কলকাতা, ১ ফেব্রুয়ারি : রাজ্য বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ চলাকালীন বিক্ষোভ বিরোধী বিধায়কদের। আজ বাজেট অধিবেশনের শুরুতে বক্তব্য রাখেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।
এবার বাজেট অধিবেশনের দিন কমিয়ে মাত্র তিনদিন করা হয়েছে। যা নিয়ে আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন বিরোধী বিধায়করা। আজ রাজ্যপাল ভাষণ শুরু করার পরই বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। দাবি করেন, বাজেট অধিবেশনের মেয়াদ বাড়ানো হোক।