ETV Bharat / state

জয়েন্টের মেধাতালিকায় রাজ্য বোর্ডের মাত্র এক - one

আজ প্রকাশিত হল রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার ফলাফল । মেধাতালিকায় রাজ্যবোর্ডের মাত্র একজন ।

মলয়েন্দু সাহা
author img

By

Published : Jun 20, 2019, 8:02 PM IST

Updated : Jun 21, 2019, 9:20 PM IST

কলকাতা, 20 জুন : আজ প্রকাশিত হয়েছে রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার ফলাফল । 20 মে হয়েছিল জয়েন্ট পরীক্ষা । ঠিক 24 দিনের মাথায় ফলাফল প্রকাশ করল WBJEEB । প্রথম স্থান অধিকার করেছেন দুর্গাপুরের হেমশিলা মডেল স্কুলের সোহম মিস্ত্রি । রাজ্যের বোর্ড পরীক্ষার মতো রাজ‍্য জয়েন্টেও প্রথম স্থান অধিকার করল জেলা । পাশাপাশি সেরা দশের তালিকায় নাম রয়েছে একাধিক ISC ও CBSE বোর্ডের পডু়য়াদের । সেখানে পশ্চিমবঙ্গ উচ্চমাধ‍্যমিক শিক্ষা সংসদের মাত্র একজন স্থান পেয়েছেন মেধাতালিকায় । স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে প্রতিযোগিতামূলক পরীক্ষা ও উচ্চশিক্ষায় রাজ‍্য বোর্ডের পড়ুয়াদের উপযোগী করার জন্য সিলেবাসে পরিবর্তন ও প্রশ্নপত্রের ধরন পরিবর্তন করার পরেও কেন পিছিয়ে পড়ছে উচ্চমাধ্যমিক বোর্ড?

রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় র‍্যাঙ্ক করেছেন কলকাতার সাউথ পয়েন্ট হাইস্কুলের তমজিৎ ব‍্যানার্জি । তৃতীয় স্থানে রয়েছেন কৌস্তভ সেন । তিনিও হেমশিলা মডেল স্কুলের ছাত্র । চতুর্থ র‍্যাঙ্ক করেছেন কলকাতার সাউথ পয়েন্ট হাইস্কুলের অঙ্গীকার মণ্ডল । সোনারপুরের সারদা বিদ্যাপীঠের ছাত্র অর্ক দাস পঞ্চম স্থান অধিকার করেছেন । এই স্কুল একমাত্র পশ্চিমবঙ্গ উচ্চমাধ‍্যমিক শিক্ষা সংসদের অধীনস্থ । ষষ্ঠ স্থানে আছেন দিল্লি পাবলিক স্কুলের স্নেহীন সেন । বার্নপুর রিভারসাইড স্কুলের বিনীত রাজ্যে সপ্তম স্থানে রয়েছেন । অষ্টম স্থানে রয়েছেন পূর্বাঞ্চল বিদ্যামন্দিরের ঋষভ আগরওয়াল । নবম স্থান অধিকার করে নিয়েছেন কলকাতার সুধীর মেমোরিয়াল ইন্সটিটিউটের অভিনব দত্ত । দশম স্থানে আবারও দুর্গাপুরের হেমশিলা মডেল হাইস্কুলের এক ছাত্র রয়েছেন । তাঁর নাম শুভজ‍্যোতি ঘোষ ।

আজ সাংবাদিক বৈঠক করে রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা । তিনি জানান, এই বছর জয়েন্ট পরীক্ষায় রেজিস্টার করেছিলেন 1 লাখ 13 হাজার 912 জন পড়ুয়া । তাঁদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন 80 হাজার 989 জন । সফল হয়েছেন অর্থাৎ র‍্যাঙ্ক পেয়েছেন 80 হাজার 580 জন । সফল পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র 62 হাজার 241 জন ও ছাত্রী 18 হাজার 339 জন ছিলেন । উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে পশ্চিমবঙ্গের পরীক্ষার্থী 57 হাজার 77 জন ও পশ্চিমবঙ্গের বাইরের পরীক্ষার্থী রয়েছেন 24 হাজার 503 জন । উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের 48 হাজার 420 জন পড়ুয়া রেজিস্টার করেন ও উত্তীর্ণ হন 41 হাজার 645 জন । ISC-র 5 হাজার 214 জন রেজিস্টার করেন । উত্তীর্ণ হন 3 হাজার 930 জন । CBSE বোর্ডের 35 হাজার 575 জন রেজিস্টার করেন । উত্তীর্ণ হন 20 হাজার 471 জন । অন্যান্য বোর্ডের 24 হাজার 703 জনের মধ্যে 14 হাজার 534 জন পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন ।

রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানান, আগামী 25 জুন থেকে শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া । তিনি বলেন, " আমাদের কাউন্সেলিং শুরু করছি 25 জুন । ওইদিন থেকে ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশন শুরু করতে পারবেন । গতবছরের মতো তিনটে রাউন্ডে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করব । আগামী 20 জুলাইয়ের মধ্যে পুরো কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়ে যাবে । যাতে আমরা ইঞ্জিনিয়রিং ইনস্টিটিউটগুলির অ্যাকাডেমিক সিডিউল 1 অগাস্ট থেকে বা তার আগে থেকে শুরু করতে পারি তার জন্য 23টা রিপোর্টিং সেন্টার আমরা তৈরি করেছি । তার মধ্যে 22টা পশ্চিমবঙ্গে ও 1টা আগরতলায় । " পাশাপাশি পরের বছর জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য দিন জানিয়ে দেন তিনি । মলয়েন্দুবাবু বলেন, "আগামী বছর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সম্ভাব্য তারিখ 19 এপ্রিল।"

কলকাতা, 20 জুন : আজ প্রকাশিত হয়েছে রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার ফলাফল । 20 মে হয়েছিল জয়েন্ট পরীক্ষা । ঠিক 24 দিনের মাথায় ফলাফল প্রকাশ করল WBJEEB । প্রথম স্থান অধিকার করেছেন দুর্গাপুরের হেমশিলা মডেল স্কুলের সোহম মিস্ত্রি । রাজ্যের বোর্ড পরীক্ষার মতো রাজ‍্য জয়েন্টেও প্রথম স্থান অধিকার করল জেলা । পাশাপাশি সেরা দশের তালিকায় নাম রয়েছে একাধিক ISC ও CBSE বোর্ডের পডু়য়াদের । সেখানে পশ্চিমবঙ্গ উচ্চমাধ‍্যমিক শিক্ষা সংসদের মাত্র একজন স্থান পেয়েছেন মেধাতালিকায় । স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে প্রতিযোগিতামূলক পরীক্ষা ও উচ্চশিক্ষায় রাজ‍্য বোর্ডের পড়ুয়াদের উপযোগী করার জন্য সিলেবাসে পরিবর্তন ও প্রশ্নপত্রের ধরন পরিবর্তন করার পরেও কেন পিছিয়ে পড়ছে উচ্চমাধ্যমিক বোর্ড?

রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় র‍্যাঙ্ক করেছেন কলকাতার সাউথ পয়েন্ট হাইস্কুলের তমজিৎ ব‍্যানার্জি । তৃতীয় স্থানে রয়েছেন কৌস্তভ সেন । তিনিও হেমশিলা মডেল স্কুলের ছাত্র । চতুর্থ র‍্যাঙ্ক করেছেন কলকাতার সাউথ পয়েন্ট হাইস্কুলের অঙ্গীকার মণ্ডল । সোনারপুরের সারদা বিদ্যাপীঠের ছাত্র অর্ক দাস পঞ্চম স্থান অধিকার করেছেন । এই স্কুল একমাত্র পশ্চিমবঙ্গ উচ্চমাধ‍্যমিক শিক্ষা সংসদের অধীনস্থ । ষষ্ঠ স্থানে আছেন দিল্লি পাবলিক স্কুলের স্নেহীন সেন । বার্নপুর রিভারসাইড স্কুলের বিনীত রাজ্যে সপ্তম স্থানে রয়েছেন । অষ্টম স্থানে রয়েছেন পূর্বাঞ্চল বিদ্যামন্দিরের ঋষভ আগরওয়াল । নবম স্থান অধিকার করে নিয়েছেন কলকাতার সুধীর মেমোরিয়াল ইন্সটিটিউটের অভিনব দত্ত । দশম স্থানে আবারও দুর্গাপুরের হেমশিলা মডেল হাইস্কুলের এক ছাত্র রয়েছেন । তাঁর নাম শুভজ‍্যোতি ঘোষ ।

