কলকাতা, 29 এপ্রিল : বয়সের ছাপ পড়েছে শরীরে । কথা বলতে গেলে গলা কাঁপে । কিন্তু এখনও মনে জোর আছে । কোরোনা মোকাবিলায় সরকারের কাঁধে কাঁধ মেলাতে চান তিনিও । তাই 90 হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন সল্টলেকের EC ব্লকের বাসিন্দা মিহির কুমার চট্টোপাধ্যায় । বর্তমানে তাঁর বয়স 99 বছর। দমকলমন্ত্রী সুজিত বসুর হাতে গতকাল 90 হাজার টাকার চেক তুলে দেন তিনি । কোরোনা মোকাবিলায় তারঁ এই প্রয়াসে অনেকে অনুপ্রাণিত হবেন।
মিহির কুমার চট্টোপাধ্যায় কেন্দ্রীয় সরকারি দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন । 1 জুন তিনি শতবর্ষে পদার্পণ করবেন । কোরোনার জেরে সমস্যায় পড়া দুস্থ মানুষদের সাহায্যে গতকাল দমকলমন্ত্রীর হাতে চেক তুলে দেন তিনি । এছাড়াও সল্টলেকের অন্য আর এক বাসিন্দা মঞ্জুসা ঘোষও তাঁর এক মাসের পেনশনের টাকা তুলে দেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ।
গতকাল সল্টলেকের EC ব্লকের 164 নম্বর বাড়িতে পৌঁছে যান বিধাননগরের বিধায়ক তথা দমকলমন্ত্রী । সেখানেই থাকেন মিহিরবাবু । তাঁর বাড়িতে আসেন মঞ্জুসাদেবীও । দু'জনে একসঙ্গে মন্ত্রীর হাতে দু'টি চেক তুলে দেন । মিহিরবাবুর এক মাসের পেনশনের 90 হাজার টাকা ও মঞ্জুসাদেবী 1 লাখ টাকা তুলে দেন ।