ETV Bharat / state

Panchayat Elections 2023: মনোনয়নে বাধার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ বিরোধীরা - কলকাতা হাইকোর্ট

ভাঙড়, মিনাখাঁ, ক্যানিং ও বসিরহাটে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছে বিরোধীদের ৷ এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সিপিআইএম, আইএসএফ থেকে বিজেপি ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jun 15, 2023, 1:07 PM IST

কলকাতা, 15 জুন: মনোনয়ন জমায় বাধা দেওয়ায় অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিরোধীরা ৷ ভাঙড়ে আইএসএফ, মিনাখাঁয় সিপিআইএম, ক্যানিং এবং বসিরহাটে বিজেপি মনোনয়ন জমা দিতে পারেনি বলে হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। তাদের অভিযোগ, কোনও দলকে বুধবার থেকে মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না। এমনকী মিনাখাঁয় থানার সামনে থেকে সিপিআইএম পদপ্রার্থীদের মনোনয়ন দিতে যাওয়ার আগেই পুলিশের মদতে অপহরণের অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। বিচারপতি রাজাশেখর মান্থা বৃহস্পতিবার বেলা সাড়ে 12টায় সব মামলা এক সঙ্গে শুনবেন বলে জানিয়েছেন ৷

উল্লেখ্য, বুধবারই নির্বাচন কমিশনকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছিল আদালত ৷ দু'টি আলাদা মামলায় বিচারপতি মান্থা জানিয়েছিলেন, অশান্তির খবর এলে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে হবে কমিশনকে। আদালত এও জানিয়েছিল, যারা বুধবার মনোনয়ন জমা দিতে পারেনি তাদের আজ শেষ দিনে অর্থাৎ বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করে দেবে নির্বাচন কমিশন ৷ কিন্তু এদিন সকালে ফের একই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা । আজই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন । ফলে বিরোধীদের আটকানোর চেষ্টা করা হচ্ছে যাতে তারা সব আসনে প্রার্থীর মনোনয়ন না-দিতে পারে ৷ এমনই অভিযোগ জমা পড়েছে হাইকোর্টে ।

আরও পড়ুন: অশান্তির খবর এলেই তৎক্ষণাৎ পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবে কমিশন, কড়া বার্তা হাইকোর্টের

প্রসঙ্গত, মনোনয়নকে ঘিরে আশান্তির জেরে কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠছে মুর্শিদাবাদ থেকে মিনাখাঁ ৷ বিরোধীরা বারবার মনোনয়নে বাধা দেওযার অভিযোগ তুলেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি ৷ দক্ষিণ 24 পরগনার ভাঙড় ও ক্যানিংয়ে বোমাবাজি থেকে মারধরের ঘটনা ঘটেছে ৷ শাসক বিরোধী সংঘর্ষে তপ্ত হয়েছে উত্তর 24 পরগনার মিনাখাঁ ৷ এই ঘটনাগুলিতে আক্রান্ত হয়েছে বিরোধী শিবির ও শাসকদলের নেতা কর্মী থেকে বিধায়করা ৷ রাস্তায় নেমেছে পুলিশ ৷

কলকাতা, 15 জুন: মনোনয়ন জমায় বাধা দেওয়ায় অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিরোধীরা ৷ ভাঙড়ে আইএসএফ, মিনাখাঁয় সিপিআইএম, ক্যানিং এবং বসিরহাটে বিজেপি মনোনয়ন জমা দিতে পারেনি বলে হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। তাদের অভিযোগ, কোনও দলকে বুধবার থেকে মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না। এমনকী মিনাখাঁয় থানার সামনে থেকে সিপিআইএম পদপ্রার্থীদের মনোনয়ন দিতে যাওয়ার আগেই পুলিশের মদতে অপহরণের অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। বিচারপতি রাজাশেখর মান্থা বৃহস্পতিবার বেলা সাড়ে 12টায় সব মামলা এক সঙ্গে শুনবেন বলে জানিয়েছেন ৷

উল্লেখ্য, বুধবারই নির্বাচন কমিশনকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছিল আদালত ৷ দু'টি আলাদা মামলায় বিচারপতি মান্থা জানিয়েছিলেন, অশান্তির খবর এলে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে হবে কমিশনকে। আদালত এও জানিয়েছিল, যারা বুধবার মনোনয়ন জমা দিতে পারেনি তাদের আজ শেষ দিনে অর্থাৎ বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করে দেবে নির্বাচন কমিশন ৷ কিন্তু এদিন সকালে ফের একই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা । আজই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন । ফলে বিরোধীদের আটকানোর চেষ্টা করা হচ্ছে যাতে তারা সব আসনে প্রার্থীর মনোনয়ন না-দিতে পারে ৷ এমনই অভিযোগ জমা পড়েছে হাইকোর্টে ।

আরও পড়ুন: অশান্তির খবর এলেই তৎক্ষণাৎ পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবে কমিশন, কড়া বার্তা হাইকোর্টের

প্রসঙ্গত, মনোনয়নকে ঘিরে আশান্তির জেরে কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠছে মুর্শিদাবাদ থেকে মিনাখাঁ ৷ বিরোধীরা বারবার মনোনয়নে বাধা দেওযার অভিযোগ তুলেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি ৷ দক্ষিণ 24 পরগনার ভাঙড় ও ক্যানিংয়ে বোমাবাজি থেকে মারধরের ঘটনা ঘটেছে ৷ শাসক বিরোধী সংঘর্ষে তপ্ত হয়েছে উত্তর 24 পরগনার মিনাখাঁ ৷ এই ঘটনাগুলিতে আক্রান্ত হয়েছে বিরোধী শিবির ও শাসকদলের নেতা কর্মী থেকে বিধায়করা ৷ রাস্তায় নেমেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.