ETV Bharat / state

Kolkata Murder: থিয়েটার রোডের বৃদ্ধা খুনে ধৃত দুধকুমারের 11 নভেম্বর পর্যন্ত জেল হেফাজত

থিয়েটার রোডের আবাসনে 91 বছরের বৃদ্ধার হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে 11 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত ৷ ধৃতকে সঙ্গে নিয়ে গোটা ঘটনার পুননির্মাণ করবেন লালবাজারের গোয়েন্দারা।

Kolkata Murder
11 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে ধৃত দুধকুমারের
author img

By

Published : Nov 3, 2021, 5:56 PM IST

কলকাতা, 3 নভেম্বর: কলকাতার থিয়েটার রোডের একটি আবাসন থেকে মঙ্গলবার সকালে 91 বছরের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয় ৷ রাতেই মূল অভিযুক্ত দুধকুমার ঢাল ওরফে সুমনকে গ্রেফতার করে পুলিশ ৷ বুধবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে 11 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় ৷ কলকাতা পুলিশের তরফে জানানো হয়, খুনের আগে সে মৃতার ঘরেই গা ঢাকা দিয়েছিল। জানা গিয়েছে, ধৃতকে সঙ্গে নিয়ে এবার ঘটনাস্থলে গিয়ে গোটা ঘটনার পুননির্মাণ করবেন লালবাজারের গোয়েন্দারা। পাশাপাশি তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বৃদ্ধার খোয়া যাওয়া দুটি মোবাইল ফোন। কিন্তু উদ্ধার হয়নি সোনার গয়নাগুলি।

প্রাথমিক জেরায় জানা গিয়েছে, খুনের পর সে হুগলি জেলায় তার এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়েছিল। পরে ডানকুনি হয়ে ভীনরাজ্যে পালানোর ছক কষেছিল সে। থিয়েটার রোডের বহুতলে 91 বছরের বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুনের ঘটনায় ধৃত প্রাক্তন গাড়ির চালক দুধকুমার ঢাল ওরফে সুমনকে রাতভোর জিজ্ঞাসাবাদ করে কলকাতা পুলিশের গোয়েন্দারা। 31 অক্টোবর শেক্সপিয়র সরণির ওই আবাসনে এসেছিল সুমন। পরে ফের 1 নভেম্বর সে আসে। এরপরে সে ওই বাড়িতেই লুকিয়ে ছিল। পরে বৃদ্ধার ছেলে ব্যাডমিন্টন খেলতে গেলে সে রেনুকা দেবীকে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। গোয়েন্দাদের অনুমান, মৃত্যু নিশ্চিত করতে এতজোড়ে সে বৃদ্ধার নাকে চাপ দেয় যে বৃদ্ধার নাক থেকে রক্তপাত হতে থাকে।

আরও পড়ুন: থিয়েটার রোডে বৃদ্ধা খুনে গ্রেফতার প্রাক্তন গাড়ি চালক

পরে সে বৃদ্ধার বাড়ি থেকে সোনার গয়না ও মোবাইল ফোন নিয়ে পালায়। গ্রেফতারির পর রাতেই তাকে শেক্সপিয়র সরণি থানায় নিয়ে আসা হয়। খুনের পর চুরির সামগ্রীগুলি সে কোথায় রেখেছে তা জানার চেষ্টা করছে পুলিশ। সুমনের বিরুদ্ধে এর আগেও আড়াই লক্ষ টাকার গয়না চুরির অভিযোগ রয়েছে।

কলকাতা, 3 নভেম্বর: কলকাতার থিয়েটার রোডের একটি আবাসন থেকে মঙ্গলবার সকালে 91 বছরের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয় ৷ রাতেই মূল অভিযুক্ত দুধকুমার ঢাল ওরফে সুমনকে গ্রেফতার করে পুলিশ ৷ বুধবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে 11 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় ৷ কলকাতা পুলিশের তরফে জানানো হয়, খুনের আগে সে মৃতার ঘরেই গা ঢাকা দিয়েছিল। জানা গিয়েছে, ধৃতকে সঙ্গে নিয়ে এবার ঘটনাস্থলে গিয়ে গোটা ঘটনার পুননির্মাণ করবেন লালবাজারের গোয়েন্দারা। পাশাপাশি তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বৃদ্ধার খোয়া যাওয়া দুটি মোবাইল ফোন। কিন্তু উদ্ধার হয়নি সোনার গয়নাগুলি।

প্রাথমিক জেরায় জানা গিয়েছে, খুনের পর সে হুগলি জেলায় তার এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়েছিল। পরে ডানকুনি হয়ে ভীনরাজ্যে পালানোর ছক কষেছিল সে। থিয়েটার রোডের বহুতলে 91 বছরের বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুনের ঘটনায় ধৃত প্রাক্তন গাড়ির চালক দুধকুমার ঢাল ওরফে সুমনকে রাতভোর জিজ্ঞাসাবাদ করে কলকাতা পুলিশের গোয়েন্দারা। 31 অক্টোবর শেক্সপিয়র সরণির ওই আবাসনে এসেছিল সুমন। পরে ফের 1 নভেম্বর সে আসে। এরপরে সে ওই বাড়িতেই লুকিয়ে ছিল। পরে বৃদ্ধার ছেলে ব্যাডমিন্টন খেলতে গেলে সে রেনুকা দেবীকে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। গোয়েন্দাদের অনুমান, মৃত্যু নিশ্চিত করতে এতজোড়ে সে বৃদ্ধার নাকে চাপ দেয় যে বৃদ্ধার নাক থেকে রক্তপাত হতে থাকে।

আরও পড়ুন: থিয়েটার রোডে বৃদ্ধা খুনে গ্রেফতার প্রাক্তন গাড়ি চালক

পরে সে বৃদ্ধার বাড়ি থেকে সোনার গয়না ও মোবাইল ফোন নিয়ে পালায়। গ্রেফতারির পর রাতেই তাকে শেক্সপিয়র সরণি থানায় নিয়ে আসা হয়। খুনের পর চুরির সামগ্রীগুলি সে কোথায় রেখেছে তা জানার চেষ্টা করছে পুলিশ। সুমনের বিরুদ্ধে এর আগেও আড়াই লক্ষ টাকার গয়না চুরির অভিযোগ রয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.