কলকাতা, 16 মে : কলকাতায় রেড জ়োনের সংখ্যা কমলেও, কমেনি কোরোনা আক্রান্তের সংখ্যা । আজ ফিরহাদ হাকিম বলেন, শহরে এখন বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকা থেকে কোরোনা সংক্রমণের ঘটনা উঠে আসছে । গতকাল ফিরহাদ হাকিম জানিয়েছিলেন কলকাতায় গ্রিন জ়োনের সংখ্যা বেড়েছে ।
আজ কলকাতা পৌরনিগমের কোরোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের রিভিউ বৈঠকের পর ফিরহাদ হাকিম জানান, এতদিন পর্যন্ত এক একটি এলাকা থেকে একাধিক কোরোনা সংক্রমণের ঘটনা উঠে আসছিল । তাই অনেক বেশি রেড জ়োন ছিল । এখনও কোরোনা সংক্রমণের ঘটনা উঠে আসছে ৷ তবে একটা জায়গা থেকে বহু জন আক্রান্ত হচ্ছে না । কলকাতার বিভিন্ন এলাকা থেকে বিচ্ছিন্নভাবে সংক্রমণের ঘটনা ধরা পড়ছে । গ্রিন জ়োনের সংখ্যা বেড়েছে , তার মানে এই নয় শহর কোরোনা প্রকোপ থেকে মুক্ত হয়েছে । যে কোনও মুহূর্তে গ্রিন জ়োন আবারও রেড জ়োনে পরিণত হতেই পারে ।
কলকাতা পৌরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান ফিরোজ আহমেদ জানিয়েছেন, যেহেতু মানুষ এখনও সঠিকভাবে সামাজিক দূরত্ব পালন করছে না ৷ তাই একটা জায়গায় সংক্রমণের ঘটনা না ঘটে বিচ্ছিন্নভাবে সংক্রমণের ঘটনা উঠে আসছে । নতুন করে বেহালা, চেতলা, খিদিরপুর, ভবানীপুরে সংক্রমণের ঘটনা ধরা পড়েছে । এই মুহূর্তে বস্তিতে সংক্রমণের সংখ্যা কমলেও বহুতল বাড়িগুলিতে বিচ্ছিন্নভাবে সংক্রমণের ঘটনা বেশি করে ধরা পড়ছে । তবে বস্তিগুলোতে সংক্রমণের সংখ্যা কমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে কলকাতা পৌরনিগমের । এবিষয়ে ফিরহাদ হাকিম বলেন, বস্তিগুলোতে সংক্রমণের ঘটনা কম হচ্ছে সেটা ভালো লক্ষণ । তবে সংখ্যা কমলেও এখনও বস্তিতে বা জনবসতি এলাকাগুলোতে সংক্রমণ হচ্ছে ।
পাশাপাশি আজ তিনি বলেন, বস্তি এলাকায় সংক্রমণ ঘটলে সেক্ষেত্রে হোম কোয়ারানটিন রাখা যায় না । কারণ তাদের নিজেদের জায়গা কম । এক্ষেত্রে রোগীর আত্মীয়-স্বজন ও আশেপাশের লোকদেরকে কোয়ারানটিন সেন্টারে রাখতে হয় । তাই বস্তিগুলো থেকে সংখ্যা কমলেই ভালো হয় ।