ETV Bharat / state

সাপ্তাহিক লকডাউনের প্রথম দিনে 450 জনের খাবার বিলি যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিনে - CPI(M) workers distributed food to 450 people

যাদবপুর বিধানসভা কেন্দ্রের CPI(M) কর্মীরা নিজেরা উদ্যোগ নিয়ে গত 141 দিন ধরে নিয়মিত শ্রমজীবী ক্যান্টিনে 500 জন মানুষের খাবারের বন্দোবস্ত করছে । কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে , বহু মানুষ খাবার নিয়ে অপচয় করছে । তাই প্রথমদিকে বিনামূল্যে খাবার দিলেও পরে বাধ্য হয়ে গতকাল মাত্র 20 টাকার বিনিময়ে 450 মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয় । মেনুতে ছিল বাসন্তী পোলাও ও পনির বাটার মশালা ।

Jadavpur
খাবার বিলি যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিনে
author img

By

Published : Aug 21, 2020, 7:39 PM IST

কলকাতা , 21 অগাস্ট : সাপ্তাহিক লকডাউনের প্রথম দিনে 450 মানুষের হাতে খাবার তুলে দিল যাদবপুর বিধানসভা কেন্দ্রের CPI(M) কর্মীরা । গতকাল শ্রমজীবী ক্যান্টিনে এই খাবার তুলে দেওয়া হয় । মূলত , যাদবপুর বিধানসভা কেন্দ্রের CPI(M) কর্মীরা নিজেরা উদ্যোগ নিয়ে গত 141 দিন ধরে নিয়মিত শ্রমজীবী ক্যান্টিনে 500 জন মানুষের খাবারের বন্দোবস্ত করছে । তাছাড়া , শহরের বিভিন্ন হাসপাতালের পাশে রোগীদের আত্মীয়দের জন্য ভ্যানের উপর খাবার বিলি করেছেন তাঁরা । নিরামিষ থেকে মাছ-ভাত , ডিম-ভাত খাইয়েছেন তাঁরা ।

কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে , বহু মানুষ খাবার নিয়ে অপচয় করছে । তাই প্রথমদিকে বিনামূল্যে খাবার দিলেও পরে বাধ্য হয়ে ন্যূনতম অর্থের বিনিময়ে খাবার বিলির বন্দোবস্ত করেন তাঁরা । সেইমতো গতকাল মাত্র 20 টাকার বিনিময়ে 450 মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয় । মেনুতে ছিল বাসন্তী পোলাও ও পনির বাটার মশালা ।

CPI(M)-এর এই উদ্যোগকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছে এলাকার স্থানীয় বাসিন্দারা । এলাকার কারও বিবাহবার্ষিকী বা শুভ কোনও অনুষ্ঠান থাকলে তাঁরাও শ্রমজীবী ক্যান্টিনে আর্থিক সাহায্য করে । তখন সেই টাকায় এলাকার গরিব মানুষকে মাংস-ভাত খাওয়ানো হয় ।

গতকালের লকডাউনের সকাল থেকেই উপচে পড়া ভিড় ছিল শ্রমজীবী ক্যান্টিনে । শহরের বিভিন্ন খাবারের দোকান বন্ধ থাকায় কেবলমাত্র যাদবপুর এলাকা নয় , যাদবপুর সংলগ্ন এলাকার মানুষও এসেছিলেন । উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে , যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে , ততদিন এই শ্রমজীবী ক্যান্টিন চলবে ।

কলকাতা , 21 অগাস্ট : সাপ্তাহিক লকডাউনের প্রথম দিনে 450 মানুষের হাতে খাবার তুলে দিল যাদবপুর বিধানসভা কেন্দ্রের CPI(M) কর্মীরা । গতকাল শ্রমজীবী ক্যান্টিনে এই খাবার তুলে দেওয়া হয় । মূলত , যাদবপুর বিধানসভা কেন্দ্রের CPI(M) কর্মীরা নিজেরা উদ্যোগ নিয়ে গত 141 দিন ধরে নিয়মিত শ্রমজীবী ক্যান্টিনে 500 জন মানুষের খাবারের বন্দোবস্ত করছে । তাছাড়া , শহরের বিভিন্ন হাসপাতালের পাশে রোগীদের আত্মীয়দের জন্য ভ্যানের উপর খাবার বিলি করেছেন তাঁরা । নিরামিষ থেকে মাছ-ভাত , ডিম-ভাত খাইয়েছেন তাঁরা ।

কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে , বহু মানুষ খাবার নিয়ে অপচয় করছে । তাই প্রথমদিকে বিনামূল্যে খাবার দিলেও পরে বাধ্য হয়ে ন্যূনতম অর্থের বিনিময়ে খাবার বিলির বন্দোবস্ত করেন তাঁরা । সেইমতো গতকাল মাত্র 20 টাকার বিনিময়ে 450 মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয় । মেনুতে ছিল বাসন্তী পোলাও ও পনির বাটার মশালা ।

CPI(M)-এর এই উদ্যোগকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছে এলাকার স্থানীয় বাসিন্দারা । এলাকার কারও বিবাহবার্ষিকী বা শুভ কোনও অনুষ্ঠান থাকলে তাঁরাও শ্রমজীবী ক্যান্টিনে আর্থিক সাহায্য করে । তখন সেই টাকায় এলাকার গরিব মানুষকে মাংস-ভাত খাওয়ানো হয় ।

গতকালের লকডাউনের সকাল থেকেই উপচে পড়া ভিড় ছিল শ্রমজীবী ক্যান্টিনে । শহরের বিভিন্ন খাবারের দোকান বন্ধ থাকায় কেবলমাত্র যাদবপুর এলাকা নয় , যাদবপুর সংলগ্ন এলাকার মানুষও এসেছিলেন । উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে , যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে , ততদিন এই শ্রমজীবী ক্যান্টিন চলবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.