ETV Bharat / state

কোরোনায় আরও এক পুলিশকর্মীর মৃত্যু কলকাতায় - Kolkata police

কলকাতা পুলিশে বাড়ছে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা । বাড়ছে সংক্রমণও । গতকাল মৃত্যু হয় আরও এক পুলিশকর্মীর।

কৃষ্ণকান্ত বর্মণ
কৃষ্ণকান্ত বর্মণ
author img

By

Published : Jul 25, 2020, 1:45 PM IST

কলকাতা, 25 জুলাই : তালিকাটা ক্রমশ বড় হচ্ছে । কলকাতা পুলিশের ইন্সপেক্টর অভিজ্ঞান মুখার্জির পর এবার মৃত্যু হল এক কনস্টেবলের । মৃতের নাম কৃষ্ণকান্ত বর্মণ ৷ তিনি কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । চিকিৎসাও চলছিল । গতরাতে তাঁর মৃত্যু হয় । কোরোনা যোদ্ধার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নগরপাল অনুজ শর্মা । আশ্বাস দিয়েছেন তাঁর পরিবারের পাশে থাকার ।

গতকালই মৃত্যু হয়েছে 1995 ব্যাচের অফিসার অভিজ্ঞান মুখার্জির ৷ কুইপমেন্ট সেলের OC ছিলেন তিনি । সম্প্রতি অসুস্থ হন । শরীরে কোরোনার লক্ষণ দেখা দেয় । পরপর দু'বার টেস্ট করান । দু'বারই রিপোর্ট নেগেটিভ আসে । তৃতীয়বার তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । তারপরই মৃত্যু হয় । তখন রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মণ । এমাসের শুরুর দিকে অসুস্থ হন তিনি । কোরোনার উপস‍র্গ দেখা দেয় । সোয়াব রিপোর্ট পজ়িটিভ আসে । লালবাজার সূত্রের খবর, পরে তিনি ভরতি হন বাঙুর হাসপাতালে । সেখানেই তাঁর চিকিৎসা চলছিল । গত দু'দিন ধরে তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন কৃষ্ণকান্তবাবু । গত রাতে মৃত্যু হয় তাঁর ।

এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে কলকাতা পুলিশের মোট পাঁচজনের মৃত্যু হল । এর আগে 13 জুন শিয়ালদা ট্র্যাফিক গার্ডে কর্মরত কনস্টেবল দিলীপ সর্দারের মৃত্যু হয় । কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর । তারও বেশ কয়েকদিন আগে সাউথ ট্র্যাফিক গার্ডের কনস্টেবল সেবাস্তিয়ান সাকসার মৃত্যু হয় । সেবাস্তিয়ানের স্মরণসভার দিনই মৃত্যু হয় দিলীপের । কোরোনার কারণে মৃত্যু তালিকায় তৃতীয় নাম সুব্রত দাস । তিনি সিভিক ভলান্টিয়ার ছিলেন । সেই তালিকায় গতকাল যুক্ত হল অভিজ্ঞান মুখোপাধ্যায় এবং কৃষ্ণকান্ত বর্মণের নাম ।

কলকাতা, 25 জুলাই : তালিকাটা ক্রমশ বড় হচ্ছে । কলকাতা পুলিশের ইন্সপেক্টর অভিজ্ঞান মুখার্জির পর এবার মৃত্যু হল এক কনস্টেবলের । মৃতের নাম কৃষ্ণকান্ত বর্মণ ৷ তিনি কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । চিকিৎসাও চলছিল । গতরাতে তাঁর মৃত্যু হয় । কোরোনা যোদ্ধার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নগরপাল অনুজ শর্মা । আশ্বাস দিয়েছেন তাঁর পরিবারের পাশে থাকার ।

গতকালই মৃত্যু হয়েছে 1995 ব্যাচের অফিসার অভিজ্ঞান মুখার্জির ৷ কুইপমেন্ট সেলের OC ছিলেন তিনি । সম্প্রতি অসুস্থ হন । শরীরে কোরোনার লক্ষণ দেখা দেয় । পরপর দু'বার টেস্ট করান । দু'বারই রিপোর্ট নেগেটিভ আসে । তৃতীয়বার তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । তারপরই মৃত্যু হয় । তখন রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মণ । এমাসের শুরুর দিকে অসুস্থ হন তিনি । কোরোনার উপস‍র্গ দেখা দেয় । সোয়াব রিপোর্ট পজ়িটিভ আসে । লালবাজার সূত্রের খবর, পরে তিনি ভরতি হন বাঙুর হাসপাতালে । সেখানেই তাঁর চিকিৎসা চলছিল । গত দু'দিন ধরে তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন কৃষ্ণকান্তবাবু । গত রাতে মৃত্যু হয় তাঁর ।

এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে কলকাতা পুলিশের মোট পাঁচজনের মৃত্যু হল । এর আগে 13 জুন শিয়ালদা ট্র্যাফিক গার্ডে কর্মরত কনস্টেবল দিলীপ সর্দারের মৃত্যু হয় । কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর । তারও বেশ কয়েকদিন আগে সাউথ ট্র্যাফিক গার্ডের কনস্টেবল সেবাস্তিয়ান সাকসার মৃত্যু হয় । সেবাস্তিয়ানের স্মরণসভার দিনই মৃত্যু হয় দিলীপের । কোরোনার কারণে মৃত্যু তালিকায় তৃতীয় নাম সুব্রত দাস । তিনি সিভিক ভলান্টিয়ার ছিলেন । সেই তালিকায় গতকাল যুক্ত হল অভিজ্ঞান মুখোপাধ্যায় এবং কৃষ্ণকান্ত বর্মণের নাম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.