ETV Bharat / state

1 অক্টোবর থেকে অনলাইনে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা যাদবপুরে - যাদবপুর বিশ্ববিদ্যালয়

গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের তরফে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । সেখানে বলা হয়েছে, কোরোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ববিধি বজায় রাখার জন্য আর্টস ও সায়েন্স ফ্যাকাল্টির সাপ্লিমেন্টারি ও রেগুলার পরীক্ষা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নন-কন্ট্যাক্ট ডিসট্যান্স মোডে নেওয়া হবে ।

Jadavpur University
Jadavpur University
author img

By

Published : Sep 22, 2020, 2:03 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : 1 অক্টোবর থেকে রাজ্যজুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শুরু হতে চলেছে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষ ও সেমেস্টারের পরীক্ষা । যাদবপুর বিশ্ববিদ্যালয়েও 1 অক্টোবর থেকে শুরু হবে পরীক্ষা । চলবে 11 অক্টোবর পর্যন্ত । পরীক্ষার জন্য দু'ঘণ্টা সময় দেওয়া হবে পড়ুয়াদের । পরীক্ষা হওয়ার পর সঙ্গে সঙ্গে উত্তরপত্র অনলাইনে জমা করতে বলা হয়েছে । কিন্তু যদি ইন্টারনেট পরিষেবা বা অন্য কোনও কারণে উত্তরপত্র পাঠাতে সমস্যা হয় তাহলে তার সমাধানের জন্য চালু করা হচ্ছে হেল্পলাইনও ।

গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের তরফে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । সেখানে বলা হয়েছে, কোরোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ববিধি বজায় রাখার জন্য আর্টস ও সায়েন্স ফ্যাকাল্টির সাপ্লিমেন্টারি ও রেগুলার পরীক্ষা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নন-কন্ট্যাক্ট ডিসট্যান্স মোডে নেওয়া হবে । B.A, B.Sc ও M.A, M.Sc কোর্সের টার্মিনাল অর্থাৎ চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা 1 অক্টোবর থেকে শুরু হয়ে 11 অক্টোবর পর্যন্ত চলবে । শিক্ষা দপ্তরের গাইডলাইন অনুযায়ী সব উত্তর পেন-পেপারে লিখতে হবে বা যেখানে প্রযোজ্য সেখানে ভয়েস মেলের মাধ্যমে উত্তর দিতে হবে । M.Sc-র বায়োটেকনোলজি ও ইন্সট্রুমেন্টেশন সায়েন্স ছাড়া বাকি সব কোর্সের পরীক্ষা 2 ঘণ্টার হবে ।

পড়ুয়াদের পরীক্ষার পর সঙ্গে সঙ্গে উত্তরপত্র আপলোড করতে বলা হয়েছে । যাদের আপলোড করতে সমস্যা হবে তারা বিশ্ববিদ্যালয়ের দেওয়া হেল্পলাইন নম্বরগুলিতে যোগাযোগ করতে পারে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে । ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ও সায়েন্স ফ্যাকাল্টির বিভাগগুলি পরীক্ষার নির্ঘণ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে । পরীক্ষার নির্দিষ্ট দিন ও সময়ে অনলাইন মাধ্যমে প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হবে পড়ুয়াদের । তারা বাড়িতে বসেই ওপেন-বুক পদ্ধতিতে উত্তর দেবে । তার জন্য দু'ঘণ্টা করে সময় পাবে তারা । পরীক্ষার পর ই-মেলের মাধ্যমে সেই উত্তরপত্র দ্রুত পাঠিয়ে দেবেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা । উত্তরপত্রের প্রতিটি পৃষ্ঠা সংখ্যা চিহ্নিত করা এবং প্রতিটি পৃষ্ঠায় ক্লাস, রোল নম্বর লেখা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে । যাতে অনলাইন মাধ্যমে সেই উত্তরপত্র বিশ্ববিদ্যালয়ের কাছে এলে তা কোন পরীক্ষার্থীর তা সহজেই চিহ্নিত করা যায় এবং একজনের উত্তরপত্রের সঙ্গে আর একজনের উত্তরপত্র যাতে অদল-বদল না হয়ে যায় । তবে কোনও পড়ুয়ার উত্তরপত্র ই-মেলের মাধ্যমে পাঠাতে বা আপলোড করতে সমস্যা দেখা দিলে পরিস্থিতি বিচার করে সেগুলির যথাসাধ্য সমাধানের চেষ্টার পথ খোলা রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সেই উদ্দেশ্যে পরীক্ষার দিনগুলিতে চালু থাকবে বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর ।

এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "আমাদের হেল্পলাইনে ফোন করে সমস্যার কথা জানালে আমরা তাঁদের অতিরিক্ত সময় দিতে পারি বা তাঁরা যদি নির্দিষ্টভাবে ইন্টারনেটে কানেক্টিভিটির জন্য পাঠাতে পারছেন না বলে সেক্ষেত্রে বিষয়টা দেখা হবে । আমরা বিকল্প কোনও পদ্ধতিতে পাঠানোর কথা বলতে পারি । হোয়াটসঅ্যাপে পাঠানোর কথা বলা হতে পারে । মূলত ই-মেলের মাধ্যমেই পাঠাতে বলা হয়েছে । তবে সমস্যা দেখা দিলে বিকল্প মাধ্যমের বিষয়টা অবশ্যই দেখা হবে ।"

