ETV Bharat / state

কলকাতা-সহ রাজ্যে বাড়ল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা

গোটা রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যার অধিকাংশই হল কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা এবং হুগলি জেলায় । ফলে এই জেলাগুলোতে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা দিনের পর দিন কমার বদলে বেড়েই চলেছে । যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসনও ।

নবান্ন
নবান্ন
author img

By

Published : May 14, 2020, 10:08 PM IST

কলকাতা, 14 মে : কলকাতা-সহ গোটা রাজ্যে বাড়ল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । কলকাতায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 326 থেকে বেড়ে হল 339 । উত্তর 24 পরগনায় কনটেনমেন্ট জোনের সংখ্যা 92 থেকে বেড়ে হল 109 ।

যত দিন যাচ্ছে ততই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । পাশাপাশি, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুসংখ্যাও । একই সঙ্গে বাড়ছে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । কলকাতা-সহ জেলাগুলিতে আবারও সংখ্যা বাড়ল কনটেনমেন্ট জ়োনের । দক্ষিণ 24 পরগনায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হল 30 । হাওড়ায় 76 । হুগলিতে 23 । নদিয়ায় 2 । পূর্ব বর্ধমানে 1 । পশ্চিম মেদিনীপুরে বর্তমানে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 6, কালিম্পঙে 2, জলপাইগুড়িতে 2, দার্জিলিঙেও ২ এবং উত্তর দিনাজপুরে 3 ।

প্রসঙ্গত, গোটা রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যার অধিকাংশই হল কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা এবং হুগলি জেলায় । ফলে এই জেলাগুলোতে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা দিনের পর দিন কমার বদলে বেড়েই চলেছে । যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসনও ।

কলকাতা, 14 মে : কলকাতা-সহ গোটা রাজ্যে বাড়ল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । কলকাতায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 326 থেকে বেড়ে হল 339 । উত্তর 24 পরগনায় কনটেনমেন্ট জোনের সংখ্যা 92 থেকে বেড়ে হল 109 ।

যত দিন যাচ্ছে ততই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । পাশাপাশি, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুসংখ্যাও । একই সঙ্গে বাড়ছে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । কলকাতা-সহ জেলাগুলিতে আবারও সংখ্যা বাড়ল কনটেনমেন্ট জ়োনের । দক্ষিণ 24 পরগনায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হল 30 । হাওড়ায় 76 । হুগলিতে 23 । নদিয়ায় 2 । পূর্ব বর্ধমানে 1 । পশ্চিম মেদিনীপুরে বর্তমানে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 6, কালিম্পঙে 2, জলপাইগুড়িতে 2, দার্জিলিঙেও ২ এবং উত্তর দিনাজপুরে 3 ।

প্রসঙ্গত, গোটা রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যার অধিকাংশই হল কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা এবং হুগলি জেলায় । ফলে এই জেলাগুলোতে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা দিনের পর দিন কমার বদলে বেড়েই চলেছে । যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসনও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.