ETV Bharat / state

বাগুইআটিতে যুবতির রহস্য-মৃত্যু - Baguiati police

বাগুইআটির ইস্ট মল রোড এলাকায় ওই যুবতি ও এক যুবক ভাড়া থাকতেন ৷ তাঁকে শেষবার দেখা গিয়েছিল 31 ডিসেম্বর ৷

Baguiati
বাগুইআটি
author img

By

Published : Jan 3, 2021, 11:59 AM IST

বাগুইআটি, 3 জানুয়ারি : এক যুবতির রহস্য-মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ বাগুইআটির ইস্ট মল রোড এলাকার ঘটনা ৷ তালা ভেঙে উদ্ধার করা হয় যুবতীর দেহ ৷ পুলিশ সূত্রের খবর, মুখে বালিশ চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হয় যুবতীর দেহ ৷

পুলিশ সূত্রের খবর, সুইটি কৌর নামে এক যুবতি সৌরভ চক্রবর্তী নামে এক যুবকের সঙ্গে বাগুইআটি এলাকায় ভাড়া আসেন ৷ বাড়ির মালিক কান্তি মণ্ডলের দাবি, স্বামী স্ত্রী পরিচয় দিয়ে তাঁরা থাকেন ৷ পরে অবশ্য জানা যায় যে তাঁরা বিবাহিত নন ৷ জানা গিয়েছে, গত 31 ডিসেম্বর শেষবারের মতো দেখা গিয়েছিল সুইটিকে ৷ এরপর থেকে আর তাঁকে দেখা যায়নি ৷ আজ পচা গন্ধ পেয়ে বাড়িওয়ালা নিজেই বাগুইআটি থানায় খবর দেন ।

আরও পড়ুন : বাড়ছে শীতের আমেজ, আজ সর্বনিম্ন 13.1 ডিগ্রি

খবর পেয়ে রাতেই ঘটনাস্থানে আসে পুলিশ । তালা ভেঙে ঘরে ঢোকে ৷ এরপরেই সুইটির নিথর দেহ উদ্ধার করে পুলিশ ৷ সূত্রের খবর, তার মুখে বালিশ চাপা দেওয়া ছিল ৷ মুখের পাশে রক্তের দাগও ছিল ৷ পুলিশের প্রাথমিক অনুমান মুখে বালিশ চাপা দিয়ে খুন করা হয় তাঁকে ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ অপরদিকে, এই ঘটনার পর থেকেই উধাও সৌরভ চক্রবর্তী নামে ওই যুবক ৷ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

বাগুইআটি, 3 জানুয়ারি : এক যুবতির রহস্য-মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ বাগুইআটির ইস্ট মল রোড এলাকার ঘটনা ৷ তালা ভেঙে উদ্ধার করা হয় যুবতীর দেহ ৷ পুলিশ সূত্রের খবর, মুখে বালিশ চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হয় যুবতীর দেহ ৷

পুলিশ সূত্রের খবর, সুইটি কৌর নামে এক যুবতি সৌরভ চক্রবর্তী নামে এক যুবকের সঙ্গে বাগুইআটি এলাকায় ভাড়া আসেন ৷ বাড়ির মালিক কান্তি মণ্ডলের দাবি, স্বামী স্ত্রী পরিচয় দিয়ে তাঁরা থাকেন ৷ পরে অবশ্য জানা যায় যে তাঁরা বিবাহিত নন ৷ জানা গিয়েছে, গত 31 ডিসেম্বর শেষবারের মতো দেখা গিয়েছিল সুইটিকে ৷ এরপর থেকে আর তাঁকে দেখা যায়নি ৷ আজ পচা গন্ধ পেয়ে বাড়িওয়ালা নিজেই বাগুইআটি থানায় খবর দেন ।

আরও পড়ুন : বাড়ছে শীতের আমেজ, আজ সর্বনিম্ন 13.1 ডিগ্রি

খবর পেয়ে রাতেই ঘটনাস্থানে আসে পুলিশ । তালা ভেঙে ঘরে ঢোকে ৷ এরপরেই সুইটির নিথর দেহ উদ্ধার করে পুলিশ ৷ সূত্রের খবর, তার মুখে বালিশ চাপা দেওয়া ছিল ৷ মুখের পাশে রক্তের দাগও ছিল ৷ পুলিশের প্রাথমিক অনুমান মুখে বালিশ চাপা দিয়ে খুন করা হয় তাঁকে ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ অপরদিকে, এই ঘটনার পর থেকেই উধাও সৌরভ চক্রবর্তী নামে ওই যুবক ৷ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.