ETV Bharat / state

পরিকল্পনাহীনতার ফল? মুখ থুবড়ে পড়ল রাজ্যে মদের অনলাইন ডেলিভারি - lockdown

রাজ্য আবগারি দপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতাদের নিজের এলাকার পছন্দ মতো মদের দোকানে অর্ডার নেওয়া শুরু হয় । কিন্তু দিন চারেকেই মুখ থুবরে পড়েছে সেই উদ্যোগ ।

online liquor delivery stopped for unplanned delivery service in kolkata
পরিকল্পনাহীনতার ফল? মুখ থুবড়ে পড়ল রাজ্যে মদের অনলাইন ডেলিভারি
author img

By

Published : May 10, 2020, 9:19 AM IST

কলকাতা, 9 মে : শুরু হতে না হতেই মুখ থুবড়ে পড়ল রাজ্য আবগারি দপ্তরের পরিকল্পনা । 4-5 দিনের মধ্যেই বন্ধ করে দেওয়া হল মদের অনলাইন অর্ডার । কারণ হিসেবে আবগারি দপ্তরের ওয়েবসাইটে দেখানো হয়েছে, অত্যধিক অর্ডারের জন্য নতুন করে আর অর্ডার নেওয়া সম্ভব নয় । আগেরগুলো সরবরাহের পর নতুন করে নেওয়া হবে অর্ডার ।

কেন্দ্রীয় নির্দেশিকার পর রাজ্য সরকার মদের দোকান খোলা নিয়ে বিজ্ঞপ্তি জারি করে । তার জন্য অবশ্য রাখা হয়েছে বেশ কিছু গাইড লাইন । আবগারি দপ্তরের গাইডলাইন বলছে, মদের দোকানগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । মানতে হবে ছ'ফুটের দূরত্ব । ক্রেতা মাস্ক না পড়ে গেলে মদ বিক্রি করা যাবে না । দোকানদারদের স্যানিটাইজ়ারের ব্যবস্থা রাখতে হবে । সোশাল ডিসট্যান্স বজায় রাখতে টোকেন সিস্টেম চালু করা যেতে পারে । শপিং কমপ্লেক্সগুলিতে থাকা মদের দোকান খোলা যাবে না । খোলা যাবে শুধুমাত্র অফ শপ দোকান । দেশি মদের ক্ষেত্রেও অন শপ চালানো যাবে না । তবে কনটেনমেন্ট জ়োনে দোকানগুলো খোলা যাবে না ৷

কিন্তু গত 4 মে সকাল থেকেই দেখা যায় সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না । ফলে কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়েই যায় । তারপরেই রাজ্য সরকার নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়, অনলাইনে মদ বিক্রি করা হবে । করা হবে হোম ডেলিভারি । শুধুমাত্র নির্দেশিকা দিয়েই ক্ষান্ত থাকেনি রাজ্য সরকার । সরকারি তরফে জানানো হয়েছে, হোম ডেলিভারিতে রাজ্য সরকার দোকানগুলিকে বেশি উৎসাহ দিচ্ছে । যাতে দোকানে মানুষের ভিড় না হয় । রাজ্য আবগারি দপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতাদের নিজের এলাকার পছন্দ মতো মদের দোকানে অর্ডার নেওয়া শুরু হয় । কিন্তু দিন চারেকেই মুখ থুবরে পড়েছে সেই উদ্যোগ ।

কিন্তু কেন? এক রিটেলারের দাবি, সঠিক পরিকল্পনা না নিয়ে চটজলদি অনলাইন অর্ডার শুরু করাতেই বিপত্তি । যেমন - উত্তর 24 পরগনায় প্রথম 2 দিন রেজিস্ট্রেশন করা হয়েছিল মোটে সাত আটটি দোকান । ফলে নৈহাটির ক্রেতারা পাচ্ছিলেন নিউটাউনের অর্ডার দেওয়ার সুবিধা । বনগাঁর ক্রেতা দিয়েছেন টিটাগড়ে । এতেই বেঁধেছে বিপত্তি । কারণ ডেলিভারি চার্জ কোনও কোনও ক্ষেত্রে 50 টাকা, কোথাও আবার 100 টাকা । নিউটাউন থেকে যদি নৈহাটিতে ডেলিভারি দিতে যেতে হয় তবে 50 টাকায় কিভাবে সম্ভব? এটা দোকানদারদের সমস্যায় ফেলেছে । এবিষয়ে সোদপুরের এক বাসিন্দা বলেন, " আমি 6 তারিখ সল্টলেকের একটি দোকানে এক বোতল মদ অর্ডার করেছিলাম । দাম বলা হয়েছিল 540 টাকা । 50 টাকা ডেলিভারি চার্জ । কিন্তু আজ পর্যন্ত সেই অর্ডার ডেলিভারি পাইনি । নির্দিষ্ট নম্বরে দোকানে ফোন করতে তারা বলেন, মাত্র 50 টাকায় সল্টলেক থেকে সোদপুরে কিভাবে ডেলিভারি দেওয়া সম্ভব । " অথচ এমন অনেক অর্ডার রাজ্য আবগারি দপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন জেলায় নিয়ে ফেলেছে আবগারি দপ্তর ।

রাজ্য আবগারি দপ্তরের এক অধিকর্তা মেনে নিয়েছেন সমস্যার কথা । তিনি বলেন, " সত্যিই একটা বড় সমস্যা হয়ে গেছে । সেই কারণে আপাতত অর্ডার নেওয়া বন্ধ রেখে আমরা সব দোকানকে দ্রুত অনলাইনে রেজিস্ট্রেশন করছি । যাতে গ্রাহকরা নিজেদের বাড়ির আশে পাশের দোকানে অর্ডার দিতে পারেন তা নিশ্চিত করা হচ্ছে । এই কাজ শেষ হওয়ার পরেই আবার শুরু হবে অনলাইনে অর্ডার নেওয়া । আপাতত ততদিন পর্যন্ত বন্ধ থাকবে অনলাইন মদ ডেলিভারি । "

