কলকাতা, 3 মে : বন্দর বিভাগের পর এবার সাউথ-ইস্ট ডিভিশন । আবারও কোরোনায় আক্রান্ত কলকাতা পুলিশের এক অফিসার ইন-চার্জ । শুধু তিনিই নন, কোরোনায় আক্রান্ত তাঁর স্ত্রীও । দু'জনেই এই মুহূর্তে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । OC-র গাড়ির চালক এবং দেহরক্ষীকে পাঠানো হয়েছে কোয়ারানটিনে । সম্প্রতি তাঁর সংস্পর্শে কারা এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে ।
লালবাজার সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকেই শরীরে জ্বর অনুভব করেন ওই অফিসার ইন-চার্জ । সঙ্গে কোরোনার অন্যান্য লক্ষণও ছিল । তাঁর স্ত্রীর শরীরেও কোরোনার প্রাথমিক লক্ষণ দেখা দেয় । বউবাজার এলাকার একটি পুলিশ আবাসনে থাকেন তাঁরা । শারীরিক ওই অবস্থাতেও কাজ করে চলেন OC । বুধবার পর্যন্ত থানায় ডিউটিও করেন । পরে বিষয়টি জানান DC- কে । তারপরই তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা হয় । সেই রিপোর্টে দেখা যায় তিনি সংক্রমিত । তাঁর স্ত্রীর নমুনার রিপোর্টও পজ়িটিভ আসে ।
আবারও কলকাতা পুলিশের এক অফিসারের এই সংক্রমণে কিছুটা হলেও চিন্তিত লালবাজার । কারণ এই মুহূর্তে রাস্তায় নেমে কোরোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে গোটা বাহিনী । পরপর চার পুলিশকর্মীর এইভাবে সংক্রমিত হওয়া চিন্তার বিষয় । অন্যদিকে, ওই পুলিশ আবাসনে ছড়িয়েছে আতঙ্ক । পুলিশ আবাসন আজই জীবাণুমুক্ত করা হবে বলে জানা গেছে । ওই থানাটিকেও জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে ।
কোরোনায় আক্রান্ত কলকাতা পুলিশের OC, পজ়িটিভ তাঁর স্ত্রীও; চিন্তায় লালবাজার - কোরোনা সংক্রান্ত খবর
এবার কোরোনা আক্রান্ত কলকাতা পুলিশের সাউথ-ইস্ট ডিভিশনের এক OC । তাঁর স্ত্রীর শরীরেও COVID-19 পজ়িটিভ এসেছে ।
কলকাতা, 3 মে : বন্দর বিভাগের পর এবার সাউথ-ইস্ট ডিভিশন । আবারও কোরোনায় আক্রান্ত কলকাতা পুলিশের এক অফিসার ইন-চার্জ । শুধু তিনিই নন, কোরোনায় আক্রান্ত তাঁর স্ত্রীও । দু'জনেই এই মুহূর্তে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । OC-র গাড়ির চালক এবং দেহরক্ষীকে পাঠানো হয়েছে কোয়ারানটিনে । সম্প্রতি তাঁর সংস্পর্শে কারা এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে ।
লালবাজার সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকেই শরীরে জ্বর অনুভব করেন ওই অফিসার ইন-চার্জ । সঙ্গে কোরোনার অন্যান্য লক্ষণও ছিল । তাঁর স্ত্রীর শরীরেও কোরোনার প্রাথমিক লক্ষণ দেখা দেয় । বউবাজার এলাকার একটি পুলিশ আবাসনে থাকেন তাঁরা । শারীরিক ওই অবস্থাতেও কাজ করে চলেন OC । বুধবার পর্যন্ত থানায় ডিউটিও করেন । পরে বিষয়টি জানান DC- কে । তারপরই তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা হয় । সেই রিপোর্টে দেখা যায় তিনি সংক্রমিত । তাঁর স্ত্রীর নমুনার রিপোর্টও পজ়িটিভ আসে ।
আবারও কলকাতা পুলিশের এক অফিসারের এই সংক্রমণে কিছুটা হলেও চিন্তিত লালবাজার । কারণ এই মুহূর্তে রাস্তায় নেমে কোরোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে গোটা বাহিনী । পরপর চার পুলিশকর্মীর এইভাবে সংক্রমিত হওয়া চিন্তার বিষয় । অন্যদিকে, ওই পুলিশ আবাসনে ছড়িয়েছে আতঙ্ক । পুলিশ আবাসন আজই জীবাণুমুক্ত করা হবে বলে জানা গেছে । ওই থানাটিকেও জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে ।