ETV Bharat / state

পার্কস্ট্রিটের নামী স্কুলের পড়ুয়াদের মাদকপাচারের চেষ্টা, ধৃত 1 - arrested one person with Narcotic

অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুলের সামনে বাইক নিয়ে আসে শেখ রশিদ ইকবাল । স্কুল পড়ুয়াদের হাতে মাদক তুলে দেওয়ার সময় পুলিশের জালে ধরা পড়ে ওই পাচারকারী । তার কাছে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার মাদক ।

শেখ রশিদ ইকবাল
author img

By

Published : Jul 16, 2019, 4:22 PM IST

কলকাতা, 16 জুলাই : মাদক পাচারকারীদের টার্গেট হয়ে উঠেছে কলকাতা শহরের নামী স্কুল ও কলেজের পড়ুয়ারা । দিন দুয়েক আগে যাদবপুর ইউনিভার্সিটির গেট থেকে পাকড়াও করা হয়েছিল এক মাদক পাচারকারীকে । ইউনিভার্সিটি পড়ুয়াদের মাদক সরবরাহ করতে এসে পুলিশের জালে ধরা পড়ে সেই পাচারকারী । এবার পার্কস্ট্রিটের নামী স্কুলের পড়ুয়াদের মাদক বিক্রি করতে এসেছিল একজন ব্যক্তি । সাদা পোশাকের পুলিশ অপেক্ষা করছিল সেখানে । খবর আগে থেকেই ছিল । স্কুল পড়ুয়াদের হাতে মাদক তুলে দেওয়ার সময় পুলিশের জালে ধরা পড়ে ওই পাচারকারী । তার কাছে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার মাদক ।

Narcotic
লক্ষাধিক টাকার মাদক

কোনও একটা নির্দিষ্ট জায়গায় নয়, মাদক পাচারকারীরা ধরেছে অন্য পথ । ছড়িয়ে দেওয়া হচ্ছে ফোন নম্বর । ফোন করলেই হোম ডেলিভারির মতো পৌঁছে দেওয়া হচ্ছে মাদক । সম্প্রতি কলকাতা পুলিশের অ্যান্টি নারকোটিকস সেল খবর পায়, পার্কস্টিট এলাকায় সক্রিয় রয়েছে একটি চক্র । না, পার্টি ড্রাগ নয় । এর আগে ওই এলাকায় পার্টি ড্রাগসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছিল পুলিশ । তাদের টার্গেট ছিল নাইট ক্লাবে আসা পার্টি হপাররা । কিন্তু এই চক্রটির টার্গেটে আছে পড়ুয়ারা । সূত্র মারফত পুলিশ খবর পায়, অর্ডার পেলেই বাইকে করে এসে পড়ুয়াদের হাতে মাদক তুলে দিয়ে যায় পাচারকারীরা । সেই মতো চালানো হচ্ছিল নজরদারি । আর তাতেই হল পরদা ফাঁস । অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুলের সামনে বাইক নিয়ে আসে শেখ রশিদ ইকবাল । সঙ্গে ছিল 1 কেজি 500 গ্রাম গাঁজা । সেগুলি বিক্রিযোগ্য প্যাকেট বন্দি করে আনা হয়েছিল । প্রত্যেকটি প্যাকেটে ছিল 10 গ্রাম করে গাঁজা । প্রতিটি প্যাকেট হাজার টাকায় বিক্রি করছিল সে । পুলিশ সূত্রে খবর, পার্কস্ট্রিট ও পার্ক সার্কাস এলাকায় স্কুল কলেজের পড়ুয়াদের মাদক বিক্রি করত সে ।

14 জুলাই অর্থাৎ শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দু'নম্বর গেট থেকে এমনই দু'জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ । তাদের নাম আব্বাসউদ্দিন লস্কর ও আসগর মিস্ত্রি । তাদের কাছে উদ্ধার হয়েছিল 4 কেজি 300 গ্রাম গাঁজা । যেভাবে স্কুল কলেজের পড়ুয়াদের টার্গেট করে সক্রিয় হয়ে উঠেছে মাদক চক্র তা কপালে ভাঁজ ফেলেছে কলকাতা পুলিশের । কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান আরও চালানো হবে ।

কলকাতা, 16 জুলাই : মাদক পাচারকারীদের টার্গেট হয়ে উঠেছে কলকাতা শহরের নামী স্কুল ও কলেজের পড়ুয়ারা । দিন দুয়েক আগে যাদবপুর ইউনিভার্সিটির গেট থেকে পাকড়াও করা হয়েছিল এক মাদক পাচারকারীকে । ইউনিভার্সিটি পড়ুয়াদের মাদক সরবরাহ করতে এসে পুলিশের জালে ধরা পড়ে সেই পাচারকারী । এবার পার্কস্ট্রিটের নামী স্কুলের পড়ুয়াদের মাদক বিক্রি করতে এসেছিল একজন ব্যক্তি । সাদা পোশাকের পুলিশ অপেক্ষা করছিল সেখানে । খবর আগে থেকেই ছিল । স্কুল পড়ুয়াদের হাতে মাদক তুলে দেওয়ার সময় পুলিশের জালে ধরা পড়ে ওই পাচারকারী । তার কাছে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার মাদক ।