কলকাতা, 22 সেপ্টেম্বর : 1 অক্টোবর থেকে রাজ্যজুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শুরু হতে চলেছে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষ ও সেমেস্টারের পরীক্ষা । যাদবপুর বিশ্ববিদ্যালয়েও 1 অক্টোবর থেকে শুরু হবে পরীক্ষা । চলবে 11 অক্টোবর পর্যন্ত । পরীক্ষার জন্য দু'ঘণ্টা সময় দেওয়া হবে পড়ুয়াদের । পরীক্ষা হওয়ার পর সঙ্গে সঙ্গে উত্তরপত্র অনলাইনে জমা করতে বলা হয়েছে । কিন্তু যদি ইন্টারনেট পরিষেবা বা অন্য কোনও কারণে উত্তরপত্র পাঠাতে সমস্যা হয় তাহলে তার সমাধানের জন্য চালু করা হচ্ছে হেল্পলাইনও ।

গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের তরফে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । সেখানে বলা হয়েছে, কোরোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ববিধি বজায় রাখার জন্য আর্টস ও সায়েন্স ফ্যাকাল্টির সাপ্লিমেন্টারি ও রেগুলার পরীক্ষা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নন-কন্ট্যাক্ট ডিসট্যান্স মোডে নেওয়া হবে । B.A, B.Sc ও M.A, M.Sc কোর্সের টার্মিনাল অর্থাৎ চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা 1 অক্টোবর থেকে শুরু হয়ে 11 অক্টোবর পর্যন্ত চলবে । শিক্ষা দপ্তরের গাইডলাইন অনুযায়ী সব উত্তর পেন-পেপারে লিখতে হবে বা যেখানে প্রযোজ্য সেখানে ভয়েস মেলের মাধ্যমে উত্তর দিতে হবে । M.Sc-র বায়োটেকনোলজি ও ইন্সট্রুমেন্টেশন সায়েন্স ছাড়া বাকি সব কোর্সের পরীক্ষা 2 ঘণ্টার হবে ।

পড়ুয়াদের পরীক্ষার পর সঙ্গে সঙ্গে উত্তরপত্র আপলোড করতে বলা হয়েছে । যাদের আপলোড করতে সমস্যা হবে তারা বিশ্ববিদ্যালয়ের দেওয়া হেল্পলাইন নম্বরগুলিতে যোগাযোগ করতে পারে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে । ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ও সায়েন্স ফ্যাকাল্টির বিভাগগুলি পরীক্ষার নির্ঘণ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে । পরীক্ষার নির্দিষ্ট দিন ও সময়ে অনলাইন মাধ্যমে প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হবে পড়ুয়াদের । তারা বাড়িতে বসেই ওপেন-বুক পদ্ধতিতে উত্তর দেবে । তার জন্য দু'ঘণ্টা করে সময় পাবে তারা । পরীক্ষার পর ই-মেলের মাধ্যমে সেই উত্তরপত্র দ্রুত পাঠিয়ে দেবেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা । উত্তরপত্রের প্রতিটি পৃষ্ঠা সংখ্যা চিহ্নিত করা এবং প্রতিটি পৃষ্ঠায় ক্লাস, রোল নম্বর লেখা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে । যাতে অনলাইন মাধ্যমে সেই উত্তরপত্র বিশ্ববিদ্যালয়ের কাছে এলে তা কোন পরীক্ষার্থীর তা সহজেই চিহ্নিত করা যায় এবং একজনের উত্তরপত্রের সঙ্গে আর একজনের উত্তরপত্র যাতে অদল-বদল না হয়ে যায় । তবে কোনও পড়ুয়ার উত্তরপত্র ই-মেলের মাধ্যমে পাঠাতে বা আপলোড করতে সমস্যা দেখা দিলে পরিস্থিতি বিচার করে সেগুলির যথাসাধ্য সমাধানের চেষ্টার পথ খোলা রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সেই উদ্দেশ্যে পরীক্ষার দিনগুলিতে চালু থাকবে বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর ।

এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "আমাদের হেল্পলাইনে ফোন করে সমস্যার কথা জানালে আমরা তাঁদের অতিরিক্ত সময় দিতে পারি বা তাঁরা যদি নির্দিষ্টভাবে ইন্টারনেটে কানেক্টিভিটির জন্য পাঠাতে পারছেন না বলে সেক্ষেত্রে বিষয়টা দেখা হবে । আমরা বিকল্প কোনও পদ্ধতিতে পাঠানোর কথা বলতে পারি । হোয়াটসঅ্যাপে পাঠানোর কথা বলা হতে পারে । মূলত ই-মেলের মাধ্যমেই পাঠাতে বলা হয়েছে । তবে সমস্যা দেখা দিলে বিকল্প মাধ্যমের বিষয়টা অবশ্যই দেখা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.