ETV Bharat / state

Opposition Criticises CM: তিলজলার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব বিরোধীরা - President Murmu in Kolkata

সোমবার শহরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu in Kolkata) ৷ আর এদিনই নাবালিকার খুন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে তিলজলা ৷ এই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন বিরোধীরা ৷

Etv Bharat
ফাইল চিত্র
author img

By

Published : Mar 27, 2023, 11:07 PM IST

কলকাতা, 27 মার্চ: দু'দিনের বঙ্গ সফরে সোমবারই কলকাতায় এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এদিন বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee) ৷ এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতায় পরস্পরের প্রতি শ্রদ্ধা,ভালোবাসা ও সর্বোপরি বাংলার প্রতি রাষ্ট্রপতির আবেগ প্রকাশ পেয়েছে । এদিন মঞ্চে আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্যেও অংশ নেন মুখ্যমন্ত্রী (CM Felicitates President) ৷

কিন্তু এদিন যেই সময়ে নেতাজি ইন্ডোরে ওই অনুষ্ঠান হচ্ছে, সে সময়ে সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে তিলজলাতে এক নাবালিকাকে যৌন হেনস্থা ও খুনের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । আর এই বিষয়টি নিয়ে এদিন বিরোধীরা কার্যত একই সুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পুলিশ-প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করেছেন (Tiljala child murder case)।

যদিও মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাক্ষাৎ ও বক্তৃতা নিয়ে বিরোধীরা কোনওরকম বিরূপ মন্তব্য করতে চাননি । তবে তিলজলাকাণ্ডের প্রসঙ্গ তুলে রাজ্যে নারী নিরাপত্তার অবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা । সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন,"রাষ্ট্রপতি প্রথমবার রাজ্যে এসেছেন । বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন । মুখ্যমন্ত্রী সুন্দরভাবে তাঁর দায়িত্ব,কর্তব্য পালন করেছেন । করাটাই উচিত । দুজনেই খুশি । খুব ভালো বিষয় । কিন্তু রাষ্ট্রপতি যদি জানতে পেরে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেন যে আপনার রাজ্যে কী হচ্ছে ? পুলিশের গাড়ি জ্বলছে, সাত বছরের মেয়ে ধর্ষণ হচ্ছে, পরবর্তীতে খুন হচ্ছে । কী বলবেন মুখ্যমন্ত্রী । লজ্জায় মাথাটা নিচু হয়ে যাচ্ছে গোটা বাংলার ।"

কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য তিলজলাকাণ্ডের কোনও প্রসঙ্গ টানেননি । তিনি রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎকারকে ভালো চোখেই দেখছেন । তিনি জানান, রাষ্ট্রপতি রাজ্যে এসেছেন (President Droupadi Murmu) । রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং তাঁর মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধা-ভালোবাসা বিনিময় হয়েছে তার মধ্যে কোনও রাজনীতি নেই । এটাই হওয়া উচিত । তবে ভবিষ্যতে কী হবে তা জানা নেই ৷

আরও পড়ুন: বাংলা ও মুখ্যমন্ত্রীর প্রশংসার সঙ্গে ‘জয় বাংলা’ও বললেন রাষ্ট্রপতি

কিন্তু সিপিআইএমের আরেক নেতা রবীন দেব তিলজলাকাণ্ডের প্রসঙ্গ টেনে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন । তিনি বলেন,"রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান যাতে ভালো করে হয়, তাঁর প্রতি ভালোভাবে শ্রদ্ধা জানানো হয় তার জন্য যা যা করণীয় তা মুখ্যমন্ত্রী করবেনই । যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী এটা তো ভালো বিষয় । একই রকমভাবে মুখ্যমন্ত্রী যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে এবং তিনি যে তাতে দক্ষ সেটা তো তিনি প্রমাণ করবেনই । কিন্তু এসবের মধ্যে একটু কিন্তু চোনা পড়ে গেল । আমি জানিনা রাষ্ট্রপতি জানেন কি না যে তিলজলাতে এক সাত বছরের মেয়েকে খুন করা হয়েছে এবং তার পরবর্তীতে প্রশাসনিক গাফিলতির কারণে তান্ডব চলেছে । দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ রয়েছে ।"

কার্যত একই সুরে বিজেপি নেতা রাহুল সিনহা কটাক্ষ করেছেন । তিনি জানান, রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীর মধ্যে যে কথা বিনিময় এবং যে সৌজন্যে সাক্ষাৎ হয়েছে, তা ভালো বিষয় । কিন্তু, যখন শহরের বুকে আগুন জ্বলছে, পুলিশের গাড়িতে আগুন জালানো হচ্ছে, তাণ্ডব চলছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাচছেন । এটাই তো বাংলার সবচেয়ে বড় দুর্ভাগ্য ।