Narcotic
লক্ষাধিক টাকার মাদক

কোনও একটা নির্দিষ্ট জায়গায় নয়, মাদক পাচারকারীরা ধরেছে অন্য পথ । ছড়িয়ে দেওয়া হচ্ছে ফোন নম্বর । ফোন করলেই হোম ডেলিভারির মতো পৌঁছে দেওয়া হচ্ছে মাদক । সম্প্রতি কলকাতা পুলিশের অ্যান্টি নারকোটিকস সেল খবর পায়, পার্কস্টিট এলাকায় সক্রিয় রয়েছে একটি চক্র । না, পার্টি ড্রাগ নয় । এর আগে ওই এলাকায় পার্টি ড্রাগসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছিল পুলিশ । তাদের টার্গেট ছিল নাইট ক্লাবে আসা পার্টি হপাররা । কিন্তু এই চক্রটির টার্গেটে আছে পড়ুয়ারা । সূত্র মারফত পুলিশ খবর পায়, অর্ডার পেলেই বাইকে করে এসে পড়ুয়াদের হাতে মাদক তুলে দিয়ে যায় পাচারকারীরা । সেই মতো চালানো হচ্ছিল নজরদারি । আর তাতেই হল পরদা ফাঁস । অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুলের সামনে বাইক নিয়ে আসে শেখ রশিদ ইকবাল । সঙ্গে ছিল 1 কেজি 500 গ্রাম গাঁজা । সেগুলি বিক্রিযোগ্য প্যাকেট বন্দি করে আনা হয়েছিল । প্রত্যেকটি প্যাকেটে ছিল 10 গ্রাম করে গাঁজা । প্রতিটি প্যাকেট হাজার টাকায় বিক্রি করছিল সে । পুলিশ সূত্রে খবর, পার্কস্ট্রিট ও পার্ক সার্কাস এলাকায় স্কুল কলেজের পড়ুয়াদের মাদক বিক্রি করত সে ।

14 জুলাই অর্থাৎ শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দু'নম্বর গেট থেকে এমনই দু'জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ । তাদের নাম আব্বাসউদ্দিন লস্কর ও আসগর মিস্ত্রি । তাদের কাছে উদ্ধার হয়েছিল 4 কেজি 300 গ্রাম গাঁজা । যেভাবে স্কুল কলেজের পড়ুয়াদের টার্গেট করে সক্রিয় হয়ে উঠেছে মাদক চক্র তা কপালে ভাঁজ ফেলেছে কলকাতা পুলিশের । কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান আরও চালানো হবে ।

Intro:কলকাতা, 16 জুলাই: মাদক ব্যবসায়ীদের টার্গেট হয়ে উঠেছে কলকাতা শহরের নামি স্কুল এবং কলেজ পড়ুয়ারা। দিন দুয়েক আগে যাদবপুর ইউনিভার্সিটির গেট থেকে পাকড়াও করা হয়েছিল এক মাদক ব্যবসায়ীকে। ইউনিভার্সিটি পড়ুয়াদের মাদক সরবরাহ করতে এসে পুলিশের জালে ধরা পড়ে সে। এবার পার্ক স্ট্রিটের নামী স্কুল। সেখানে স্কুল পড়ুয়াদের মাদক বিক্রি করতে এসেছিল একজন। সাদা পোশাকের পুলিশ অপেক্ষা করছিল সেখানে। খবর আগে থেকেই ছিল। স্কুলপড়ুয়াদের হাতে মাদক তুলে দেওয়ার সময় বমাল ধরা হয় ওই মাদক ব্যবসায়ীকে। তার কাছে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার মাদক। Body:কোন একটা নির্দিষ্ট জায়গায় নয়, মাদক ব্যবসায়ীরা ধরেছে অন্য পথ। ছড়িয়ে দেওয়া হচ্ছে ফোন নম্বর। ফোন করলেই হোম ডেলিভারির মত পৌঁছে দেওয়া হচ্ছে মাদক। সম্প্রতি কলকাতা পুলিশের অ্যান্টি নারকটিকস সেল খবর পায়, পার্ক স্টিট এলাকায় সক্রিয় রয়েছে একটি চক্র। না, পার্টি ড্রাগ নয়। এর আগে ওই এলাকায় পার্টি ড্রাগ সহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের টার্গেট ছিল নাইট ক্লাবে আসা পার্টি হপাররা। কিন্তু এই চক্রটির টার্গেটে আছে পড়ুয়ারা। সোর্স মারফত পুলিশ খবর পায়, অর্ডার পেলেই বাইকে করে এসে পড়ুয়াদের হাতে মাদক তুলে দিয়ে যায় ব্যবসায়ীরা। সেই মতো চালানো হচ্ছিল নজরদারি। আর তাতেই হলো পর্দা ফাঁস। অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুলের সামনে বাইক নিয়ে আসে শেখ রশিদ ইকবাল। সঙ্গে ছিল 1 কেজি 500 গ্রাম গাঁজা। সেগুলি বিক্রিযোগ্য প্যাকেট বন্দি করে আনা হয়েছিল। প্রত্যেকটি প্যাকেটে ছিল দশ গ্রাম করে গাঁজা। প্রতিটি প্যাকেট হাজার টাকায় বিক্রি করছিল সে। পুলিশ জানতে পেরেছে পার্কস্ট্রিট এবং পার্ক সার্কাস এলাকায় স্কুল কলেজের পড়ুয়াদের মাদক বিক্রি করত সে। Conclusion:গত 14 জুলাই অর্থাৎ শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দু নম্বর গেট থেকে এমনই দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের নাম আব্বাসউদ্দিন লস্কর এবং আসগর মিস্ত্রি। তাদের কাছে উদ্ধার হয়েছিল 4 কেজি 300 গ্রাম গাঁজা। যেভাবে স্কুল কলেজের পড়ুয়াদের টার্গেট করে সক্রিয় হয়ে উঠেছে মাদক চক্র তা কপালে ভাঁজ ফেলেছে কলকাতা পুলিশের। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান আরো চালানো হবে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.