ETV Bharat / state

গভীর রাতেও নার্সদের স্লোগান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভের হুঁশিয়ারি - Nurses show Protest in Kolkata

বহু বছর ধরে বেতন বৈষম্যের শিকার হয়ে চলেছেন এ রাজ্যের সরকারি নার্সরা । বৈষম্যের এই বঞ্চনা দূর করার দাবিতে অবস্থান-বিক্ষোভ শুরু করে 'নার্সেস ইউনিটি'। বেতন বৈষম্যের বিষয়টি দূর করার দাবিতে গত মাসে একটি মিছিলেও আয়োজন করেছিল নার্সদের এই সংগঠন ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Sep 12, 2019, 5:21 AM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর : দাবি পূরণ না হওয়া পর্যন্ত জারি থাকবে তাঁদের অবস্থান-বিক্ষোভ । বুধবার গভীর রাতে এমনই জানিয়েছেন নার্সরা । SSKM হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের সামনে বুধবার সকাল থেকে শুরু হয়েছে এই অবস্থান-বিক্ষোভ ।

বহু বছর ধরে বেতন বৈষম্যের শিকার হয়ে চলেছেন এ রাজ্যের সরকারি নার্সরা । বৈষম্যের এই বঞ্চনা দূর করার দাবিতে অবস্থান-বিক্ষোভ শুরু করে 'নার্সেস ইউনিটি'। বেতন বৈষম্যের বিষয়টি দূর করার দাবিতে গত মাসে একটি মিছিলেও আয়োজন করেছিল নার্সদের এই সংগঠন । NRS, মেডিকেল কলেজ থেকে এই মিছিল শুরু হওয়ার কথা ছিল । মিছিল শেষে এই সংগঠনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে স্মারকলিপি পেশ করার কথা ছিল । অভিযোগ ওঠে, এই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ । যে কারণে মিছিল হয়নি ।

এই অভিযোগকে কেন্দ্র করে সে দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত NRS-এর জরুরিবিভাগের কাছে অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছিলেন এই সংগঠনের সদস্যরা । অবশেষে, মুখ্যমন্ত্রী দপ্তরে স্মারকলিপি পেশ করার জন্য 'নার্সেস ইউনিটি'র কয়েকজন প্রতিনিধিকে ওই দিন নবান্নে নিয়ে গিয়েছিল পুলিশ । তখনই 'নার্সেস ইউনিটি'র তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, সাত দিনের মধ্যে তাদের দাবি নিয়ে প্রশাসন কথা না বললে কর্মবিরতির পথে যাওয়া হবে । প্রথমে দুই ঘণ্টার কর্মবিরতি । তার পরেও দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন ৷

কিন্তু, মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো ওই স্মারকলিপির কোনও উত্তর তাঁরা পাননি । এ কথা জানিয়ে নার্সেস ইউনিটের সহ সম্পাদক ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "3 সেপ্টেম্বর নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে আবার আমরা চিঠি দিয়েছিলাম । ওই দিন স্বাস্থ্য ভবনেও আমরা চিঠি দিয়েছি । জানিয়েছিলাম, বেতন বৈষম্যের সমাধানের জন্য প্রশাসন যদি সাত দিনের মধ্যে কথা না বলে, তা হলে বৃহত্তর আন্দোলনের পথে যাব । গত সোমবার সময়সীমা শেষ হয়েছে । এখনও কোনও উত্তর আসেনি । এই জন্য বুধবার সকাল থেকে রোগী পরিষেবা অব্যাহত রেখে এই অবস্থান-বিক্ষোভ শুরু ।" বুধবার গভীর রাতে তিনি বলেন, "দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান-বিক্ষোভ চলবে‌ ।"

'নার্সেস ইউনিটি'র সহ সম্পাদক বলেন, "বহু বছর ধরে বেতন বঞ্চনার শিকার আমরা । আগের সরকারের আমল থেকে এই বঞ্চনা চলছে । ডিপ্লোমা এবং ডিগ্রি, যাকে যে পদে নেওয়া হচ্ছে, সেই পদের জন্য উপযুক্ত বেতন কাঠামো চালু করতে হবে । আমাদের এই আন্দোলন বেতন বৃদ্ধির জন্য নয় । এটা বেতন বঞ্চনার বিরুদ্ধে ।" তিনি আরও জানান, বেতন বৈষম্য দূর করার দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ চললেও, অন্য একটি বিষয় মুখ্য হয়ে উঠেছে৷ কোন বিষয়? তিনি বলেন, "গত 26 অগাস্ট স্বাস্থ্য ভবনে পুলিশের কাছে নার্সরা আক্রান্ত হয়েছেন । এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তি চাইছি ।"

