কলকাতা, 25 সেপ্টেম্বর: যাদবপুরে এক নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব যাদবপুরের গ্রিন পার্কে ৷ সেখানেই একটি ভাড়াবাড়িতে ওই ছাত্রী থাকতেন ৷ সেই ভাড়াবাড়ির ছাদে সোমবার সকালে ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ মৃতের নাম মল্লিকা দাস ৷ তিনি বাঁকুড়ার বাসিন্দা ৷ প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যার ঘটনা বলে মনে করছে ৷ কী কারণে মৃত্য়ু পুলিশ আপাতত সেটাই খতিয়ে দেখছে ৷
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, মল্লিকা ইএম বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে নার্সিংয়ের পড়ুয়া ছিলেন ৷ ফাইনালে ইয়ারে পড়ছিলেন তিনি ৷ পড়াশোনার সূত্রেই তিনি গ্রিন পার্কের ওই ভাড়াবাড়িতে থাকতেন ৷ তাঁর সঙ্গে আরও কয়েকজন মেয়েও থাকতেন ৷
সহ-আবাসিকদের দাবি, মল্লিকা অত্যন্ত হাসিখুশি মেয়ে ছিলেন । রবিবার রাতে খাওয়া পর্যন্ত খোশমেজাজেই ছিলেন ৷ খাওয়ার পর একটি ফোন আসে তাঁর । দীর্ঘক্ষণ ধরে ফোনে তিনি কথা বলেন । তারপরই মনমরা হয়ে যান । সোমবার সকালে ভাড়াবাড়ির ছাদে মল্লিকার ঝুলন্ত দেহ দেখতে পান সকলে ।
পুলিশকে সহ-আবাসিকরাই খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ৷ সহ-আবাসিকদের সঙ্গে কথা বলেন ৷ মৃতার পরিবারের সঙ্গেও পুলিশ যোগাযোগ করেছে ৷ রাতে কার সঙ্গে ফোনে কথা বলার পর মেয়েটি আচরণে বদল আসে, তা পুলিশ জানার চেষ্টা করছে ৷
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েনেই মর্মান্তিক পরিণতি হয়েছে মল্লিকার ৷ এই বিষয়টি নিশ্চিত হতে, সবদিক খতিয়ে দেখছে পুলিশ ৷ তদন্তকারীদের সূত্র থেকে জানা গিয়েছে, যাঁর সঙ্গে রাতে ফোনে কথা হয়েছিল মল্লিকার, তাঁর সঙ্গে পুলিশ কথা বলবে ৷ দু’জনের মধ্যে কী কথা হয়েছিল, সেটাই জানার চেষ্টা করবে পুলিশ ৷
আরও পড়ুন: ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু দক্ষিণ দমদমে, মৃতের সংখ্যা বেড়ে 7