ETV Bharat / state

Valentines Day Special Food: ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বিপুল আয়োজন রেস্তোরাঁয়, কোথায় যাবেন ভাবুন

author img

By

Published : Feb 7, 2023, 9:13 PM IST

কলকাতার একাধিক রেস্তোরাঁ ভ্যালেন্টাইন্স ডে-তে রকমারি খাবারের আয়োজন করেছে (Valentines Day Special Lunch and Dinner)৷ প্রতিবেদনটি পড়ে জেনে নিন কোন কোন খাবার রয়েছে সেখানে, কতক্ষণ খোলা থাকবে সেইসব রেস্তোরাঁ ৷

ETV Bharat
প্রেমদিবসে জমিয়ে খাওয়া

কলকাতা, 7 ফেব্রুয়ারি: ভালোবাসা উদযাপনের জন্য 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এই বিশেষ একটা দিন বরাদ্দ ৷ ব্যাপারটা কেউ মানে, তো কেউ আবার মানতে নারাজ । তবে মানা না-মানার বিতর্ক এড়িয়ে 7 ফেব্রুয়ারি থেকে প্রেমকেন্দ্রিক নানা দিন পালনে ব্যস্ত হয়ে পড়ে আজকের প্রজন্ম । আর তা নিয়ে চলে উপহার বিনিময়, খাওয়াদাওয়া-সহ আরও কত কী । আর তাই ভ্যালেন্টাইন্স সপ্তাহ উপলক্ষে ক্যাফে, রেস্তোরাঁগুলিতেও এবার বিপুল আয়োজন । শুধু সঙ্গীকে নিয়ে ঘুরে বেড়ালেই তো চলবে না, এদিন ভালো-মন্দ খেতেও তো হবে । রসনাতৃপ্তি না-হলে প্রেমও জমে না । এক ঝলকে দেখে নেওয়া যাক এবার তিলোত্তমার কোথায় কী আয়োজন (Valentines Day Special Food in Kolkata Resturaunts)।

ক্যাফে অফবিট-আপদেয়ার: কাপলদের জন্য 14 ফেব্রুয়ারি তপসিয়ার 'ক্যাফে অফবিট-আপদেয়ার'-এর ছাদে থাকছে সুব্যবস্থা । আর মেনুতে থাকবে পনির ক্র‍্যাকার্স, ভেজ নিউবার্গ, রোস্টেড পেপার গ্রিল্ড মাশরুম স্যান্ডুইচ, রোস্টেড চিকেন স্যালাড, মুর্গ বানজারা, স্লাইসড ফিশ টসড ইন পেপার গার্লিক সস ও অফবিট স্পেশাল পিৎজা । মকটেলের মধ্যে থাকছে হাওয়াই ডিলাইট, পিচ হিলস, গ্রিন অ্যাপলস মোহিতো, ব্ল্যাক কারেন্ট স্লাশ ও কিউয়ি স্কিনি মোহিতো । খোলা থাকবে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত ।

ঝড়ে জলে জঙ্গলে: সুন্দরবনের এই ক্যাফেতে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে 10-19 ফেব্রুয়ারি প্রেমিক যুগলদের জন্য রয়েছে বিপুল আয়োজন । মেনুতে থাকছে জেজেজে ক্লাব স্যান্ডুইচ, পনির মালাই টিক্কা, তন্দুরি মাশরুম, সবুজ খাজানা, ডাল অড়হর মশালা, গোয়া মছলি কারি, লুচি, বাসন্তি পোলাও, আলুর দম, হাঁসের ডিমের ডেভিল, কষা মাংস, চিংড়ি মালাইকারি ও রসমালাই । এখানে থাকছে রাত কাটানোর ব্যবস্থাও ।

হোয়াটস আপ ক্যাফে: দক্ষিণ কলকাতার লেকের পাশে অবস্থিত এই রেস্তোরাঁ 14 ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত থাকছে কাপলদের জন্য খানাপিনার ব্যবস্থা । মেনুতে থাকছে মটন দহি বড়া, শেফার্ডস পাই, গ্রিল্ড চিকেন ইন ক্রিমি ওয়ালনাট সস, কাজু স্পাইসড চিকেন, ফিশ অ্যান্ড চিকেন গ্রিল্ড প্ল্যাটার ও চিকেন রোলেড । ককটেলে থাকবে- পিঙ্ক লেডি, পার্পল রেইন, ডেথ বাই রোজ ও হোয়াটস আপ স্পেশাল ভ্যালেন্টাইন্স ককটেল । মকটেলে থাকছে- ভার্জিন ম্যারি, স্পাইসি আলফনসো, ব্লু লাগুঁ ও ভার্জিন মোহিতো ।

দ্য বিরিয়ানি ক্যান্টিন: তপসিয়া রোডের এই ক্যাফেতে 14 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত জিভে জল আনা সব খাবারদাবারের সম্ভার । রয়েছে কলকাতার চিকেন বিরিয়ানি, পোটলাম মটন বিরিয়ানি, হায়দরাবাদী মটন বিরিয়ানি, দহি কে শোলে, মুর্গ রোজালি কাবাব, গোস্ত সিগার, কাবাব অ্যান্ড জাফরানি ফিরনি ।

আরও পড়ুন : গোলাপের রং আজ মনের কথা বলুক...

