ETV Bharat / state

আইন মেনেই ছত্রধরকে ছাড়া হয়েছে, দাবি তৃণমূল নেতা শ্রীকান্তের

জঙ্গলমহলে ছত্রধর মাহাতর সঙ্গে আন্দোলন করে জেলবন্দী হওয়া ৷ এক সময়ের ছায়া সঙ্গী ছিলেন শ্রীকান্ত মাহাত ৷ ETV ভারতের একান্ত সাক্ষাৎকারে এমন অনেক কথাই জানালেন তৃণমূল নেতা শ্রীকান্ত মাহাত ৷

শ্রীকান্ত মাহাত
শ্রীকান্ত মাহাত
author img

By

Published : Feb 15, 2020, 3:20 PM IST

Updated : Feb 15, 2020, 5:45 PM IST

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : জেল থেকে ছাড়া পাওয়ার পরই ছত্রধর মাহাতকে নিয়ে চলছে তৃণমূলে যোগদানের জোর জল্পনা । জঙ্গলমহলে ছত্রধরের সঙ্গে আন্দোলন করে জেলবন্দী হওয়া, এক সময়ের ছায়া সঙ্গী শ্রীকান্ত মাহাত কী বলছেন? মুখোমুখি ETV ভারত ।

ETV ভারত : ছত্রধর মাহাতর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা প্রসঙ্গে কী বলবেন ?

শ্রীকান্ত : সেটা উনি বলতে পারবেন । আমরা স্বাগত জানাচ্ছি । যাঁরা বাংলার মাটিকে ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে হার্মাদ, জল্লাদদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করবে এবং মা-মাটি-মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা ধরে রাখার ব্যবস্থা করবে, তাদের সকলকেই স্বাগত জানাই ।

ETV ভারত : ছত্রধর মাহাতর সঙ্গে কোনও কথা হয়েছে?

শ্রীকান্ত : দেখা, সাক্ষাৎ, গল্প-গুজব, কথা সব কিছু হয়েছে । আগেও হয়েছিল । পরেও হচ্ছে ।

ETV ভারত : তৃণমূলে যোগ দেওয়া নিয়ে কোনও কথা এগিয়েছে?

শ্রীকান্ত : এটা নেতৃত্বের উপর নির্ভর করছে । আমাদের কার্যক্রম একসঙ্গে হয় । CPI(M)-র বিরুদ্ধে আমরা একসঙ্গে আন্দোলন করেছি । ছত্রধর মাহাত গণতান্ত্রিক আন্দোলন করেছেন । হার্মাদদের বিরুদ্ধে যৌথ বাহিনীর বিরুদ্ধে আন্দোলন করেছেন । অত্যাচারের বিরুদ্ধে পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটি তৈরি করেছিলেন । বামফ্রন্টের আমলে ছত্রধর মাহাতকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটানো হয় । জঙ্গলমহলের মানুষই প্রথম অন্যায়ের প্রতিবাদ করে । 1947 সালে ইস্ট ইন্ডিয়া কম্পানির বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেছিল ।

ETV ভারতের মুখোমুখি শ্রীকান্ত মাহাত

ETV ভারত : বাম আমলে ছত্রধর মহাত গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু তৃণমূল সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়েননি , সেই বিষয় নিয়ে অনেক চর্চা হয়, জল্পনা চলে ৷ এ বিষয় নিয়ে কী বলবেন?

শ্রীকান্ত : আইন বা বিচার ব্যবস্থা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ করতে পারেন না । এগুলো নিয়ম মেনে চলে । মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ন্যায় বিচার কার্যক্রম করার পক্ষে । বামফ্রন্ট জমানায় গ্রেপ্তার করেছে । জেলবন্দী করেছে । কত বন্দী লোককে আমরা ছাড়লাম । আইন মেনে ও বিচার মেনেই সব কিছু হবে ।

ETV ভারত : বিরোধীদের অভিযোগ, ছত্রধর মাহাত রাজনৈতিক কারণে গ্রেপ্তার হয়েছিলেন, আবার রাজনৈতিক কারনেই ছাড়া পেলেন । যেহেতু সামনে পৌরসভা ভোট সে কারণেই ছাড়া হয়েছে বলে অভিযোগ । এ বিষয়ে কী বলবেন ?

শ্রীকান্ত : এটা ভুল কথা । মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন হয়েছে 2011 সালে । ছত্রধর মাহাত গ্রেপ্তার হয়েছিলেন 2010 সালে । স্বাভাবিকভাবেই তৃণমূল সরকার গ্রেপ্তার করেনি । বিচার ব্যবস্থার মধ্যে যা থাকে । আমাকে CPI(M) সরকার বন্দী করেছিল । 14 দিন জেল খাটিয়েছিল । যখন পুলিশ অত্যাচার করেছে, যখন হার্মাদ রা অত্যাচার করেছে, যৌথবাহিনী অত্যাচার করেছে, মাওবাদীরা অত্যাচার করেছে তখন আমরা একসঙ্গে লড়াই করেছি । গণতান্ত্রিক পদ্ধতিতে এলাকার মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান ও শান্তি, স্বাধীনতা ও সুস্থ পরিবেশের জন্য লড়াই করেছি ।

ETV ভারত : দ্রুত কি ছত্রধর মাহাত তৃণমূলে যোগ দিতে পারেন? সেরকম সম্ভবনা রয়েছে ?