কলকাতা, 9 মে : শুরু হতে না হতেই মুখ থুবড়ে পড়ল রাজ্য আবগারি দপ্তরের পরিকল্পনা । 4-5 দিনের মধ্যেই বন্ধ করে দেওয়া হল মদের অনলাইন অর্ডার । কারণ হিসেবে আবগারি দপ্তরের ওয়েবসাইটে দেখানো হয়েছে, অত্যধিক অর্ডারের জন্য নতুন করে আর অর্ডার নেওয়া সম্ভব নয় । আগেরগুলো সরবরাহের পর নতুন করে নেওয়া হবে অর্ডার ।

কেন্দ্রীয় নির্দেশিকার পর রাজ্য সরকার মদের দোকান খোলা নিয়ে বিজ্ঞপ্তি জারি করে । তার জন্য অবশ্য রাখা হয়েছে বেশ কিছু গাইড লাইন । আবগারি দপ্তরের গাইডলাইন বলছে, মদের দোকানগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । মানতে হবে ছ'ফুটের দূরত্ব । ক্রেতা মাস্ক না পড়ে গেলে মদ বিক্রি করা যাবে না । দোকানদারদের স্যানিটাইজ়ারের ব্যবস্থা রাখতে হবে । সোশাল ডিসট্যান্স বজায় রাখতে টোকেন সিস্টেম চালু করা যেতে পারে । শপিং কমপ্লেক্সগুলিতে থাকা মদের দোকান খোলা যাবে না । খোলা যাবে শুধুমাত্র অফ শপ দোকান । দেশি মদের ক্ষেত্রেও অন শপ চালানো যাবে না । তবে কনটেনমেন্ট জ়োনে দোকানগুলো খোলা যাবে না ৷

কিন্তু গত 4 মে সকাল থেকেই দেখা যায় সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না । ফলে কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়েই যায় । তারপরেই রাজ্য সরকার নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়, অনলাইনে মদ বিক্রি করা হবে । করা হবে হোম ডেলিভারি । শুধুমাত্র নির্দেশিকা দিয়েই ক্ষান্ত থাকেনি রাজ্য সরকার । সরকারি তরফে জানানো হয়েছে, হোম ডেলিভারিতে রাজ্য সরকার দোকানগুলিকে বেশি উৎসাহ দিচ্ছে । যাতে দোকানে মানুষের ভিড় না হয় । রাজ্য আবগারি দপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতাদের নিজের এলাকার পছন্দ মতো মদের দোকানে অর্ডার নেওয়া শুরু হয় । কিন্তু দিন চারেকেই মুখ থুবরে পড়েছে সেই উদ্যোগ ।

কিন্তু কেন? এক রিটেলারের দাবি, সঠিক পরিকল্পনা না নিয়ে চটজলদি অনলাইন অর্ডার শুরু করাতেই বিপত্তি । যেমন - উত্তর 24 পরগনায় প্রথম 2 দিন রেজিস্ট্রেশন করা হয়েছিল মোটে সাত আটটি দোকান । ফলে নৈহাটির ক্রেতারা পাচ্ছিলেন নিউটাউনের অর্ডার দেওয়ার সুবিধা । বনগাঁর ক্রেতা দিয়েছেন টিটাগড়ে । এতেই বেঁধেছে বিপত্তি । কারণ ডেলিভারি চার্জ কোনও কোনও ক্ষেত্রে 50 টাকা, কোথাও আবার 100 টাকা । নিউটাউন থেকে যদি নৈহাটিতে ডেলিভারি দিতে যেতে হয় তবে 50 টাকায় কিভাবে সম্ভব? এটা দোকানদারদের সমস্যায় ফেলেছে । এবিষয়ে সোদপুরের এক বাসিন্দা বলেন, " আমি 6 তারিখ সল্টলেকের একটি দোকানে এক বোতল মদ অর্ডার করেছিলাম । দাম বলা হয়েছিল 540 টাকা । 50 টাকা ডেলিভারি চার্জ । কিন্তু আজ পর্যন্ত সেই অর্ডার ডেলিভারি পাইনি । নির্দিষ্ট নম্বরে দোকানে ফোন করতে তারা বলেন, মাত্র 50 টাকায় সল্টলেক থেকে সোদপুরে কিভাবে ডেলিভারি দেওয়া সম্ভব । " অথচ এমন অনেক অর্ডার রাজ্য আবগারি দপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন জেলায় নিয়ে ফেলেছে আবগারি দপ্তর ।

রাজ্য আবগারি দপ্তরের এক অধিকর্তা মেনে নিয়েছেন সমস্যার কথা । তিনি বলেন, " সত্যিই একটা বড় সমস্যা হয়ে গেছে । সেই কারণে আপাতত অর্ডার নেওয়া বন্ধ রেখে আমরা সব দোকানকে দ্রুত অনলাইনে রেজিস্ট্রেশন করছি । যাতে গ্রাহকরা নিজেদের বাড়ির আশে পাশের দোকানে অর্ডার দিতে পারেন তা নিশ্চিত করা হচ্ছে । এই কাজ শেষ হওয়ার পরেই আবার শুরু হবে অনলাইনে অর্ডার নেওয়া । আপাতত ততদিন পর্যন্ত বন্ধ থাকবে অনলাইন মদ ডেলিভারি । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.