ETV Bharat / state

OMR Sheet Found: চুড়িদারের প্যাকেটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিট ! - চুরিদারের প্যাকেটে মিলল

চুড়িদারের প্যাকেট থেকে মিলল বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিট । বেহালা থানা এলাকার এই ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

Etv Bharat
কলকাতা বিশ্ববিদ্যালয়
author img

By

Published : Apr 10, 2023, 7:24 AM IST

Updated : Apr 10, 2023, 5:28 PM IST

চুড়িদারের প্যাকেটে ওএমআর শিট পাওয়া গেল

কলকাতা,10 এপ্রিল: রাজ্যে শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে পৌরসভা-বিভিন্ন জায়গায় নিয়োগে দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে । এই অভিযোগ পালটা অভিযোগ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি । চাকরি চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন নেতা-মন্ত্রী থেকে শুরু করে একাধিক প্রশাসনিক আধিকারিক । ঠিক এই সময় চুড়িদারের প্যাকেট থেকে মিলল ওএমআর শিট !

পয়লা বৈশাখ প্রায় এসেই গেল । বিভিন্ন প্রান্তে নববর্ষের কেনাকাটা চলছে । ঠিক এমতাবস্থায় রবিবার রাতে বেহালার একটি পোশাকের দোকানে চুড়িদারের প্যাকেট থেকে মিলল কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম লেখা ওএমআর শিট । পাশাপাশি এটাও জানা যায় ওএমআর শিটটি 2016 সালের ।

বেহালা 14 নম্বর বাসস্ট্যান্ডের কাছে ডায়মন্ড হারবার রোডের একটি দোকান থেকে পাওয়া যায় এই ওএমআর শিটটি ৷ তবে এর সঙ্গে নিয়োগ দুর্নীতির যোগ রয়েছে কি না তা এখনও স্পষ্ট নয় । দোকানের মালিকেরও দাবি এই ব্যাপারে তাঁর কিছু জানা নেই । তিনি জানান, নিউমার্কেট থেকে এই চুড়িদারগুলি কিনেছেন । প্যাকেট খুলতেই তাঁর ভিতর থেকে এই শিটটি পাওয়া গিয়েছে । ঘটনার অভিঘাতে স্বভাবতই অবাক হয়ে যান বিক্রেতা । দোকানে থাকা ক্রেতারাও বিষয়টি বুঝে উঠতে পারছিলেন না । পরে খবর যায় বেহালা থানায় । নিউমার্কেটের কোন দোকান থেকে এই চুড়িদার কেনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ।

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে ওএমআর শিট নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে । পরীক্ষার পর ওএমআর শিটে নম্বর বদলে দেওয়ার অভিযোগও উঠেছে । কলকাতা হাইকোর্টও একাধিক মামলায় ওএমআর শিট নিয়ে নানা প্রশ্ন তুলেছে । এই কাণ্ডে গ্রেফতার হওয়া অয়ন শীলকে জেরা করে ওএমআর শিট সংক্রান্ত আরও নানা তথ্য মিলেছে । পাশাপাশি ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থার শীর্ষকর্তাকেও গ্রেফতার করা হয়েছে । এমনই আবহে চুড়িদারের প্যাকেটে ওএমআর শিট মেলা ঘিরে যে নতুন করে তরজা শুরু হবে তা বলাই যায় ।

আরও পড়ুন:দণ্ডি কাটা বিতর্কের জেরে পদ খোয়ালেন দক্ষিণ দিনাজপুরের মহিলা তৃণমূল সভানেত্রী, আনা হল আদিবাসী মুখ

চুড়িদারের প্যাকেটে ওএমআর শিট পাওয়া গেল

কলকাতা,10 এপ্রিল: রাজ্যে শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে পৌরসভা-বিভিন্ন জায়গায় নিয়োগে দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে । এই অভিযোগ পালটা অভিযোগ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি । চাকরি চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন নেতা-মন্ত্রী থেকে শুরু করে একাধিক প্রশাসনিক আধিকারিক । ঠিক এই সময় চুড়িদারের প্যাকেট থেকে মিলল ওএমআর শিট !

পয়লা বৈশাখ প্রায় এসেই গেল । বিভিন্ন প্রান্তে নববর্ষের কেনাকাটা চলছে । ঠিক এমতাবস্থায় রবিবার রাতে বেহালার একটি পোশাকের দোকানে চুড়িদারের প্যাকেট থেকে মিলল কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম লেখা ওএমআর শিট । পাশাপাশি এটাও জানা যায় ওএমআর শিটটি 2016 সালের ।

বেহালা 14 নম্বর বাসস্ট্যান্ডের কাছে ডায়মন্ড হারবার রোডের একটি দোকান থেকে পাওয়া যায় এই ওএমআর শিটটি ৷ তবে এর সঙ্গে নিয়োগ দুর্নীতির যোগ রয়েছে কি না তা এখনও স্পষ্ট নয় । দোকানের মালিকেরও দাবি এই ব্যাপারে তাঁর কিছু জানা নেই । তিনি জানান, নিউমার্কেট থেকে এই চুড়িদারগুলি কিনেছেন । প্যাকেট খুলতেই তাঁর ভিতর থেকে এই শিটটি পাওয়া গিয়েছে । ঘটনার অভিঘাতে স্বভাবতই অবাক হয়ে যান বিক্রেতা । দোকানে থাকা ক্রেতারাও বিষয়টি বুঝে উঠতে পারছিলেন না । পরে খবর যায় বেহালা থানায় । নিউমার্কেটের কোন দোকান থেকে এই চুড়িদার কেনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ।

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে ওএমআর শিট নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে । পরীক্ষার পর ওএমআর শিটে নম্বর বদলে দেওয়ার অভিযোগও উঠেছে । কলকাতা হাইকোর্টও একাধিক মামলায় ওএমআর শিট নিয়ে নানা প্রশ্ন তুলেছে । এই কাণ্ডে গ্রেফতার হওয়া অয়ন শীলকে জেরা করে ওএমআর শিট সংক্রান্ত আরও নানা তথ্য মিলেছে । পাশাপাশি ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থার শীর্ষকর্তাকেও গ্রেফতার করা হয়েছে । এমনই আবহে চুড়িদারের প্যাকেটে ওএমআর শিট মেলা ঘিরে যে নতুন করে তরজা শুরু হবে তা বলাই যায় ।

আরও পড়ুন:দণ্ডি কাটা বিতর্কের জেরে পদ খোয়ালেন দক্ষিণ দিনাজপুরের মহিলা তৃণমূল সভানেত্রী, আনা হল আদিবাসী মুখ

Last Updated : Apr 10, 2023, 5:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.