কলকাতা, 27 মার্চ: দু'দিনের বঙ্গ সফরে সোমবারই কলকাতায় এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এদিন বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee) ৷ এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতায় পরস্পরের প্রতি শ্রদ্ধা,ভালোবাসা ও সর্বোপরি বাংলার প্রতি রাষ্ট্রপতির আবেগ প্রকাশ পেয়েছে । এদিন মঞ্চে আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্যেও অংশ নেন মুখ্যমন্ত্রী (CM Felicitates President) ৷

কিন্তু এদিন যেই সময়ে নেতাজি ইন্ডোরে ওই অনুষ্ঠান হচ্ছে, সে সময়ে সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে তিলজলাতে এক নাবালিকাকে যৌন হেনস্থা ও খুনের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । আর এই বিষয়টি নিয়ে এদিন বিরোধীরা কার্যত একই সুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পুলিশ-প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করেছেন (Tiljala child murder case)।

যদিও মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাক্ষাৎ ও বক্তৃতা নিয়ে বিরোধীরা কোনওরকম বিরূপ মন্তব্য করতে চাননি । তবে তিলজলাকাণ্ডের প্রসঙ্গ তুলে রাজ্যে নারী নিরাপত্তার অবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা । সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন,"রাষ্ট্রপতি প্রথমবার রাজ্যে এসেছেন । বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন । মুখ্যমন্ত্রী সুন্দরভাবে তাঁর দায়িত্ব,কর্তব্য পালন করেছেন । করাটাই উচিত । দুজনেই খুশি । খুব ভালো বিষয় । কিন্তু রাষ্ট্রপতি যদি জানতে পেরে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেন যে আপনার রাজ্যে কী হচ্ছে ? পুলিশের গাড়ি জ্বলছে, সাত বছরের মেয়ে ধর্ষণ হচ্ছে, পরবর্তীতে খুন হচ্ছে । কী বলবেন মুখ্যমন্ত্রী । লজ্জায় মাথাটা নিচু হয়ে যাচ্ছে গোটা বাংলার ।"

কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য তিলজলাকাণ্ডের কোনও প্রসঙ্গ টানেননি । তিনি রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎকারকে ভালো চোখেই দেখছেন । তিনি জানান, রাষ্ট্রপতি রাজ্যে এসেছেন (President Droupadi Murmu) । রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং তাঁর মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধা-ভালোবাসা বিনিময় হয়েছে তার মধ্যে কোনও রাজনীতি নেই । এটাই হওয়া উচিত । তবে ভবিষ্যতে কী হবে তা জানা নেই ৷

আরও পড়ুন: বাংলা ও মুখ্যমন্ত্রীর প্রশংসার সঙ্গে ‘জয় বাংলা’ও বললেন রাষ্ট্রপতি

কিন্তু সিপিআইএমের আরেক নেতা রবীন দেব তিলজলাকাণ্ডের প্রসঙ্গ টেনে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন । তিনি বলেন,"রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান যাতে ভালো করে হয়, তাঁর প্রতি ভালোভাবে শ্রদ্ধা জানানো হয় তার জন্য যা যা করণীয় তা মুখ্যমন্ত্রী করবেনই । যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী এটা তো ভালো বিষয় । একই রকমভাবে মুখ্যমন্ত্রী যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে এবং তিনি যে তাতে দক্ষ সেটা তো তিনি প্রমাণ করবেনই । কিন্তু এসবের মধ্যে একটু কিন্তু চোনা পড়ে গেল । আমি জানিনা রাষ্ট্রপতি জানেন কি না যে তিলজলাতে এক সাত বছরের মেয়েকে খুন করা হয়েছে এবং তার পরবর্তীতে প্রশাসনিক গাফিলতির কারণে তান্ডব চলেছে । দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ রয়েছে ।"

কার্যত একই সুরে বিজেপি নেতা রাহুল সিনহা কটাক্ষ করেছেন । তিনি জানান, রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীর মধ্যে যে কথা বিনিময় এবং যে সৌজন্যে সাক্ষাৎ হয়েছে, তা ভালো বিষয় । কিন্তু, যখন শহরের বুকে আগুন জ্বলছে, পুলিশের গাড়িতে আগুন জালানো হচ্ছে, তাণ্ডব চলছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাচছেন । এটাই তো বাংলার সবচেয়ে বড় দুর্ভাগ্য ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.