ETV Bharat / state

রাজাবাজারে গুলি চালানোর ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার আরও 1 - kolkata

রাজাবাজারে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার করা হল আরও একজনকে ৷ 11 জুলাই রাজাবাজারের APC রোড এবং কেশব সেন স্ট্রিটের সংযোগস্থানে ইয়াসের মুস্তাফা এবং সাগির আহমেদের উপর গুলি চালায় পাঁচ দুষ্কৃতী ৷ এই ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছিল । গতকাল এই ঘটনার জড়িত আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ ।

শেখ আনসার আলি
author img

By

Published : Jul 23, 2019, 10:35 AM IST

Updated : Jul 23, 2019, 2:31 PM IST

কলকাতা, 23 জুলাই : রাতের কলকাতার দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়েছিল পাঁচজন । সঙ্গে চপার এবং পিস্তল । মতলব ছিল জোড়া খুনের । আশপাশের লোক ছুটে আসায় তা আর সম্ভব হয়নি । দু 'রাউন্ড গুলি চললেও তা লক্ষ্যভ্রষ্ট হয় । তবে ঘটনায় গুরুতর আহত হয় দু'জনেই । তারা এখন চিকিৎসাধীন । ঘটনায় দানিশ শেখ, মহম্মদ সইফুল্লাহ ওরফে গুল্লুকে গ্রেপ্তার করা হয়েছিল আগেই । আর গতকাল গ্রেপ্তার করা হল আরও একজনকে । তার নাম শেখ আনসার আলি ওরফে নিয়াজ । লালবাজারের গুন্ডা দমন শাখা অস্ত্রসহ গ্রেপ্তার করেছে নিয়াজকে ।

ছোটোখাটো চুরি, ছিনতাই দিয়ে শুরু । অভিযোগ, আগে ইয়াসের, সাগির, দানিশ, গুল্লু, নিয়াজরা একসঙ্গেই চুরি, ছিনতাই করত । কিছুদিন আগে দল ছাড়ে আক্রান্ত দু'জন । তারা দু'জন শুরু করে একসঙ্গে কাজ । অন্যদিকে দানিশ, গুল্লুরা থেকে যায় পুরোনো দলেই । আর ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করে নিয়াজ । অভিযোগ, রাজাবাজার তো ছিলই । তার অপরাধের পরিচিত হতে শুরু করে বেনিয়াপুকুর-কড়েয়া এলাকাতেও । তার ওঠাবসা তৈরি হয়েছিল ওই এলাকার কুখ্যাত দুষ্কৃতীদের সঙ্গে । সব সময় নিজের সঙ্গে রাখতে শুরু করেছিল আগ্নেয়াস্ত্র । গতকাল পুলিশ তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ পেয়েছে ।

ঘটনা ১১ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার রাতের । রাজাবাজারের APC রোড এবং কেশব সেন স্ট্রিটের সংযোগস্থানে ঘটে ঘটনাটি । ইয়াসের মুস্তাফা ওরফে চায়না এবং সাগির আহমেদ একটি বন্ধ দোকানের সামনে দাঁড়িয়েছিল । সেইসময় তাদের উপর ঝাঁপিয়ে পড়ে দানিশ, গুল্লু সহ পাঁচজন । তাদের মারধর করা হয় ৷ দেওয়া হয় চপারের কোপ, চালানো হয় গুলি । রাত তখন গভীর । কিছু মানুষজন থাকলেও, মোটের উপর ফাঁকা রাজাবাজার ক্রসিং । চেঁচামেচি শুনে কয়েকজন স্থানীয় মানুষজন সেদিকে আসছিলেন । তখন গুলি চালানোর শব্দ । পরপর দুটো । তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইয়াসেরের হাতে লাগে ।

কলকাতা, 23 জুলাই : রাতের কলকাতার দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়েছিল পাঁচজন । সঙ্গে চপার এবং পিস্তল । মতলব ছিল জোড়া খুনের । আশপাশের লোক ছুটে আসায় তা আর সম্ভব হয়নি । দু 'রাউন্ড গুলি চললেও তা লক্ষ্যভ্রষ্ট হয় । তবে ঘটনায় গুরুতর আহত হয় দু'জনেই । তারা এখন চিকিৎসাধীন । ঘটনায় দানিশ শেখ, মহম্মদ সইফুল্লাহ ওরফে গুল্লুকে গ্রেপ্তার করা হয়েছিল আগেই । আর গতকাল গ্রেপ্তার করা হল আরও একজনকে । তার নাম শেখ আনসার আলি ওরফে নিয়াজ । লালবাজারের গুন্ডা দমন শাখা অস্ত্রসহ গ্রেপ্তার করেছে নিয়াজকে ।