আজ সাংবাদিক বৈঠক করে রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা । তিনি জানান, এই বছর জয়েন্ট পরীক্ষায় রেজিস্টার করেছিলেন 1 লাখ 13 হাজার 912 জন পড়ুয়া । তাঁদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন 80 হাজার 989 জন । সফল হয়েছেন অর্থাৎ র‍্যাঙ্ক পেয়েছেন 80 হাজার 580 জন । সফল পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র 62 হাজার 241 জন ও ছাত্রী 18 হাজার 339 জন ছিলেন । উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে পশ্চিমবঙ্গের পরীক্ষার্থী 57 হাজার 77 জন ও পশ্চিমবঙ্গের বাইরের পরীক্ষার্থী রয়েছেন 24 হাজার 503 জন । উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের 48 হাজার 420 জন পড়ুয়া রেজিস্টার করেন ও উত্তীর্ণ হন 41 হাজার 645 জন । ISC-র 5 হাজার 214 জন রেজিস্টার করেন । উত্তীর্ণ হন 3 হাজার 930 জন । CBSE বোর্ডের 35 হাজার 575 জন রেজিস্টার করেন । উত্তীর্ণ হন 20 হাজার 471 জন । অন্যান্য বোর্ডের 24 হাজার 703 জনের মধ্যে 14 হাজার 534 জন পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন ।

রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানান, আগামী 25 জুন থেকে শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া । তিনি বলেন, " আমাদের কাউন্সেলিং শুরু করছি 25 জুন । ওইদিন থেকে ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশন শুরু করতে পারবেন । গতবছরের মতো তিনটে রাউন্ডে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করব । আগামী 20 জুলাইয়ের মধ্যে পুরো কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়ে যাবে । যাতে আমরা ইঞ্জিনিয়রিং ইনস্টিটিউটগুলির অ্যাকাডেমিক সিডিউল 1 অগাস্ট থেকে বা তার আগে থেকে শুরু করতে পারি তার জন্য 23টা রিপোর্টিং সেন্টার আমরা তৈরি করেছি । তার মধ্যে 22টা পশ্চিমবঙ্গে ও 1টা আগরতলায় । " পাশাপাশি পরের বছর জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য দিন জানিয়ে দেন তিনি । মলয়েন্দুবাবু বলেন, "আগামী বছর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সম্ভাব্য তারিখ 19 এপ্রিল।"

Intro:কলকাতা, 20 জুন: আজ প্রকাশিত হল রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার ফলাফল। গত 20 মে হয়েছিল জয়েন্ট পরীক্ষা। পরীক্ষা 24 দিনের মাথায় ফলাফল প্রকাশ করল WBJEEB। রাজ্যের বোর্ড পরীক্ষার মতো রাজ‍্য জয়েন্টে প্রথম স্থান অধিকার করে নিয়েছে জেলা। দুর্গাপুরের হেমশিলা মডেল স্কুলের সোহম মিস্ত্রি প্রথম র‍্যাঙ্ক করেছেন। পাশাপাশি, একাধিক ISC ও CBSE বোর্ডের রমরমা দেখা গেছে সেরা দশের তালিকায়। পশ্চিমবঙ্গ উচ্চমাধ‍্যমিক শিক্ষা সংসদের মাত্র একজন স্থান পেয়েছেন মেধাতালিকায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে প্রতিযোগিতামূলক পরীক্ষা ও উচ্চশিক্ষায় রাজ‍্য বোর্ডের পড়ুয়াদের উপযোগী করার জন্য সিলেবাসে পরিবর্তন ও প্রশ্নপত্রের ধরন পরিবর্তন করার পরেও কেন পিছিয়ে পড়ছে উচ্চমাধ্যমিক বোর্ড?