শ্রীকান্ত : সেটা আমি না বলে ওর (ছত্রধর) নিজের বলাটাই ঠিক হবে । আমরা স্বাগত জানায় । শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন তারা দেখবেন বিষয়টি ।

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : জেল থেকে ছাড়া পাওয়ার পরই ছত্রধর মাহাতকে নিয়ে চলছে তৃণমূলে যোগদানের জোর জল্পনা । জঙ্গলমহলে ছত্রধরের সঙ্গে আন্দোলন করে জেলবন্দী হওয়া, এক সময়ের ছায়া সঙ্গী শ্রীকান্ত মাহাত কী বলছেন? মুখোমুখি ETV ভারত ।

ETV ভারত : ছত্রধর মাহাতর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা প্রসঙ্গে কী বলবেন ?

শ্রীকান্ত : সেটা উনি বলতে পারবেন । আমরা স্বাগত জানাচ্ছি । যাঁরা বাংলার মাটিকে ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে হার্মাদ, জল্লাদদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করবে এবং মা-মাটি-মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা ধরে রাখার ব্যবস্থা করবে, তাদের সকলকেই স্বাগত জানাই ।

ETV ভারত : ছত্রধর মাহাতর সঙ্গে কোনও কথা হয়েছে?

শ্রীকান্ত : দেখা, সাক্ষাৎ, গল্প-গুজব, কথা সব কিছু হয়েছে । আগেও হয়েছিল । পরেও হচ্ছে ।

ETV ভারত : তৃণমূলে যোগ দেওয়া নিয়ে কোনও কথা এগিয়েছে?

শ্রীকান্ত : এটা নেতৃত্বের উপর নির্ভর করছে । আমাদের কার্যক্রম একসঙ্গে হয় । CPI(M)-র বিরুদ্ধে আমরা একসঙ্গে আন্দোলন করেছি । ছত্রধর মাহাত গণতান্ত্রিক আন্দোলন করেছেন । হার্মাদদের বিরুদ্ধে যৌথ বাহিনীর বিরুদ্ধে আন্দোলন করেছেন । অত্যাচারের বিরুদ্ধে পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটি তৈরি করেছিলেন । বামফ্রন্টের আমলে ছত্রধর মাহাতকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটানো হয় । জঙ্গলমহলের মানুষই প্রথম অন্যায়ের প্রতিবাদ করে । 1947 সালে ইস্ট ইন্ডিয়া কম্পানির বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেছিল ।

ETV ভারতের মুখোমুখি শ্রীকান্ত মাহাত

ETV ভারত : বাম আমলে ছত্রধর মহাত গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু তৃণমূল সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়েননি , সেই বিষয় নিয়ে অনেক চর্চা হয়, জল্পনা চলে ৷ এ বিষয় নিয়ে কী বলবেন?

শ্রীকান্ত : আইন বা বিচার ব্যবস্থা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ করতে পারেন না । এগুলো নিয়ম মেনে চলে । মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ন্যায় বিচার কার্যক্রম করার পক্ষে । বামফ্রন্ট জমানায় গ্রেপ্তার করেছে । জেলবন্দী করেছে । কত বন্দী লোককে আমরা ছাড়লাম । আইন মেনে ও বিচার মেনেই সব কিছু হবে ।

ETV ভারত : বিরোধীদের অভিযোগ, ছত্রধর মাহাত রাজনৈতিক কারণে গ্রেপ্তার হয়েছিলেন, আবার রাজনৈতিক কারনেই ছাড়া পেলেন । যেহেতু সামনে পৌরসভা ভোট সে কারণেই ছাড়া হয়েছে বলে অভিযোগ । এ বিষয়ে কী বলবেন ?

শ্রীকান্ত : এটা ভুল কথা । মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন হয়েছে 2011 সালে । ছত্রধর মাহাত গ্রেপ্তার হয়েছিলেন 2010 সালে । স্বাভাবিকভাবেই তৃণমূল সরকার গ্রেপ্তার করেনি । বিচার ব্যবস্থার মধ্যে যা থাকে । আমাকে CPI(M) সরকার বন্দী করেছিল । 14 দিন জেল খাটিয়েছিল । যখন পুলিশ অত্যাচার করেছে, যখন হার্মাদ রা অত্যাচার করেছে, যৌথবাহিনী অত্যাচার করেছে, মাওবাদীরা অত্যাচার করেছে তখন আমরা একসঙ্গে লড়াই করেছি । গণতান্ত্রিক পদ্ধতিতে এলাকার মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান ও শান্তি, স্বাধীনতা ও সুস্থ পরিবেশের জন্য লড়াই করেছি ।

ETV ভারত : দ্রুত কি ছত্রধর মাহাত তৃণমূলে যোগ দিতে পারেন? সেরকম সম্ভবনা রয়েছে ?

শ্রীকান্ত : সেটা আমি না বলে ওর (ছত্রধর) নিজের বলাটাই ঠিক হবে । আমরা স্বাগত জানায় । শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন তারা দেখবেন বিষয়টি ।

Last Updated : Feb 15, 2020, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.