কলকাতা, 7 ফেব্রুয়ারি: ভালোবাসা উদযাপনের জন্য 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এই বিশেষ একটা দিন বরাদ্দ ৷ ব্যাপারটা কেউ মানে, তো কেউ আবার মানতে নারাজ । তবে মানা না-মানার বিতর্ক এড়িয়ে 7 ফেব্রুয়ারি থেকে প্রেমকেন্দ্রিক নানা দিন পালনে ব্যস্ত হয়ে পড়ে আজকের প্রজন্ম । আর তা নিয়ে চলে উপহার বিনিময়, খাওয়াদাওয়া-সহ আরও কত কী । আর তাই ভ্যালেন্টাইন্স সপ্তাহ উপলক্ষে ক্যাফে, রেস্তোরাঁগুলিতেও এবার বিপুল আয়োজন । শুধু সঙ্গীকে নিয়ে ঘুরে বেড়ালেই তো চলবে না, এদিন ভালো-মন্দ খেতেও তো হবে । রসনাতৃপ্তি না-হলে প্রেমও জমে না । এক ঝলকে দেখে নেওয়া যাক এবার তিলোত্তমার কোথায় কী আয়োজন (Valentines Day Special Food in Kolkata Resturaunts)।

ক্যাফে অফবিট-আপদেয়ার: কাপলদের জন্য 14 ফেব্রুয়ারি তপসিয়ার 'ক্যাফে অফবিট-আপদেয়ার'-এর ছাদে থাকছে সুব্যবস্থা । আর মেনুতে থাকবে পনির ক্র‍্যাকার্স, ভেজ নিউবার্গ, রোস্টেড পেপার গ্রিল্ড মাশরুম স্যান্ডুইচ, রোস্টেড চিকেন স্যালাড, মুর্গ বানজারা, স্লাইসড ফিশ টসড ইন পেপার গার্লিক সস ও অফবিট স্পেশাল পিৎজা । মকটেলের মধ্যে থাকছে হাওয়াই ডিলাইট, পিচ হিলস, গ্রিন অ্যাপলস মোহিতো, ব্ল্যাক কারেন্ট স্লাশ ও কিউয়ি স্কিনি মোহিতো । খোলা থাকবে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত ।

ঝড়ে জলে জঙ্গলে: সুন্দরবনের এই ক্যাফেতে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে 10-19 ফেব্রুয়ারি প্রেমিক যুগলদের জন্য রয়েছে বিপুল আয়োজন । মেনুতে থাকছে জেজেজে ক্লাব স্যান্ডুইচ, পনির মালাই টিক্কা, তন্দুরি মাশরুম, সবুজ খাজানা, ডাল অড়হর মশালা, গোয়া মছলি কারি, লুচি, বাসন্তি পোলাও, আলুর দম, হাঁসের ডিমের ডেভিল, কষা মাংস, চিংড়ি মালাইকারি ও রসমালাই । এখানে থাকছে রাত কাটানোর ব্যবস্থাও ।

হোয়াটস আপ ক্যাফে: দক্ষিণ কলকাতার লেকের পাশে অবস্থিত এই রেস্তোরাঁ 14 ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত থাকছে কাপলদের জন্য খানাপিনার ব্যবস্থা । মেনুতে থাকছে মটন দহি বড়া, শেফার্ডস পাই, গ্রিল্ড চিকেন ইন ক্রিমি ওয়ালনাট সস, কাজু স্পাইসড চিকেন, ফিশ অ্যান্ড চিকেন গ্রিল্ড প্ল্যাটার ও চিকেন রোলেড । ককটেলে থাকবে- পিঙ্ক লেডি, পার্পল রেইন, ডেথ বাই রোজ ও হোয়াটস আপ স্পেশাল ভ্যালেন্টাইন্স ককটেল । মকটেলে থাকছে- ভার্জিন ম্যারি, স্পাইসি আলফনসো, ব্লু লাগুঁ ও ভার্জিন মোহিতো ।

দ্য বিরিয়ানি ক্যান্টিন: তপসিয়া রোডের এই ক্যাফেতে 14 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত জিভে জল আনা সব খাবারদাবারের সম্ভার । রয়েছে কলকাতার চিকেন বিরিয়ানি, পোটলাম মটন বিরিয়ানি, হায়দরাবাদী মটন বিরিয়ানি, দহি কে শোলে, মুর্গ রোজালি কাবাব, গোস্ত সিগার, কাবাব অ্যান্ড জাফরানি ফিরনি ।

আরও পড়ুন : গোলাপের রং আজ মনের কথা বলুক...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.