ETV Bharat / state

আলোচনার দরজা খুলছে ? কিছুটা হলেও নমনীয় দু'পক্ষ - Mamata Banerjee

আজ বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের কার্যনির্বাহী কমিটির বৈঠক বসেছিল । সেখানে উপস্থিত হতে দেখা যায় স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্রকে । সূত্রের খবর, সেই বৈঠকে রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনার বিষয়টি নিয়ে কথা হয় । তবে, কবে-কোথায় বৈঠক হবে সেই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি এখনও । নবান্ন বা রাজভবন কোথাও বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 16, 2019, 3:31 PM IST

কলকাতা, 16 জুন : কিছুটা হলেও ষষ্ঠদিনে হালকা মনে হচ্ছে বাতাস । রাজ্যের স্বাস্থ্য জট খোলার দরজা প্রাথমিকভাবে খুলছে বলে মনে করা হচ্ছে । কারণ, একদিকে সরকার পক্ষের কিছুটা হলেও নমনীয় মনোভাব প্রাকাশ্যে আসছে । অন্যদিকে, আলোচনার ব্যাপারে কিছুটা হলেও ইতিবাচক বলে মনে হচ্ছে জুনিয়র ডাক্তারদের ।

আজ বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের কার্যনির্বাহী কমিটির বৈঠক বসেছিল । সেখানে উপস্থিত হতে দেখা যায় স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্রকে । সূত্রের খবর, সেই বৈঠকে রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনার বিষয়টি নিয়ে কথা হয় । তবে, কবে-কোথায় বৈঠক হবে সেই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি এখনও । নবান্ন বা রাজভবন কোথাও বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে ।

আজ কার্যনির্বাহী কমিটির বৈঠকের পাশাপাশি রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকদের । অন্যদিকে, রাজ্য প্রশাসনের তরফেও নমনীয় মনোভাবের আশ্বাস মিলেছে । গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা যেন আলোচনায় বসেন । সেইজন্য তিনি অপেক্ষাও করছিলেন । যদিও মুখ্যমন্ত্রীর প্রস্তাব এখনও পর্যন্ত বারবার ফিরিয়েছেন বিক্ষোভরত চিকিৎসকরা ।

আগামীকাল দেশজুড়ে চিকিৎসক ধর্মঘট । স্বাভাবিকভাবে, চিকিৎসরা পরিষেবা স্তব্ধ হওয়ার আশঙ্কা রয়েছে । যদি, রাজ্য প্রাশাসন এবং জুনিয়র ডাক্তাররা আলোচনায় বসেন তাহলেও আগামীকাল পরিস্থিতি স্বাভাবিক হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে ।

কলকাতা, 16 জুন : কিছুটা হলেও ষষ্ঠদিনে হালকা মনে হচ্ছে বাতাস । রাজ্যের স্বাস্থ্য জট খোলার দরজা প্রাথমিকভাবে খুলছে বলে মনে করা হচ্ছে । কারণ, একদিকে সরকার পক্ষের কিছুটা হলেও নমনীয় মনোভাব প্রাকাশ্যে আসছে । অন্যদিকে, আলোচনার ব্যাপারে কিছুটা হলেও ইতিবাচক বলে মনে হচ্ছে জুনিয়র ডাক্তারদের ।

আজ বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের কার্যনির্বাহী কমিটির বৈঠক বসেছিল । সেখানে উপস্থিত হতে দেখা যায় স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্রকে । সূত্রের খবর, সেই বৈঠকে রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনার বিষয়টি নিয়ে কথা হয় । তবে, কবে-কোথায় বৈঠক হবে সেই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি এখনও । নবান্ন বা রাজভবন কোথাও বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে ।

আজ কার্যনির্বাহী কমিটির বৈঠকের পাশাপাশি রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকদের । অন্যদিকে, রাজ্য প্রশাসনের তরফেও নমনীয় মনোভাবের আশ্বাস মিলেছে । গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা যেন আলোচনায় বসেন । সেইজন্য তিনি অপেক্ষাও করছিলেন । যদিও মুখ্যমন্ত্রীর প্রস্তাব এখনও পর্যন্ত বারবার ফিরিয়েছেন বিক্ষোভরত চিকিৎসকরা ।

আগামীকাল দেশজুড়ে চিকিৎসক ধর্মঘট । স্বাভাবিকভাবে, চিকিৎসরা পরিষেবা স্তব্ধ হওয়ার আশঙ্কা রয়েছে । যদি, রাজ্য প্রাশাসন এবং জুনিয়র ডাক্তাররা আলোচনায় বসেন তাহলেও আগামীকাল পরিস্থিতি স্বাভাবিক হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে ।

Madurai (TN), June 12 (ANI): Classrooms at Madurai's Higher Secondary School have been designed differently to attract admissions. The classrooms have been artistically designed like train compartments. The school is located at Meenakshi Bazaar near Madurai Railway Station. This school has been functioning for over 150 years comprising of more than 2000 students. It also has a primary section consisting of more than 100 students. This conceptualized train is directed towards Madurai from Chennai.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.