কলকাতা, 12 সেপ্টেম্বর : দাবি পূরণ না হওয়া পর্যন্ত জারি থাকবে তাঁদের অবস্থান-বিক্ষোভ । বুধবার গভীর রাতে এমনই জানিয়েছেন নার্সরা । SSKM হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের সামনে বুধবার সকাল থেকে শুরু হয়েছে এই অবস্থান-বিক্ষোভ ।

বহু বছর ধরে বেতন বৈষম্যের শিকার হয়ে চলেছেন এ রাজ্যের সরকারি নার্সরা । বৈষম্যের এই বঞ্চনা দূর করার দাবিতে অবস্থান-বিক্ষোভ শুরু করে 'নার্সেস ইউনিটি'। বেতন বৈষম্যের বিষয়টি দূর করার দাবিতে গত মাসে একটি মিছিলেও আয়োজন করেছিল নার্সদের এই সংগঠন । NRS, মেডিকেল কলেজ থেকে এই মিছিল শুরু হওয়ার কথা ছিল । মিছিল শেষে এই সংগঠনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে স্মারকলিপি পেশ করার কথা ছিল । অভিযোগ ওঠে, এই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ । যে কারণে মিছিল হয়নি ।

এই অভিযোগকে কেন্দ্র করে সে দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত NRS-এর জরুরিবিভাগের কাছে অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছিলেন এই সংগঠনের সদস্যরা । অবশেষে, মুখ্যমন্ত্রী দপ্তরে স্মারকলিপি পেশ করার জন্য 'নার্সেস ইউনিটি'র কয়েকজন প্রতিনিধিকে ওই দিন নবান্নে নিয়ে গিয়েছিল পুলিশ । তখনই 'নার্সেস ইউনিটি'র তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, সাত দিনের মধ্যে তাদের দাবি নিয়ে প্রশাসন কথা না বললে কর্মবিরতির পথে যাওয়া হবে । প্রথমে দুই ঘণ্টার কর্মবিরতি । তার পরেও দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন ৷

কিন্তু, মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো ওই স্মারকলিপির কোনও উত্তর তাঁরা পাননি । এ কথা জানিয়ে নার্সেস ইউনিটের সহ সম্পাদক ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "3 সেপ্টেম্বর নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে আবার আমরা চিঠি দিয়েছিলাম । ওই দিন স্বাস্থ্য ভবনেও আমরা চিঠি দিয়েছি । জানিয়েছিলাম, বেতন বৈষম্যের সমাধানের জন্য প্রশাসন যদি সাত দিনের মধ্যে কথা না বলে, তা হলে বৃহত্তর আন্দোলনের পথে যাব । গত সোমবার সময়সীমা শেষ হয়েছে । এখনও কোনও উত্তর আসেনি । এই জন্য বুধবার সকাল থেকে রোগী পরিষেবা অব্যাহত রেখে এই অবস্থান-বিক্ষোভ শুরু ।" বুধবার গভীর রাতে তিনি বলেন, "দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান-বিক্ষোভ চলবে‌ ।"

'নার্সেস ইউনিটি'র সহ সম্পাদক বলেন, "বহু বছর ধরে বেতন বঞ্চনার শিকার আমরা । আগের সরকারের আমল থেকে এই বঞ্চনা চলছে । ডিপ্লোমা এবং ডিগ্রি, যাকে যে পদে নেওয়া হচ্ছে, সেই পদের জন্য উপযুক্ত বেতন কাঠামো চালু করতে হবে । আমাদের এই আন্দোলন বেতন বৃদ্ধির জন্য নয় । এটা বেতন বঞ্চনার বিরুদ্ধে ।" তিনি আরও জানান, বেতন বৈষম্য দূর করার দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ চললেও, অন্য একটি বিষয় মুখ্য হয়ে উঠেছে৷ কোন বিষয়? তিনি বলেন, "গত 26 অগাস্ট স্বাস্থ্য ভবনে পুলিশের কাছে নার্সরা আক্রান্ত হয়েছেন । এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তি চাইছি ।"

Intro:কলকাতা, ১২ সেপ্টেম্বর: দাবি পূরণ না হওয়া পর্যন্ত জারি থাকবে তাঁদের অবস্থান-বিক্ষোভ। বুধবার গভীর রাতে এমনই জানিয়েছেন নার্সরা। SSKM হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের সামনে বুধবার সকাল থেকে শুরু হয়েছে এই অবস্থান-বিক্ষোভ। গভীর রাতেও চলছে নার্সদের দাবি আদায়ের স্লোগান।Body:বহু বছর ধরে বেতন বৈষম্যের শিকার হয়ে চলেছেন এ রাজ্যের সরকারি নার্সরা। বৈষম্যের এই বঞ্চনা দূর করার দাবিতে এই অবস্থান-বিক্ষোভ শুরু করেছে 'নার্সেস ইউনিটি'। এই বেতন বৈষম্যের বিষয়টি দূর করার দাবিতে গত ২৮ অগাস্ট একটি মিছিলের আয়োজন করেছিল নার্সদের এই সংগঠন। NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এই মিছিল শুরু হওয়ার কথা ছিল। মিছিল শেষে এই সংগঠনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে স্মারকলিপি পেশ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। অভিযোগ ওঠে, এই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। যে কারণে মিছিল হয়নি।

এই অভিযোগকে কেন্দ্র করে ওই দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত NRS-এর ইমারজেন্সির কাছে অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছিলেন এই সংগঠনের সদস্যরা। অবশেষে, মুখ্যমন্ত্রী দপ্তরের স্মারকলিপি পেশ করার জন্য 'নার্সেস ইউনিটি'র কয়েকজন প্রতিনিধিকে ওই দিন নবান্নে নিয়ে গিয়েছিল পুলিশ। ওই দিন 'নার্সেস ইউনিটি'র তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, পরবর্তী ৭ দিনের মধ্যে তাদের দাবির বিষয়টি নিয়ে প্রশাসন কথা না বললে কর্মবিরতির পথে যাওয়া হবে। প্রথমে দুই ঘণ্টার কর্মবিরতি পথে যাওয়া হবে। তার পরেও দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে।

এ দিকে, মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো ওই স্মারকলিপির কোনও উত্তর তাঁরা পাননি। এ কথা জানিয়ে নার্সেস ইউনিটের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "এর পরে গত ৩ সেপ্টেম্বর নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে আবার আমরা চিঠি দিয়েছি। ওই দিন স্বাস্থ্য ভবনেও আমরা চিঠি দিয়েছি। আমরা জানিয়েছিলাম, বেতন বৈষম্যের সমাধানের জন্য প্রশাসন যদি ৭ দিনের মধ্যে কথা না বলে, তা হলে বৃহত্তর আন্দোলনের পথে যাব। গত সোমবার ৭ দিনের সময় শেষ হয়েছে। এখনও কোনও উত্তর পাইনি। এই জন্য বুধবার সকাল থেকে রোগী পরিষেবা অব্যাহত রেখে আমরা এই অবস্থান শুরু করেছি।" বুধবার গভীর রাতে তিনি বলেন, "দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান-বিক্ষোভ চলবে‌।"
Conclusion:
'নার্সেস ইউনিটি'র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলেন, "বহু বছর ধরে আমরা বেতন বঞ্চনার শিকার। আগের সরকারের আমল থেকে এই বঞ্চনা চলছে। ডিপ্লোমা এবং ডিগ্রি, যাকে যে পদে নেওয়া হচ্ছে, সেই পদের জন্য উপযুক্ত বেতন স্কেল চালু করতে হবে। আমাদের এই আন্দোলন বেতন বৃদ্ধির জন্য নয়। এটা বেতন বঞ্চনার আন্দোলন। এই বঞ্চনা থেকে আমরা মুক্তি পেতে চাইছি।" একই সঙ্গে তিনি বলেন, "বেতন বৈষম্য দূর করার দাবি নিয়ে আমাদের এই অবস্থান বিক্ষোভ চললেও, অন্য একটি বিষয় মুখ্য হয়ে উঠেছে।" কোন বিষয়? তিনি বলেন, "গত ২৬ অগাস্ট স্বাস্থ্য ভবনে পুলিশের কাছে নার্সরা আক্রান্ত হয়েছেন। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তি চাইছি আমরা।"
_______

ভিস্যুয়াল:
wb_kol_03a_nurses_unity_agit_night_vis_7203421
গভীর রাতেও অবস্থান-বিক্ষোভ জারি





ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.