কলকাতা, 9 ফেব্রুয়ারি: ছাত্র, যুব সংগঠনের পর এবার দলেও লক্ষণীয়ভাবে সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে বঙ্গ সিপিএম-এর । মাত্র এক বছরে প্রায় 40 শতাংশ সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর । 2021 সালে সিপিএম-এর প্রায় 7 হাজার সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছিল । 2022 শেষে সেই সংখ্যাটা প্রায় দশ হাজারে গিয়ে ঠেকেছে (CPM membership in West Bengal) ।
গত বছর সিপিএম-এর শেষ পার্টি কংগ্রেসে পেশ করা নথি অনুযায়ী, পশ্চিমবঙ্গে সিপিএম-এর সদস্য সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ 60 হাজার । চলতি বছরে সেই সংখ্যা 1 লক্ষ 70 হাজার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে । সূত্রে খবর, কোভিড অতিমারি পর্বে রেড ভলান্টিয়ার থেকে শুরু করে একাধিক কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষ সতস্ফুর্ত অংশগ্রহণ করেছিলেন । পরবর্তীতে তাঁদের বিভিন্ন দলীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয় । এছাড়াও দলের নিয়ম-শৃঙ্গলা মেনে অনেককে সদস্য পদ দেওয়া হয়েছে (West Bengal CPM) ৷
এই বিষয়ে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বক্তব্য,"নতুন এবং পুরনোদের সমন্বয় করে নতুনভাবে এগোতে চাইছি ।" সিপিএম রাজ্যজুড়ে প্রচার চালাচ্ছে । বিভিন্ন জেলায় সেইসব কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করছেন । বিভিন্ন অংশের মানুষ আসছেন । নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও নিজেদের হতাশা, বেকারত্বের কথা জানাচ্ছেন । সদস্য সংখ্যা বাড়ছে সিপিআইএমের যুব সংগঠনে ।"
আরও পড়ুন: 6 লক্ষ মানুষকে সরকারি পরিষেবা, হাওড়ায় 900 প্রকল্পের শিলান্যাস মমতার
তথ্য বলছে, রাজ্যে গত এক বছরে এক লাখের বেশি সদস্য সংখ্যা বেড়েছে সিপিএম-এর যুব সংগঠন ডিওয়াইএফআই'তে । গত তিন বছরে গড়ে এক লাখ করে সদস্য সংখ্যা বেড়েছে বলেই দাবি করেছেন সিপিএম-এর এই যুব সংগঠনের রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায় । সংগঠনের পরিসংখ্যান তুলে ধরে মীনাক্ষী মুখোপাধ্যায় জানিয়েছেন, ধারাবাহিকভাবে রাজ্যের জেলাগুলিতে কর্মশালা ও কর্মসূচি চলছে । পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত ও পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার শিক্ষা দেওয়া হচ্ছে । 2022 সালের শেষে দেখা যাচ্ছে মাত্র এক বছরে 1 লাখ 17 হাজার সদস্য সংখ্যা বেড়েছে । সব মিলিয়ে এই মুহূর্তে রাজ্যে ডিওয়াইএফআই সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 লাখ 3 হাজার 720 জনে । এই রিপোর্ট সংগঠনের কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়া হয়েছে ৷