Bhaban Agitation
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 8:09 PM IST

কলকাতা, 5 অক্টোবর: ধর্মতলা, রাজভবন, বিধানসভা এলাকায় বছরভর 144 ধারা জারি থাকে । যেখানে জমায়েত করা যায় না । কলকাতা পুলিশ কোনোভাবেই সভা মঞ্চ তো দূর, বেশিক্ষণ বিক্ষোভ মিছিল বা অবস্থান করতে দেয় না । কিন্তু 5 অক্টোবর তৃণমূলের 'রাজভবন অভিযানে' সেই ছবি দেখা গেল না । একপ্রকার উলটো ছবি দেখা গেল । রাজভবনের উত্তরদ্বারের সামনের রাস্তা বন্ধ থাকল । মঞ্চ বাঁধা হল । গাড়ি ভর্তি চেয়ার এল । দাঁড়িয়ে দেখল কলকাতা পুলিশ । বরং, বিশৃংখলা এড়াতে যাবতীয় বন্দোবস্ত রাখে পুলিশ । চেয়ার বসার বিষয়টিও ঠিক করে দিতে দেখা যায় পুলিশকে । আর একারণেই আইনভঙ্গের অভিযোগ উঠেছে ।

এ দিন রাজভবনের উত্তরদ্বারের সামনের এলাকার ফুটপাথের দোকান বন্ধ করে দেওয়ায় দোকানিদের মধ্যে ক্ষোভ দেখা দেয় । কিন্তু, ভয়ে কেউ ক্যামেরার সামনে মুখ খোলেননি । সব মিলিয়ে তৃণমূলের রাজভবনের অভিযান ঘিরে আইনশৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলেছে বিরোধীরা । এই কারণে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করল বিরোধীরা ।

TMCs Raj Bhaban Agitation
রাজভবনের গেটে তৃণমূলের প্ল্যাকার্ড

সিপিএমের পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তী বলেন, "এ রাজ্যে আইনের শাসন নেই । ভিক্টোরিয়াতে তৃণমূল ছাড়া কেউ মিটিং করতে পারবে না । কলকাতা বা এসপ্লেনেড-এর আশপাশের আমাদের মিটিং মিছিলের অনুমতি দেওয়া হবে না । রাজভবনে 144 ধারা । আশপাশে কেউ যেতে পারবে না । অথচ, সেখানে একপ্রকার রাজভবনের গেটে, ঢিল ছোড়া দূরত্বে তৃণমূলের মঞ্চ বাঁধা হল । অবস্থান চলল । আসলে তৃণমূলের অবস্থান মানে পুলিশের দায়িত্ব । রাজ্যের পুলিশ তৃণমূলের হয়ে তৃণমূল দল চালাচ্ছে । তাছাড়া অন্য কিছু নয় । বরঞ্চ, আপনি যদি কালীঘাটের শান্তিকুঞ্জে তিনবার চোখ রাখেন কলকাতা পুলিশ গ্রেফতার করবে । রাজ্যের পুলিশ একেবারে দালালি করছে । রাজ্যের পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত ।"

TMCs Raj Bhaban Agitation
তৃণমূলের রাজভবন অভিযানের মঞ্চ

প্রদেশ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলায় কোনও আইনের শাসন নেই । শাসনের আইন আছে । গত 12 বছর ধরে বাংলার আইনশৃঙ্খলা শিকেয় উঠেছে । কংগ্রেসের নেতা-কর্মীরা রাজভবনে গেটে হাত রাখলেই পুলিশ টেনে হিঁচড়ে আটক করে । আর এখন পুলিশ কী করছে ? তৃণমূল যে নাটক করছে, তাতেই আইন ভেঙে সঙ্গ দিচ্ছে ।’’

TMCs Raj Bhaban Agitation
তৃণমূলের রাজভবন অভিযান

তিনি আরও বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক) নাটক না করে মনরেগার 60-40 রেশিও মেনে 40 শতাংশ টাকা আগে দিয়ে দিক রাজ্যের মানুষকে । তা না করে নাটক করছে । কেন্দ্রও ধোয়া তুলসী পাতা নয় । তৃণমূল গত 12 বছরে হাজার হাজার পুকুর চুরি করেছে । তাঁদের গ্রেফতার করুক । করা হচ্ছে না কেন ? যারা অপরাধ করেনি তাঁদের টাকা দিয়ে দিক । তা না করে পর্দার আড়ালে তৃণমূল বিজেপি আমরা ওরা করছে ।"

TMCs Raj Bhaban Agitation
তৃণমূলের রাজভবন অভিযান

বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "সরকারে থাকা রাজনৈতিক দল এভাবে আইন ভাঙলে সেখানে আর কি বলার থাকে ! হাইকোর্টের উচিত স্বতঃপ্রণোদিত মামলা করা উচিত এই সরকারের বিরুদ্ধে । কারণ, সরকারি পার্টি এভাবেই আইন ভাঙলে উদাহরণ থেকে যাবে । আগামিদিন যে কেউ আইন ভাঙার চেষ্টা করবে । কঠোর ব্যবস্থা নেওয়া দরকার ।"

আরও পড়ুন: 'দেখা করতে হলে উত্তরবঙ্গে আসুন', রাজ্যপালের মন্তব্যকে 'জমিদারি কালচার' বলছে তৃণমূল

