ETV Bharat / state

TMC Twitter Account Hacked: লোগোয় কালো রঙের 'ওয়াই' ! হ্যাকারদের কবলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট - তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল

তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের ছবি বদলে গিয়েছে ৷ নামও ৷ তাতেই মনে করা হচ্ছে সর্বভারতীয় দলটির টুইটার অ্যাকাউন্টে হামলা চালিয়েছে হ্যাকাররা (Official Twitter handle of All India Trinamool Congress, TMC appears to be hacked) ৷

Trinamool Congress
তৃণমূল কংগ্রেস
author img

By

Published : Feb 28, 2023, 8:52 AM IST

Updated : Feb 28, 2023, 9:37 AM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি: হ্যাক হয়েছে তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল ৷ দলের টুইটার হ্যান্ডেলের ছবি ও লোগো বদলে গিয়ে প্রাথমিক ভাবে তেমনটাই মনে হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নিজস্ব টুইটার হ্যাক করে তাতে নাম পরিবর্তন করা হয়েছে ৷ নতুন নাম দেখা যাচ্ছে 'যুগ ল্যাবস' (Yuga labs) ৷ নামের সঙ্গে সঙ্গে ডিসপ্লে ছবিও বদলেছে (The official Twitter handle of All India Trinamool Congress (TMC) appears to be hacked ) ৷

তৃণমূলের কংগ্রেসের টুইটারে দিদির সুরক্ষা কবচ নিয়ে একটি টুইট দেখা যাচ্ছে ৷ তাতে লেখা হয়েছে, "বাংলার প্রতিটি অধিবাসী জন্য দিদির সুরক্ষা কবচ একটা বিশাল প্রচেষ্টা ৷ তাদের বয়স, লিঙ্গ, জাত বা ধর্ম যাই হোক না কেন ৷ তাদের প্রাথমিক প্রয়োজনকে সুরক্ষিত করায় দায়বদ্ধ দিদিরসুরক্ষাকবচ ৷ রাজ্যের সর্বত্র অভ্যন্তরীণ উন্নয়ন এবং কল্যাণমূলক কাজকর্মের প্রসারে দিদির দূতেরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে সচেতনতার বার্তা দিচ্ছেন ৷" তৃণমূল কংগ্রেসের লোগোর জায়গায় কালো রঙের 'ওয়াই' (Y) লেখা ৷ তবে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি না দিলেও মঙ্গলবার রাজনৈতিক দলটি দাবি করেছে যে, তাদের টুইটার হ্যান্ডেলটি 'কম্প্রোমাইজড' অর্থাৎ আপস করা হয়েছে ৷

গত বছর এপ্রিলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অফিসের (Chief Minister's Office, CMO) টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল ৷ হ্যাকাররা যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে টিউটোরিয়াল সংক্রান্ত পোস্ট করে, তখন বিষয়টি নজরে আসে ৷ তাতে লেখা হয়েছিল, "কী ভাবে আপনার বিএওয়াইসি/এমএওয়াইসিকে টুইটারে অ্যানিমেট করবেন ?" এর সঙ্গে ইউপিসিএমও-র প্রোফাইল ছবিটি বদলে তাতে একটি কার্টুন ছবি দেয় হ্যাকাররা ৷ এই অজ্ঞাতপরিচয় হ্যাকাররা ইউপি সিএমও-র অ্যাকাউন্টে পরপর কয়েকটি টুইট পোস্ট করতে থাকে ৷

আরও পড়ুন: প্রকাশ্যে ব্লুটুথ ব্যবহারে বাড়ছে বিপদ ! ব্লুবাগিংয়ের জালে তথ্যচুরি হ্যাকারদের

রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন (TMC Rajyasabha MP Derek O'Brien) জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেলের লোগো, ছবি পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখছে দল ৷ তিনি বলেন, "টুইটারের এই বিষয়টি যাঁরা ঠিক করেন, তাঁদের সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি ৷ তাঁরা আশ্বস্ত করেছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷"

কলকাতা, 28 ফেব্রুয়ারি: হ্যাক হয়েছে তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল ৷ দলের টুইটার হ্যান্ডেলের ছবি ও লোগো বদলে গিয়ে প্রাথমিক ভাবে তেমনটাই মনে হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নিজস্ব টুইটার হ্যাক করে তাতে নাম পরিবর্তন করা হয়েছে ৷ নতুন নাম দেখা যাচ্ছে 'যুগ ল্যাবস' (Yuga labs) ৷ নামের সঙ্গে সঙ্গে ডিসপ্লে ছবিও বদলেছে (The official Twitter handle of All India Trinamool Congress (TMC) appears to be hacked ) ৷

তৃণমূলের কংগ্রেসের টুইটারে দিদির সুরক্ষা কবচ নিয়ে একটি টুইট দেখা যাচ্ছে ৷ তাতে লেখা হয়েছে, "বাংলার প্রতিটি অধিবাসী জন্য দিদির সুরক্ষা কবচ একটা বিশাল প্রচেষ্টা ৷ তাদের বয়স, লিঙ্গ, জাত বা ধর্ম যাই হোক না কেন ৷ তাদের প্রাথমিক প্রয়োজনকে সুরক্ষিত করায় দায়বদ্ধ দিদিরসুরক্ষাকবচ ৷ রাজ্যের সর্বত্র অভ্যন্তরীণ উন্নয়ন এবং কল্যাণমূলক কাজকর্মের প্রসারে দিদির দূতেরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে সচেতনতার বার্তা দিচ্ছেন ৷" তৃণমূল কংগ্রেসের লোগোর জায়গায় কালো রঙের 'ওয়াই' (Y) লেখা ৷ তবে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি না দিলেও মঙ্গলবার রাজনৈতিক দলটি দাবি করেছে যে, তাদের টুইটার হ্যান্ডেলটি 'কম্প্রোমাইজড' অর্থাৎ আপস করা হয়েছে ৷

গত বছর এপ্রিলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অফিসের (Chief Minister's Office, CMO) টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল ৷ হ্যাকাররা যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে টিউটোরিয়াল সংক্রান্ত পোস্ট করে, তখন বিষয়টি নজরে আসে ৷ তাতে লেখা হয়েছিল, "কী ভাবে আপনার বিএওয়াইসি/এমএওয়াইসিকে টুইটারে অ্যানিমেট করবেন ?" এর সঙ্গে ইউপিসিএমও-র প্রোফাইল ছবিটি বদলে তাতে একটি কার্টুন ছবি দেয় হ্যাকাররা ৷ এই অজ্ঞাতপরিচয় হ্যাকাররা ইউপি সিএমও-র অ্যাকাউন্টে পরপর কয়েকটি টুইট পোস্ট করতে থাকে ৷

আরও পড়ুন: প্রকাশ্যে ব্লুটুথ ব্যবহারে বাড়ছে বিপদ ! ব্লুবাগিংয়ের জালে তথ্যচুরি হ্যাকারদের

রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন (TMC Rajyasabha MP Derek O'Brien) জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেলের লোগো, ছবি পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখছে দল ৷ তিনি বলেন, "টুইটারের এই বিষয়টি যাঁরা ঠিক করেন, তাঁদের সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি ৷ তাঁরা আশ্বস্ত করেছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷"

Last Updated : Feb 28, 2023, 9:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.