ETV Bharat / state

Odd-Even Rule for Bengal Schools: স্কুলের পঠন-পাঠনে রদবদল, জোড়-বিজোড়় নীতিতে চলবে ক্লাস - স্কুলের পঠন-পাঠনে রদবদল

সকাল 10টা বেজে 50 মিনিট থেকে সাড়ে 4টে পর্যন্ত ক্লাস চলবে ৷ তবে শনিবার কোনও ক্লাস হবে না ৷ স্কুলের বর্তমান পঠন-পাঠন প্রক্রিয়া কেমন চলছে, কোথাও কোনও সুপারিশ রয়েছে কি না, সে ব্যাপারে অভিভাবকদের মতামত নেওয়ার জন্য ওই দিনটিকে রাখা হয়েছে ৷

odd-even rule for now in Schools announces West Bengal Board of Secondary Education
পঠন-পাঠনে ফের রদবদল ।
author img

By

Published : Nov 21, 2021, 5:49 PM IST

কলকাতা, 21 নভেম্বর: স্কুলের পঠন-পাঠনে ফের রদবদল । করোনা পরিস্থিতিতে আপাতত জোড়-বিজোড় নীতি মেনে ক্লাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত স্কুলগুলিতে । অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সপ্তাহে দুই থেকে তিন দিন করেই স্কুলে সশরীরে হাজিরা দিতে হবে ৷

রবিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জোড়-বিজোড় পদ্ধতিতে স্কুল চালানোর কথা ঘোষণা করা হল ৷ তাতে বলা হয়েছে, তবে নবম এবং একাদশ শ্রেণির পড়ুয়াদের শুধু মঙ্গল এবং বৃহস্পতিবারই ক্লাসে আসতে হবে ৷ দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাসে আসতে হবে সোম, বুধ এবং শুক্রবার ৷

আরও পড়ুন: Kolkata Tram Future : নয়া রুটে আর ট্রাম নয়, ই-বাসে জোর ফিরহাদ হাকিমের

মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, সকাল 10টা বেজে 50 মিনিট থেকে সাড়ে 4টে পর্যন্ত ক্লাস চলবে ৷ তবে শনিবার কোনও ক্লাস হবে না ৷ স্কুলের বর্তমান পঠন-পাঠন প্রক্রিয়া কেমন চলছে, কোথাও কোনও সুপারিশ রয়েছে কি না, সে ব্যাপারে অভিভাবকদের মতামত নেওয়ার জন্য ওই দিনটিকে রাখা হয়েছে ৷

করোনার প্রকোপ কাটিয়ে গত সপ্তাহেই স্কুলের পঠন-পাঠন শুরু হয়েছে ৷ আপাতত মিশ্র প্রক্রিয়াতেই পঠন-পাঠন চলছে ৷ অর্থাৎ অভিভাবকদের সম্মতিতে যে সমস্ত পড়ুয়া সশরীরে স্কুলে আসতে পারছে, তারা যেমন স্কুলে ক্লাস করছে ৷ তেমনই বাড়িতে থেকে অনলাইন ক্লাসও করতে পারছে এখনই স্কুলে ফিরতে অনিচ্ছুক পড়ুয়ারা ৷

আরও পড়ুন: Crime : বেলেঘাটায় বাড়ির সামনে থেকে বৃ্দ্ধার মৃতদেহ উদ্ধার, মেয়ে-জামাইয়ের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ

কিন্তু এ ভাবে স্কুল চালুর এক সপ্তাহ কাটার আগেই, ফের রদবদল ৷ করোনার প্রকোপে এখনও যে ভাবে আক্রান্ত হয়ে চলেছেন মানুষ, রোগীমৃত্যুর ঘটনাও যে ভাবে ঘটে চলেছে, তার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে ৷

কলকাতা, 21 নভেম্বর: স্কুলের পঠন-পাঠনে ফের রদবদল । করোনা পরিস্থিতিতে আপাতত জোড়-বিজোড় নীতি মেনে ক্লাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত স্কুলগুলিতে । অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সপ্তাহে দুই থেকে তিন দিন করেই স্কুলে সশরীরে হাজিরা দিতে হবে ৷

রবিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জোড়-বিজোড় পদ্ধতিতে স্কুল চালানোর কথা ঘোষণা করা হল ৷ তাতে বলা হয়েছে, তবে নবম এবং একাদশ শ্রেণির পড়ুয়াদের শুধু মঙ্গল এবং বৃহস্পতিবারই ক্লাসে আসতে হবে ৷ দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাসে আসতে হবে সোম, বুধ এবং শুক্রবার ৷

আরও পড়ুন: Kolkata Tram Future : নয়া রুটে আর ট্রাম নয়, ই-বাসে জোর ফিরহাদ হাকিমের

মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, সকাল 10টা বেজে 50 মিনিট থেকে সাড়ে 4টে পর্যন্ত ক্লাস চলবে ৷ তবে শনিবার কোনও ক্লাস হবে না ৷ স্কুলের বর্তমান পঠন-পাঠন প্রক্রিয়া কেমন চলছে, কোথাও কোনও সুপারিশ রয়েছে কি না, সে ব্যাপারে অভিভাবকদের মতামত নেওয়ার জন্য ওই দিনটিকে রাখা হয়েছে ৷

করোনার প্রকোপ কাটিয়ে গত সপ্তাহেই স্কুলের পঠন-পাঠন শুরু হয়েছে ৷ আপাতত মিশ্র প্রক্রিয়াতেই পঠন-পাঠন চলছে ৷ অর্থাৎ অভিভাবকদের সম্মতিতে যে সমস্ত পড়ুয়া সশরীরে স্কুলে আসতে পারছে, তারা যেমন স্কুলে ক্লাস করছে ৷ তেমনই বাড়িতে থেকে অনলাইন ক্লাসও করতে পারছে এখনই স্কুলে ফিরতে অনিচ্ছুক পড়ুয়ারা ৷

আরও পড়ুন: Crime : বেলেঘাটায় বাড়ির সামনে থেকে বৃ্দ্ধার মৃতদেহ উদ্ধার, মেয়ে-জামাইয়ের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ

কিন্তু এ ভাবে স্কুল চালুর এক সপ্তাহ কাটার আগেই, ফের রদবদল ৷ করোনার প্রকোপে এখনও যে ভাবে আক্রান্ত হয়ে চলেছেন মানুষ, রোগীমৃত্যুর ঘটনাও যে ভাবে ঘটে চলেছে, তার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.