ETV Bharat / state

ব্যক্তির থেকে উদ্ধার 882 বোতল উইনক্রিক্স, গ্রেপ্তার - মাদক পাচারের অভিযোগ গ্রেপ্তার 1

গোপন সূত্রে খবর পেয়ে গত রাতে নিউ মার্কেট থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মহম্মদ আলাউদ্দিনকে । তার কাছ থেকে 882 বোতল উইনক্রিক্স পায় পুলিশ । ফেনসিডিলের থেকে বেশি ক্ষতিকারক উইনক্রিক্স নামক এই মাদকটি ।

Drug paddling
উইনক্রিক্স
author img

By

Published : Nov 29, 2019, 2:43 AM IST

কলকাতা, 29 নভেম্বর : উইনক্রিক্স নামক এক ধরনের মাদক পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ । নাম মহম্মদ আলাউদ্দিন ওরফে রাজা । তার কাছ থেকে 882 বোতল উইনক্রিক্স উদ্ধার হয়েছে । উইনক্রিক্স নামক এই সিরাপটি মাদক হিসেবে ব্য়বহৃত হয় । ফেনসিডিলের থেকে উইনক্রিক্স বেশি ক্ষতিকারক বলে পুলিশ সূত্রে খবর ।

গোপন সূত্রে খবর পেয়ে গত রাতে নিউ মার্কেট থানা এলাকায় অভিযান চালায় পুলিশ । সেখানে 46, মতিশীল স্ট্রিট এলাকা থেকে আটক করা হয় মহম্মদ আলাউদ্দিনকে । তার বাড়ি হাওড়ার শিবপুর এলাকায় । আটক করার পর তার কাছ থেকে বেশকিছু বাক্স পায় পুলিশ । ওই বাক্সগুলি থেকেই উইনক্রিক্স উদ্ধার করে পুলিশ । তারপর আলাউদ্দিনের থেকে ওই সিরাপগুলির নথিপত্র দেখতে চায় পুলিশ । কিন্তু আলাউদ্দিন তা দেখাতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয় । কোথা থেকে আলাউদ্দিন ওই সিরাপগুলি পেল এবং ওগুলো কোথায় পাচার করার চেষ্টা চলছিল তা জানার জন্য আলাউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

প্রসঙ্গত, এই উইনক্রিক্স আফিম সমৃদ্ধ একটি সিরাপ । যার মূল যৌগ কোডেইন ফসফেট । যা নারকোটিক ড্রাগ হিসেবেই পরিচিত । মাদকাসক্তদের কাছে ক্রমশ জনপ্রিয় হচ্ছে উইনক্রিক্স । ফেনিসিডিলের থেকে উইনক্রিক্সে বেশি নেশা হয় বলে দাবি পুলিশের ।

কলকাতা, 29 নভেম্বর : উইনক্রিক্স নামক এক ধরনের মাদক পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ । নাম মহম্মদ আলাউদ্দিন ওরফে রাজা । তার কাছ থেকে 882 বোতল উইনক্রিক্স উদ্ধার হয়েছে । উইনক্রিক্স নামক এই সিরাপটি মাদক হিসেবে ব্য়বহৃত হয় । ফেনসিডিলের থেকে উইনক্রিক্স বেশি ক্ষতিকারক বলে পুলিশ সূত্রে খবর ।

গোপন সূত্রে খবর পেয়ে গত রাতে নিউ মার্কেট থানা এলাকায় অভিযান চালায় পুলিশ । সেখানে 46, মতিশীল স্ট্রিট এলাকা থেকে আটক করা হয় মহম্মদ আলাউদ্দিনকে । তার বাড়ি হাওড়ার শিবপুর এলাকায় । আটক করার পর তার কাছ থেকে বেশকিছু বাক্স পায় পুলিশ । ওই বাক্সগুলি থেকেই উইনক্রিক্স উদ্ধার করে পুলিশ । তারপর আলাউদ্দিনের থেকে ওই সিরাপগুলির নথিপত্র দেখতে চায় পুলিশ । কিন্তু আলাউদ্দিন তা দেখাতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয় । কোথা থেকে আলাউদ্দিন ওই সিরাপগুলি পেল এবং ওগুলো কোথায় পাচার করার চেষ্টা চলছিল তা জানার জন্য আলাউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

প্রসঙ্গত, এই উইনক্রিক্স আফিম সমৃদ্ধ একটি সিরাপ । যার মূল যৌগ কোডেইন ফসফেট । যা নারকোটিক ড্রাগ হিসেবেই পরিচিত । মাদকাসক্তদের কাছে ক্রমশ জনপ্রিয় হচ্ছে উইনক্রিক্স । ফেনিসিডিলের থেকে উইনক্রিক্সে বেশি নেশা হয় বলে দাবি পুলিশের ।

Intro:কলকাতা, 28 নভেম্বর: এক ফেনসিডিলে রক্ষা নেই। মাদক বাজারে এবার এলো দোসর উইনক্রিক্স। যা ফেনসিডিলের থেকেও ধ্বংসাত্বক। এমনটাই জানাচ্ছে পুলিশ। উইনক্রিক্স পাচারের অভিযোগে কলকাতা পুলিশ গ্রেফতার করল এক ব্যক্তিকে। ধৃতের কাছে উদ্ধার হয়েছে 882 বোতল সিরাপ।



Body:পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে নিউমার্কেট থানা এলাকার 46 মতিশিল স্ট্রীট এলাকায় আটক করা হয় এক ব্যক্তিকে। নাম মহম্মদ আলাউদ্দিন ওরফে রাজা । বাড়ি হাওড়ার শিবপুর এলাকায় ।তার সঙ্গে ছিল বেশ কিছু কার্টুন। পুলিশের কাছে খবর ছিল মাদক পাচার হচ্ছে। ওই কার্টুন খুলতেই বেরিয়ে পড়ে রাশিরাশি উইনক্রিক্স। পুলিশ জানাচ্ছে, এই উইনক্রিক্স আফিম সমৃদ্ধ একটি সিরাপ। যার মূল যৌগ কোডেইন ফসফেট। যা নারকটিক ড্রাগ হিসেবেই পরিচিত। মাদকাসক্তদের কাছে ক্রমশ জনপ্রিয় হচ্ছে এই সিরাপ। পুলিশের দাবি, ফেনসিডিল এর থেকে অনেক বেশি নেশা হয় এই সিরাপে।



Conclusion:আলাউদ্দিন এই সিরাপের কোনো কাগজপত্র দেখাতে পারেনি পুলিশকে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে কোথা থেকে অত সিরাপ পেলো তা জানার চেষ্টা চলছে। ওই সিরাপ সে কোথায় পাচার করার চেষ্টা করছিল তাও জানার চেষ্টা চলছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.