ETV Bharat / state

Bhatpara Shootout : ভাটপাড়ায় শুটআউট, এলোপাথাড়ি গুলিতে মৃত যুবক - ভাটপাড়ায় শুট আউট

ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাকর মোল্লা এলাকায় শুটআউট (Bhatpara Shootout) ৷

Bhatpaara Shootout news
ভাটপাড়ায় শুট আউট
author img

By

Published : Jul 2, 2022, 1:45 PM IST

Updated : Jul 2, 2022, 6:24 PM IST

ভাটপাড়া, 2 জুলাই: দত্তপুকুরের পর ফের শুটআউট । শনিবার সকালে ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাকর মোল্লা এলাকায় সালামউদ্দিন আনসারি ওরফে মুকুল নামে ইমারতি দ্রব্যের এক ব্যবসায়ীকে গুলি করা হয় । সালাউদ্দিনকে উদ্ধার করে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয় । সেখানেই মৃত্যু হয় তাঁর ।

ঘটনাস্থলে পৌঁছয় ব্যারাকপুর কমিশনারেটের আওতাধীন পাঁচটি থানার পুলিশবাহিনী ও ডিসি নর্থ শ্রী হরি পান্ডে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাটপাড়া পৌরসভার কন্ট্রাকটারি করত এই সালাউদ্দিন । সকালবেলায় তাঁকে সিগারেট খাওয়ার নাম করে ডেকে খুব কাছের থেকে মাথায় গুলি চালানো হয় । মোট ছ'টি গুলি চালায় দুষ্কৃতীরা । পুলিশ সূত্রে খবর চা খাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে এনে খুব কাছ থেকে মাথায় গুলি করে দুষ্কৃতীরা।

ভাটপাড়ায় শুটআউটে মৃত ব্যবসায়ী

আরও পড়ুন : ভরসন্ধ্যায় বাইকে চেপে এসে শুটআউট, দত্তপুকুরে নিহত বিজেপি কর্মী

পুলিশ জানিয়েছে, চা খাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে এনে সালামউদ্দিন আনসারিকে খুব কাছ থেকে মাথায় গুলি করে দুষ্কৃতীরা। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বিষয়টি সম্পর্কে জানান, টাকা-পয়সার ভাগ-বাটোয়ারা নিয়ে গন্ডগোল থেকেই এই ঘটনা ঘটেছে ৷ পুলিশ নিয়মমাফিক তদন্ত করবে ৷

ভাটপাড়া, 2 জুলাই: দত্তপুকুরের পর ফের শুটআউট । শনিবার সকালে ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাকর মোল্লা এলাকায় সালামউদ্দিন আনসারি ওরফে মুকুল নামে ইমারতি দ্রব্যের এক ব্যবসায়ীকে গুলি করা হয় । সালাউদ্দিনকে উদ্ধার করে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয় । সেখানেই মৃত্যু হয় তাঁর ।

ঘটনাস্থলে পৌঁছয় ব্যারাকপুর কমিশনারেটের আওতাধীন পাঁচটি থানার পুলিশবাহিনী ও ডিসি নর্থ শ্রী হরি পান্ডে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাটপাড়া পৌরসভার কন্ট্রাকটারি করত এই সালাউদ্দিন । সকালবেলায় তাঁকে সিগারেট খাওয়ার নাম করে ডেকে খুব কাছের থেকে মাথায় গুলি চালানো হয় । মোট ছ'টি গুলি চালায় দুষ্কৃতীরা । পুলিশ সূত্রে খবর চা খাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে এনে খুব কাছ থেকে মাথায় গুলি করে দুষ্কৃতীরা।

ভাটপাড়ায় শুটআউটে মৃত ব্যবসায়ী

আরও পড়ুন : ভরসন্ধ্যায় বাইকে চেপে এসে শুটআউট, দত্তপুকুরে নিহত বিজেপি কর্মী

পুলিশ জানিয়েছে, চা খাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে এনে সালামউদ্দিন আনসারিকে খুব কাছ থেকে মাথায় গুলি করে দুষ্কৃতীরা। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বিষয়টি সম্পর্কে জানান, টাকা-পয়সার ভাগ-বাটোয়ারা নিয়ে গন্ডগোল থেকেই এই ঘটনা ঘটেছে ৷ পুলিশ নিয়মমাফিক তদন্ত করবে ৷

Last Updated : Jul 2, 2022, 6:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.