কলকাতা, 5 অক্টোবর: ধর্মতলা, রাজভবন, বিধানসভা এলাকায় বছরভর 144 ধারা জারি থাকে । যেখানে জমায়েত করা যায় না । কলকাতা পুলিশ কোনোভাবেই সভা মঞ্চ তো দূর, বেশিক্ষণ বিক্ষোভ মিছিল বা অবস্থান করতে দেয় না । কিন্তু 5 অক্টোবর তৃণমূলের 'রাজভবন অভিযানে' সেই ছবি দেখা গেল না । একপ্রকার উলটো ছবি দেখা গেল । রাজভবনের উত্তরদ্বারের সামনের রাস্তা বন্ধ থাকল । মঞ্চ বাঁধা হল । গাড়ি ভর্তি চেয়ার এল । দাঁড়িয়ে দেখল কলকাতা পুলিশ । বরং, বিশৃংখলা এড়াতে যাবতীয় বন্দোবস্ত রাখে পুলিশ । চেয়ার বসার বিষয়টিও ঠিক করে দিতে দেখা যায় পুলিশকে । আর একারণেই আইনভঙ্গের অভিযোগ উঠেছে ।

এ দিন রাজভবনের উত্তরদ্বারের সামনের এলাকার ফুটপাথের দোকান বন্ধ করে দেওয়ায় দোকানিদের মধ্যে ক্ষোভ দেখা দেয় । কিন্তু, ভয়ে কেউ ক্যামেরার সামনে মুখ খোলেননি । সব মিলিয়ে তৃণমূলের রাজভবনের অভিযান ঘিরে আইনশৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলেছে বিরোধীরা । এই কারণে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করল বিরোধীরা ।

TMCs Raj Bhaban Agitation
রাজভবনের গেটে তৃণমূলের প্ল্যাকার্ড

সিপিএমের পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তী বলেন, "এ রাজ্যে আইনের শাসন নেই । ভিক্টোরিয়াতে তৃণমূল ছাড়া কেউ মিটিং করতে পারবে না । কলকাতা বা এসপ্লেনেড-এর আশপাশের আমাদের মিটিং মিছিলের অনুমতি দেওয়া হবে না । রাজভবনে 144 ধারা । আশপাশে কেউ যেতে পারবে না । অথচ, সেখানে একপ্রকার রাজভবনের গেটে, ঢিল ছোড়া দূরত্বে তৃণমূলের মঞ্চ বাঁধা হল । অবস্থান চলল । আসলে তৃণমূলের অবস্থান মানে পুলিশের দায়িত্ব । রাজ্যের পুলিশ তৃণমূলের হয়ে তৃণমূল দল চালাচ্ছে । তাছাড়া অন্য কিছু নয় । বরঞ্চ, আপনি যদি কালীঘাটের শান্তিকুঞ্জে তিনবার চোখ রাখেন কলকাতা পুলিশ গ্রেফতার করবে । রাজ্যের পুলিশ একেবারে দালালি করছে । রাজ্যের পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত ।"

TMCs Raj Bhaban Agitation
তৃণমূলের রাজভবন অভিযানের মঞ্চ

প্রদেশ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলায় কোনও আইনের শাসন নেই । শাসনের আইন আছে । গত 12 বছর ধরে বাংলার আইনশৃঙ্খলা শিকেয় উঠেছে । কংগ্রেসের নেতা-কর্মীরা রাজভবনে গেটে হাত রাখলেই পুলিশ টেনে হিঁচড়ে আটক করে । আর এখন পুলিশ কী করছে ? তৃণমূল যে নাটক করছে, তাতেই আইন ভেঙে সঙ্গ দিচ্ছে ।’’

TMCs Raj Bhaban Agitation
তৃণমূলের রাজভবন অভিযান

তিনি আরও বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক) নাটক না করে মনরেগার 60-40 রেশিও মেনে 40 শতাংশ টাকা আগে দিয়ে দিক রাজ্যের মানুষকে । তা না করে নাটক করছে । কেন্দ্রও ধোয়া তুলসী পাতা নয় । তৃণমূল গত 12 বছরে হাজার হাজার পুকুর চুরি করেছে । তাঁদের গ্রেফতার করুক । করা হচ্ছে না কেন ? যারা অপরাধ করেনি তাঁদের টাকা দিয়ে দিক । তা না করে পর্দার আড়ালে তৃণমূল বিজেপি আমরা ওরা করছে ।"

TMCs Raj Bhaban Agitation
তৃণমূলের রাজভবন অভিযান

বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "সরকারে থাকা রাজনৈতিক দল এভাবে আইন ভাঙলে সেখানে আর কি বলার থাকে ! হাইকোর্টের উচিত স্বতঃপ্রণোদিত মামলা করা উচিত এই সরকারের বিরুদ্ধে । কারণ, সরকারি পার্টি এভাবেই আইন ভাঙলে উদাহরণ থেকে যাবে । আগামিদিন যে কেউ আইন ভাঙার চেষ্টা করবে । কঠোর ব্যবস্থা নেওয়া দরকার ।"

আরও পড়ুন: 'দেখা করতে হলে উত্তরবঙ্গে আসুন', রাজ্যপালের মন্তব্যকে 'জমিদারি কালচার' বলছে তৃণমূল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.