ETV Bharat / state

লকডাউনে বাড়িতে বসে চিড়িয়াখানার বাঘ-সিংহ, অ্যাপ বনদপ্তরের - new app developed by forest department

আগামীকাল এই অ্যাপের সূচনা হবে। দেখা যাবে প্যানারোমিক ভিউ । চিড়িয়াখানায় কোন পথে গেলে কোন জন্তু দেখা যাবে সেসবও দেওয়া থাকবে সেই অ্যাপে। থাকবে জীবজন্তুদের বিস্তারিত বিবরণ।

চিড়িয়াখানা
চিড়িয়াখানা
author img

By

Published : Apr 22, 2020, 10:10 PM IST

কলকাতা, 22 এপ্রিল : লকডাউনের অনেক আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে চিড়িয়াখানা । এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে বাঘ-সিংহ দর্শন । কিন্তু এবার বাড়ি বসেই দেখা যাবে চিড়িয়াখানার পশু-পাখিদের । এবার সাধারণ মানুষের জন্য একটি নতুন অ্যাপ নিয়ে আসছে বনদপ্তর। তাতেই হবে চিড়িয়াখানা দর্শন ।

16 মার্চ নবান্নের ক্যাবিনেট মিটিংয়ে ঠিক হয় কোরোনা সংক্রমণ ঠেকাতে বন্ধ করে দেওয়া হবে রাজ্যের সব চিড়িয়াখানা । সেইমতো 17 মার্চ থেকে চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয় । এর মাঝেই আবার অ্যামেরিকার একটি চিড়িয়াখানায় বাঘের কোরোনা সংক্রমণ ধরা পড়ে । এরপর থেকেই চিড়িয়াখানাগুলিতে নেওয়া হয় বাড়তি সর্তকতা । এদিকে লকডাউন বাড়ানো হয়েছে । তাছাড়া পরিস্থিতি কবে আবার স্বাভাবিক হবে তাও বলা যাচ্ছে না এই মুহূর্তে । তাই ভাবনাচিন্তা শুরু করে বনদপ্তর। সিদ্ধান্ত হয় একটি অ্যাপ তৈরি করা হবে । তাই প্রত্যক্ষ দর্শন না হলেও এবার অ্যাপের মাধ্যমে চিড়িয়াখানার বাঘ, সিংহ, কুমির বা হরিণ দেখতে পাবেন মানুষজন ।

বনদপ্তর সূত্রে খবর, আগামীকাল এই অ্যাপের সূচনা হবে। এতে প্যানারোমিক ভিউ দেখা যাবে। ভবিষ্যতে যাঁরা চিড়িয়াখানায় যাবেন, তাঁদের জন্য থাকবে পথনির্দেশিকা। কোন পথে গেলে কোন জন্তু দেখা যাবে সেসবও দেওয়া থাকবে সেই অ্যাপে। থাকবে জীবজন্তুদের বিস্তারিত বিবরণ।

কলকাতা, 22 এপ্রিল : লকডাউনের অনেক আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে চিড়িয়াখানা । এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে বাঘ-সিংহ দর্শন । কিন্তু এবার বাড়ি বসেই দেখা যাবে চিড়িয়াখানার পশু-পাখিদের । এবার সাধারণ মানুষের জন্য একটি নতুন অ্যাপ নিয়ে আসছে বনদপ্তর। তাতেই হবে চিড়িয়াখানা দর্শন ।

16 মার্চ নবান্নের ক্যাবিনেট মিটিংয়ে ঠিক হয় কোরোনা সংক্রমণ ঠেকাতে বন্ধ করে দেওয়া হবে রাজ্যের সব চিড়িয়াখানা । সেইমতো 17 মার্চ থেকে চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয় । এর মাঝেই আবার অ্যামেরিকার একটি চিড়িয়াখানায় বাঘের কোরোনা সংক্রমণ ধরা পড়ে । এরপর থেকেই চিড়িয়াখানাগুলিতে নেওয়া হয় বাড়তি সর্তকতা । এদিকে লকডাউন বাড়ানো হয়েছে । তাছাড়া পরিস্থিতি কবে আবার স্বাভাবিক হবে তাও বলা যাচ্ছে না এই মুহূর্তে । তাই ভাবনাচিন্তা শুরু করে বনদপ্তর। সিদ্ধান্ত হয় একটি অ্যাপ তৈরি করা হবে । তাই প্রত্যক্ষ দর্শন না হলেও এবার অ্যাপের মাধ্যমে চিড়িয়াখানার বাঘ, সিংহ, কুমির বা হরিণ দেখতে পাবেন মানুষজন ।

বনদপ্তর সূত্রে খবর, আগামীকাল এই অ্যাপের সূচনা হবে। এতে প্যানারোমিক ভিউ দেখা যাবে। ভবিষ্যতে যাঁরা চিড়িয়াখানায় যাবেন, তাঁদের জন্য থাকবে পথনির্দেশিকা। কোন পথে গেলে কোন জন্তু দেখা যাবে সেসবও দেওয়া থাকবে সেই অ্যাপে। থাকবে জীবজন্তুদের বিস্তারিত বিবরণ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.