ETV Bharat / state

নামী ব্র্যান্ডের আড়ালে 'নকল' নারকেল তেল ব্যবহার করছেন না তো ? - নকল নারকেল তেলের অভিযোগে গ্রেপ্তার

নামী ব্র্যান্ডের নারকেল তেল নকল করার অভিযোগ গ্রেপ্তার ব্যক্তি ৷ গতকাল তিলজলার ৬০ A জি জে খান রোডে তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ৷

নকল নারকেল তেল
author img

By

Published : Aug 4, 2019, 8:51 AM IST

কলকাতা, 4 অগাস্ট : টিভির পরদায় বিদ্যা বালান কিংবা মিমি চক্রবর্তীর মুখ । তাঁরা বলছেন, চুল বড় করার জন্য ব্যবহার করুন এই ব্র্যান্ডের নারকেল তেল । ব্যবহারকারীরা বলছেন, মন্দ নয় ওই তেল । কিন্তু, বাজার থেকে আপনি যে নারকেল তেল কিনে আনলেন প্রিয়জনের জন্য, তা আদৌ নারকেল তেল তো ! নামী ব্র্যান্ডের সিলড বোতলের আড়ালে অন্য কিছু মাখছেন না তো ! অবাক হচ্ছেন? তবে জেনে নিন, শহর কলকাতায় নামী ব্র্যান্ডের নারকেল তেলের বোতলে ভরা হচ্ছে অন্য কিছু । তারপর তা চলে আসছে খোলা বাজারে । চুল বড় করার উদ্দেশ্যে কিংবা চুলের যত্ন নেওয়ার জন্য আপনি সেই তেল মাখছেন । উদ্দেশ্য সাধন তো হচ্ছেই না । হতে পারে বড়সড় ক্ষতি ।

duplicate coconut oil
নকল নারকেল তেলের বোতল

দিন কয়েক আগে দুটি নামী কম্পানির প্রতিনিধি হিসেবে তিলজলা থানায় অভিযোগ দায়ের করেন আব্বাস আলি মণ্ডল নামে এক ব্যক্তি । তাঁর অভিযোগ, নকল করা হচ্ছে নামী ওই দুই ব্র্যান্ডের নারকেল তেল । এতে ওই কম্পানির ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত তো হচ্ছেই, সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ । এরপরই নড়েচড়ে বসে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ । নানা সূত্রে খবর পেয়ে গতকাল তিলজলার ৬০ A জি জে খান রোডে তল্লাশি চালায় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ । সেখানে মহম্মদ কালিম নামে এক ব্যক্তির বাড়িতে উদ্ধার হয় ওই দুই নামী ব্র্যান্ডের লেবেল লাগানো নানা সাইজ়ের প্রচুর বোতল । সেখানে ওই বোতলগুলি ফিলিংয়ের কাজ চলছিল । হাতে-নাতে পরদা ফাঁস হয় কারবারের । এই বোতল কী দিয়ে ফিলিং করা হচ্ছিল তা টেস্ট করতে পাঠানো হয়েছে । জানা গেছে, ওই একই ব্র্যান্ডের নারকেল তেলের বোতল ফিলিংয়ের কাজ হচ্ছিল ভাটপাড়া এবং নৈহাটিতেও । সেখানে 5 কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ । আপাতত এই কারবারের কিংপিনের খোঁজ চলছে ।

duplicate coconut oil
নকল নারকেল তেল ভরা হচ্ছে বোতলে


শহর কলকাতায় পারফিউম, বডি-স্প্রে থেকে শুরু করে সাবান, ডিটারজেন্ট পাউডার, নারকেল তেল সহ বহু FMCG (Fast-Moving Consumer Goods) পণ্যের ব্যাপক নকল হচ্ছে বলে অভিযোগ । নকল এই জিনিসপত্র বিক্রি হচ্ছে খোলা মার্কেটে । আমজনতা না বুঝেই সেগুলি কিনছেন । কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার এই বিষয়টিতে কড়া নজর রাখা হবে । কিন্তু, ইতিমধ্যেই যে পরিমাণে নকল পণ্য বাজারে ঢুকেছে তা কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট । তাই পণ্য কেনার আগে সর্তক হন ৷

কলকাতা, 4 অগাস্ট : টিভির পরদায় বিদ্যা বালান কিংবা মিমি চক্রবর্তীর মুখ । তাঁরা বলছেন, চুল বড় করার জন্য ব্যবহার করুন এই ব্র্যান্ডের নারকেল তেল । ব্যবহারকারীরা বলছেন, মন্দ নয় ওই তেল । কিন্তু, বাজার থেকে আপনি যে নারকেল তেল কিনে আনলেন প্রিয়জনের জন্য, তা আদৌ নারকেল তেল তো ! নামী ব্র্যান্ডের সিলড বোতলের আড়ালে অন্য কিছু মাখছেন না তো ! অবাক হচ্ছেন? তবে জেনে নিন, শহর কলকাতায় নামী ব্র্যান্ডের নারকেল তেলের বোতলে ভরা হচ্ছে অন্য কিছু । তারপর তা চলে আসছে খোলা বাজারে । চুল বড় করার উদ্দেশ্যে কিংবা চুলের যত্ন নেওয়ার জন্য আপনি সেই তেল মাখছেন । উদ্দেশ্য সাধন তো হচ্ছেই না । হতে পারে বড়সড় ক্ষতি ।

