কলকাতা, 26 এপ্রিল : সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চিকিৎসক বিপ্লবকান্তি দাশগুপ্তর । ওই হাসপাতালেই ভেন্টিলেশনে রয়েছেন আরও এক কোরোনা আক্রান্ত চিকিৎসক । তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে সূত্রের খবর।
অসুস্থ বোধ করায় মিন্টোপার্কের কাছে এক বেসরকারি হাসপাতালে 13 এপ্রিল এই চিকিৎসকের চেস্টের CT স্ক্যান করানো হয় । রিপোর্ট দেখে চিকিৎসকদের সন্দেহ হয় । তিনি কোরোনায় আক্রান্ত কি না, তা নির্ণয়ের জন্য তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । 14 এপ্রিল ওই নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায় । জানা যায়, তিনি কোরোনায় আক্রান্ত । ওই দিনই তাঁকে সল্টলেকের ওই বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় । এই হাসপাতালে ভরতির পর থেকেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে ।
এই চিকিৎসকের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে । তাঁর শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকরা উদ্বেগে রয়েছেন বলেও জানা গিয়েছে । মিন্টোপার্কের কাছে ওই বেসরকারি হাসপাতালে সপ্তাহে তিন দিন রোগী দেখেন এই চিকিৎসক । জানা গিয়েছে, পার্কসার্কাসের লেডিস পার্ক অঞ্চলে তাঁর প্রাইভেট চেম্বারেও তিনি রোগী দেখেন ।
এদিকে গতকাল গভীর রাতে কোরোনায় আক্রান্ত চিকিৎসকের মৃত্যু হয়েছে সল্টলেকের বেসরকারি এই হাসপাতালেই । MR বাঙুর হাসপাতাল থেকে 18 এপ্রিল তাঁকে বেসরকারি এই হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল । এই হাসপাতালে ভরতি করানোর পর থেকে তিনিও ভেন্টিলেশনে ছিলেন ।