ছোটোখাটো চুরি, ছিনতাই দিয়ে শুরু । অভিযোগ, আগে ইয়াসের, সাগির, দানিশ, গুল্লু, নিয়াজরা একসঙ্গেই চুরি, ছিনতাই করত । কিছুদিন আগে দল ছাড়ে আক্রান্ত দু'জন । তারা দু'জন শুরু করে একসঙ্গে কাজ । অন্যদিকে দানিশ, গুল্লুরা থেকে যায় পুরোনো দলেই । আর ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করে নিয়াজ । অভিযোগ, রাজাবাজার তো ছিলই । তার অপরাধের পরিচিত হতে শুরু করে বেনিয়াপুকুর-কড়েয়া এলাকাতেও । তার ওঠাবসা তৈরি হয়েছিল ওই এলাকার কুখ্যাত দুষ্কৃতীদের সঙ্গে । সব সময় নিজের সঙ্গে রাখতে শুরু করেছিল আগ্নেয়াস্ত্র । গতকাল পুলিশ তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ পেয়েছে ।

ঘটনা ১১ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার রাতের । রাজাবাজারের APC রোড এবং কেশব সেন স্ট্রিটের সংযোগস্থানে ঘটে ঘটনাটি । ইয়াসের মুস্তাফা ওরফে চায়না এবং সাগির আহমেদ একটি বন্ধ দোকানের সামনে দাঁড়িয়েছিল । সেইসময় তাদের উপর ঝাঁপিয়ে পড়ে দানিশ, গুল্লু সহ পাঁচজন । তাদের মারধর করা হয় ৷ দেওয়া হয় চপারের কোপ, চালানো হয় গুলি । রাত তখন গভীর । কিছু মানুষজন থাকলেও, মোটের উপর ফাঁকা রাজাবাজার ক্রসিং । চেঁচামেচি শুনে কয়েকজন স্থানীয় মানুষজন সেদিকে আসছিলেন । তখন গুলি চালানোর শব্দ । পরপর দুটো । তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইয়াসেরের হাতে লাগে ।

Intro:কলকাতা, ২২ জুলাই: রাতের কলকাতার দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তির উপর ঝাপিয়ে পড়েছিল পাঁচজন। সঙ্গে চপার এবং পিস্তল। মতলব ছিল জোড়া খুনের। আশপাশের লোক ছুটে আসায় তার হয়নি। দু রাউন্ড গুলি চললেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ঘটনায় গুরুতর আহত হন দুজনাই। তারা এখনো চিকিৎসাধীন। ঘটনায় দানিশ শেগ, মহম্মদ সইফুল্লাহ ওরফে গুল্লুকে গ্রেপ্তার করা হয়েছিল আগেই। আর আজ গ্রেপ্তার করা হল আরও একজনকে। নাম শেখ আনসার আলি ওরফে নিয়াজ। লালবাজারের গুন্ডা দমন শাখা অস্ত্রসহ গ্রেপ্তার করেছে নিয়াজকে।
Body:ছোটখাটো চুরি, ছিনতাই দিয়ে শুরু। অভিযোগ, আগে ইয়াসের, সাগির, দানিশ, গুল্লু, নিয়াজরা একসঙ্গেই চুরি, ছিনতাই করত। কিছুদিন আগে দল ছাড়ে আক্রান্ত দুজন। তারা দুজন শুরু করে একসঙ্গে কাজ। অন্যদিকে দানিশ, গুল্লুরা থেকে যায় পুরনো দলেই। আর ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করে নিয়াজ। অভিযোগ, রাজাবাজার তো ছিলই। তার অপরাধের পরিচিত হতে শুরু করে বেনিয়াপুকুর-কড়েয়া এলাকাতেও। তার ওঠাবসা তৈরি হয়েছিল ওই এলাকার কুখ্যাত দুষ্কৃতীদের সঙ্গেও। সব সময় নিজের সঙ্গে রাখতে শুরু করেছিল আগ্নেয়াস্ত্র। আজ পুলিশ তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ পেয়েছে। Conclusion:ঘটনা ১১ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার রাতের। রাজাবাজারের APC রোড এবং কেশব সেন স্ট্রিটের সংযোগস্থলে ঘটে.ঘটনা। ইয়াসের মুস্তাফা ওরফে চায়না এবং সাগির আহমেদ একটি বন্ধ দোকানের সামনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে দানিশ, গুল্লু সহ পাঁচজন। তাদের মারা হয় চপারের কোপ, চালানো হয় গুলি। রাত তখন গভীর। কিছু মানুষজন থাকলেও, মোটের উপর ফাঁকা রাজাবাজার ক্রসিং। চেঁচামেচি শুনে কয়েকজন স্থানীয় মানুষজন সেদিকে আসছিলেন। তখন হঠাৎই গুলি চালানোর শব্দ। পরপর দুটো। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইয়াসেরের হাতে লাগে।
Last Updated : Jul 23, 2019, 2:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.