কলকাতা, 10 অগস্ট: স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী মঙ্গলবার নর্থ-সাউথ বা ব্লু লাইনে সারাদিনে চলবে 188টি মেট্রো । অর্থাৎ সাধারণ দিনের তুলনায় 15 অগস্ট সারাদিনে কম সংখ্যক মেট্রো চলাচল করবে । আজ এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ । মোট 188টির মধ্যে 94টি আপ ও 94টি ডাউন মেট্রো চলাচল করবে । অন্যান্য দিনে নর্থ-সাউথ করিডোরে সারাদিনে চলে মোট 288টি পরিষেবা ।
পাশাপাশি ইস্ট-ওয়েস্ট করিডোরে অন্যান্য দিনে 100টি পরিষেবা চলে ৷ তবে স্বাধীনতা দিবসে সারাদিনে চলবে 90টি পরিষেবা । মোট সংখ্যার মধ্যে 45টি পূর্বের দিকে এবং 45টি পশ্চিমের দিকে পরিষেবা দেওয়া হবে ।
তবে ওই দিন পার্পল লাইন অর্থাৎ জোকা-তারাতলা অংশে পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ । যেহেতু ছুটির দিন, তাই বন্ধ থাকবে বহু অফিস । বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিও । তাই যাত্রীদের ভিড় অন্যান্য দিনের তুলনায় অনেক কম থাকবে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
15 আগস্ট নর্থ-সাউথ করিডোরে দিনের প্রথম পরিষেবা:
দমদম থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে । এর কোনও পরিবর্তন করা হয়নি।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে । কোনও পরিবর্তন করা হয়নি ।
দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:55 মিনিটে । কোনও পরিবর্তন হয়নি ।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 07:00 মিনিটে । কোনও পরিবর্তন করা হয়নি ।
আরও পড়ুন: ইতিহাস গড়ে গঙ্গার নীচ দিয়ে ছুটল রেক, মেট্রো রেলপথে জুড়ে গেল এপার-ওপার
15 আগস্ট নর্থ-সাউথ করিডোরে দিনের শেষ পরিষেবা:
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 21:28 মিনিটে । কোনও পরিবর্তন করা হয়নি ।
দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 21:40 মিনিটে । কোনও পরিবর্তন করা হয়নি ।
কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 21:40 মিনিটে । কোনও পরিবর্তন হয়নি ।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 21:30 মিনিটে । কোনও পরিবর্তন করা হয়নি ।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে দিনের প্রথম পরিষেবা:
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম পরিষেবা শুরু হবে সকাল 6.55 মিনিটে । কোনও পরিবর্তন করা হয়নি ।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের প্রথম পরিষেবা শুরু হবে সকাল 7টার সময় ।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে দিনের শেষ পরিষেবা:
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পরিষেবা রাত 9.35 মিনিটে । কোনও পরিবর্তন করা হয়নি ।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.40 মিনিটে । কোনও পরিবর্তন করা হয়নি ।