Body:রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় র‍্যাঙ্ক করেছেন কলকাতার সাউথ পয়েন্ট হাইস্কুলের তমজিৎ ব‍্যানার্জি। তৃতীয় স্থান অধিকার করে নিয়েছেন কৌস্তভ সেন। তিনিও হেমশিলা মডেল স্কুলের ছাত্র। চতুর্থ র‍্যাঙ্ক করেছেন কলকাতার সাউথ পয়েন্ট হাইস্কুলের অঙ্গীকার মণ্ডল। সোনারপুরের সারদা বিদ‍্যাপিঠের ছাত্র অর্ক দাস পঞ্চম র‍্যাঙ্ক পেয়েছেন। এটিই একমাত্র পশ্চিমবঙ্গ উচ্চমাধ‍্যমিক শিক্ষা সংসদের অধীনস্ত। ষষ্ঠ স্থানে আছেন দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের স্নেহিন সেন। বার্ণপুর রিভারসাইড স্কুলের ভিনিত রাজ সপ্তম স্থানে রয়েছেন। অষ্টম র‍্যাঙ্ক করেছেন পূর্বাঞ্চল বিদ‍্যামন্দিরের রিষভ আগরবাল। নবম স্থান অধিকার করে নিয়েছেন কলকাতার সুধীর মেমোরিয়াল ইন্সটিটিউটের অভিনব দত্ত। দশম স্থানে আবারও দুর্গাপুরের হেমশিলা মডেল হাইস্কুলের এক ছাত্র রয়েছেন। তাঁর নাম শুভজ‍্যোতি ঘোষ।

আজ সাংবাদিক বৈঠক করে রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। তিনি জানান, এই বছর জয়েন্ট পরীক্ষায় রেজিস্টার করেছিলেন 1 লক্ষ 13 হাজার 912 জন পড়ুয়া। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন 80 হাজার 989 জন। সফল হয়েছেন অর্থাৎ র‍্যাঙ্ক পেয়েছেন 80 হাজার 580 জন। সফল পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র 62 হাজার 241 জন ও ছাত্রী 18 হাজার 339 জন ছিলেন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে পশ্চিমবঙ্গের পরীক্ষার্থী 57 হাজার 77 জন ও পশ্চিমবঙ্গের বাইরের পরীক্ষার্থী 24 হাজার 503 জন রয়েছেন। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের 48 হাজার 420 জন পড়ুয়া রেজিস্টার করেন ও উত্তীর্ণ হন 41 হাজার 645 জন। ISC-র 5 হাজার 214 জন রেজিস্টার করেন, উত্তীর্ণ হন 3 হাজার 930 জন। CBSE বোর্ডের 35 হাজার 575 জন রেজিস্টার করেন, উত্তীর্ণ হন 20 হাজার 471 জন। অন্যান্য বোর্ডের 24 হাজার 703 জনের মধ্যে 14 হাজার 534 জন পড়ুয়া উত্তীর্ন হয়েছেন।

রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানান, আগামী 25 জুন থেকে শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া। তিনি বলেন, " আমাদের কাউন্সেলিং আমরা শুরু করছি 25 জুন। ওইদিন থেকে ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশন শুরু করতে পারবেন। আমরা গত বছরের মতো তিনটে রাউন্ডে কাউন্সেলিং প্রক্রিয়াটা শেষ করব। আগামী কুড়ি জুলাইয়ের মধ্যে পুরো কাউন্সেলিং প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। যাতে আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলোর অ্যাকাডেমিক সিডিউলটা 1 অগাস্ট থেকে বা তার আগে থেকে শুরু করতে পারে। 23টা রিপোর্টিং সেন্টার আমরা তৈরি করেছি। তার মধ্যে 22টা পশ্চিমবঙ্গে ও 1টা আগরতলায়।" পরের বছর জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য দিন জানিয়ে দেন তিনি। মলয়েন্দু সাহা বলেন, "আগামী বছর আমরা টেনটেটিভলি 19 এপ্রিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2020 করব।"




Conclusion:
Last Updated : Jun 21, 2019, 9:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.