duplicate coconut oil
নকল নারকেল তেলের বোতল

দিন কয়েক আগে দুটি নামী কম্পানির প্রতিনিধি হিসেবে তিলজলা থানায় অভিযোগ দায়ের করেন আব্বাস আলি মণ্ডল নামে এক ব্যক্তি । তাঁর অভিযোগ, নকল করা হচ্ছে নামী ওই দুই ব্র্যান্ডের নারকেল তেল । এতে ওই কম্পানির ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত তো হচ্ছেই, সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ । এরপরই নড়েচড়ে বসে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ । নানা সূত্রে খবর পেয়ে গতকাল তিলজলার ৬০ A জি জে খান রোডে তল্লাশি চালায় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ । সেখানে মহম্মদ কালিম নামে এক ব্যক্তির বাড়িতে উদ্ধার হয় ওই দুই নামী ব্র্যান্ডের লেবেল লাগানো নানা সাইজ়ের প্রচুর বোতল । সেখানে ওই বোতলগুলি ফিলিংয়ের কাজ চলছিল । হাতে-নাতে পরদা ফাঁস হয় কারবারের । এই বোতল কী দিয়ে ফিলিং করা হচ্ছিল তা টেস্ট করতে পাঠানো হয়েছে । জানা গেছে, ওই একই ব্র্যান্ডের নারকেল তেলের বোতল ফিলিংয়ের কাজ হচ্ছিল ভাটপাড়া এবং নৈহাটিতেও । সেখানে 5 কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ । আপাতত এই কারবারের কিংপিনের খোঁজ চলছে ।

duplicate coconut oil
নকল নারকেল তেল ভরা হচ্ছে বোতলে


শহর কলকাতায় পারফিউম, বডি-স্প্রে থেকে শুরু করে সাবান, ডিটারজেন্ট পাউডার, নারকেল তেল সহ বহু FMCG (Fast-Moving Consumer Goods) পণ্যের ব্যাপক নকল হচ্ছে বলে অভিযোগ । নকল এই জিনিসপত্র বিক্রি হচ্ছে খোলা মার্কেটে । আমজনতা না বুঝেই সেগুলি কিনছেন । কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার এই বিষয়টিতে কড়া নজর রাখা হবে । কিন্তু, ইতিমধ্যেই যে পরিমাণে নকল পণ্য বাজারে ঢুকেছে তা কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট । তাই পণ্য কেনার আগে সর্তক হন ৷

Intro:কলকাতা, 3 অগাস্ট: টিভির পর্দায় বিদ্যা বালান কিংবা মিমি চক্রবর্তীর মুখ। তারা বলছেন, চুল বড় করার জন্য ব্যবহার করুন এই ব্র্যান্ডের নারকেল তেল। ব্যবহারকারীরা বলছেন, মন্দ নয় ওই তেল। কিন্তু বাজার থেকে আপনি যে নারকেল তেল কিনে আনলেন প্রিয়জনের জন্য, তা আদৌ নারকেল তেল তো! নামি ব্র্যান্ডের সিলড বোতলের আড়ালে অন্য কিছু খাচ্ছে না তো! অবাক হচ্ছেন? তবে জেনে নিন, শহর কলকাতায় নামি ব্র্যান্ডের নারকেল তেলের বোতলে ভরা হচ্ছে অন্যকিছু। তারপর তা চলে আসছে খোলা বাজারে। চুল বড় করার উদ্দেশ্যে কিংবা চুলের যত্ন নেওয়ার জন্য আপনি সেই তেল মাখছেন। উদ্দেশ্য সাধন তো হচ্ছেই না। হতে পারে বড়োসড়ো ক্ষতি। Body:দিন কয়েক আগে দুটি নামি কোম্পানির প্রতিনিধি হিসেবে তিলজলা থানায় অভিযোগ দায়ের করেন আব্বাস আলি মন্ডল নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, নকল করা হচ্ছে নামি ওই দুই ব্র্যান্ডের নারকেল তেল। এতে ওই কোম্পানির ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত তো হচ্ছেই, সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এরপরই নড়েচড়ে বসে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। নানা সূত্রে খবর পেয়ে আজ তিলজলার ৬০ A জি জে খান রোডে তল্লাশি চালায় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সেখানে মহম্মদ কালিম নামের এক ব্যক্তির বাড়িতে উদ্ধার হয় ওই দুই নামি ব্র্যান্ডের লেবেল লাগানো নানা সাইজের প্রচুর বোতল। সেখানে ওই বোতল গুলি ফিলিংয়ের কাজ চলছিল। হাতেনাতে পর্দা ফাঁস হয় কারবারের। এই বোতল কি দিয়ে ফিলিং করা হচ্ছিল তা টেস্ট করতে পাঠানো হয়েছে। জানা গেছে, ওই একই ব্র্যান্ডের নারকেল তেলের বোতল ফিলিংয়ের কাজ হচ্ছিল ভাটপাড়া এবং নৈহাটিতেও। সেখানে 5 কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। আপাতত এই কারবারের কিংপিনের খোঁজ চলছে।
Conclusion:শহর কলকাতায় পারফিউম, বডি-স্প্রে থেকে শুরু করে সাবান, ডিটারজেন্ট পাউডার, নারকেল তেল সহ বহু FMCG পণ্যের ব্যাপক নকল হচ্ছে বলে অভিযোগ। কুচক্রী দা আসলে পাশাপাশি নকল পণ্যের প্যারালাল মার্কেট তৈরি করে ফেলেছে বলে সূত্রের খবর। নকল এই জিনিসপত্র বিক্রি হচ্ছে খোলা মার্কেটে। আমজনতা না বুঝেই সেগুলি কিনছেন। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার এই বিষয়টিতে কড়া নজর রাখা হবে। কিন্তু ইতিমধ্যেই যে পরিমাণে নকল পণ্য বাজারে ঘটছে তা কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। সাধু সাবধান।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.