ETV Bharat / state

5 লাখ টাকার জালনোট সহ এসটিএফের জালে বিহারের বাসিন্দা

কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা জানতে পারেন, বিহার থেকে এক ব্যক্তি জালনোট নিয়ে কলকাতায় ঢুকেছে। সেইমতো অভিযান চালায়।

one person arrested with fake note from maidan area in kolkata by lalbazar stf
5 লাখ টাকার জাল নোট সহ এসটিএফের জালে বিহারের এক বাসিন্দা
author img

By

Published : Feb 4, 2021, 1:19 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : খাস কলকাতায় উদ্ধার পাঁচ লাখ টাকার জালনোট। খবর পেয়ে কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। পরে জেরার করে তার কাছ থেকে উদ্ধার হয়েছে মোট পাঁচ লাখ টাকার জালনোট।

আরও পড়ুন : কলকাতায় উদ্ধার 10 লাখ টাকার জালনোট, গ্রেপ্তার 1

সামনেই বিধানসভা ভোট। এই সময় অন্য রাজ্য থেকে দুষ্কৃতীরা এরাজ্যে ঢুকে অশান্তি পাকাতে পারে বলে, এসটিএফের কাছে আগাম খবর ছিল। সেইমতোই একটি সূত্র মারফত খবর পান লালবাজারের এসটিএফের গোয়েন্দারা। তাঁরা জানতে পারেন বিহার থেকে এক ব্যক্তি জালনোট নিয়ে কলকাতায় ঢুকেছে। সেইমতো অভিযান চালিয়ে ময়দান থানা এলাকা থেকে ওই পাচারকারীকে গ্রেপ্তার করেছেন এসটিএফের গোয়েন্দারা। ধৃতের নাম আবদুল গফর। তার বাড়ি বিহারে ৷

কী জন্য ওই ব্যক্তি পাঁচ লাখ টাকার জালনোট নিয়ে কলকাতায় এসেছে, তা জানার জন্য ধৃতকে নিজেদের হেপাজতে নিয়ে জেরা করতে চান এসটিএফের গোয়েন্দারা।

কলকাতা, 4 ফেব্রুয়ারি : খাস কলকাতায় উদ্ধার পাঁচ লাখ টাকার জালনোট। খবর পেয়ে কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। পরে জেরার করে তার কাছ থেকে উদ্ধার হয়েছে মোট পাঁচ লাখ টাকার জালনোট।

আরও পড়ুন : কলকাতায় উদ্ধার 10 লাখ টাকার জালনোট, গ্রেপ্তার 1

সামনেই বিধানসভা ভোট। এই সময় অন্য রাজ্য থেকে দুষ্কৃতীরা এরাজ্যে ঢুকে অশান্তি পাকাতে পারে বলে, এসটিএফের কাছে আগাম খবর ছিল। সেইমতোই একটি সূত্র মারফত খবর পান লালবাজারের এসটিএফের গোয়েন্দারা। তাঁরা জানতে পারেন বিহার থেকে এক ব্যক্তি জালনোট নিয়ে কলকাতায় ঢুকেছে। সেইমতো অভিযান চালিয়ে ময়দান থানা এলাকা থেকে ওই পাচারকারীকে গ্রেপ্তার করেছেন এসটিএফের গোয়েন্দারা। ধৃতের নাম আবদুল গফর। তার বাড়ি বিহারে ৷

কী জন্য ওই ব্যক্তি পাঁচ লাখ টাকার জালনোট নিয়ে কলকাতায় এসেছে, তা জানার জন্য ধৃতকে নিজেদের হেপাজতে নিয়ে জেরা করতে চান এসটিএফের গোয়েন্দারা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.