কলকাতা, 27 ডিসেম্বর : আনন্দপুর থানার গুলশন কলোনি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে 13 ডিসেম্বর মোট 21 জন বাংলাদেশিকে আটক করে কলকাতা এবং লখনউ পুলিশের সন্ত্রাস দমন শাখা ৷ এদের মধ্যে চারজনের কাছে বৈধ পাসপোর্ট (fake passport news) থাকায় তাদের ছেড়ে দেওয়া হয় ৷ বাকি 17 জনের কাছে পাসপোর্ট না থাকায় তাদের গ্রেফতার করে পুলিশ ৷
ধৃত 17 জন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে শুধু কলকাতা বা হাওড়া নয়, জাল পাসপোর্ট তৈরির কারবার ছড়িয়ে রয়েছে নবদ্বীপ পর্যন্ত । এই সূত্র ধরেই নবদ্বীপ থানা এলাকায় বিজয় কুমার নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় কলকাতা ও নবদ্বীপ থানার পুলিশ । সেখান থেকে একাধিক জাল পাসপোর্ট-সহ একাধিক কাগজপত্র, রবার স্ট্যাম্প, একাধিক পলিথিন কাটার মেশিন, একটি কম্পিউটার এবং দু‘টি ফোন উদ্ধার করে ৷ এরপর বিজয় কুমারকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা যুক্ত রয়েছে তা জানতে চেষ্টা করছে তদন্তকারীরা (Anandapur Fake Passport Case)।
13 ডিসেম্বর আনন্দপুর থানার গুলশন কলোনিতে 17 জন বাংলাদেশিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ । জানা গিয়েছে, এর মধ্যে মাহফুজুর নামে এক অভিযুক্ত মানবপাচার কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে । গ্রেফতার হওয়া 17 জন বাংলাদেশিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানা যায় হাওড়ায় জাল পাসপোর্ট বানানোর একটি জায়গা রয়েছে সেখান থেকে গোটা ঘটনাটি অপারেট হত । সেখান থেকে হানা দিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । পরে তাদের জিজ্ঞাসাবাদ করে নবদ্বীপ থেকে আরেক অভিযুক্ত বিজয় কুমারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ ।