ETV Bharat / state

চিঠি পাইনি, বলছেন জুনিয়র ডাক্তাররা - doctor strike

চিঠি পাইনি, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে । অভিযোগ ডাক্তারদের ।

nrs
author img

By

Published : Jun 17, 2019, 12:18 PM IST

Updated : Jun 17, 2019, 3:10 PM IST

কলকাতা, 17 জুন : মুখ্যমন্ত্রীর ইচ্ছামতো যেকোনও জায়গায় লাইভ মিডিয়ার সামনে বৈঠকে বসতে চাইছেন আন্দোলনরত ডাক্তাররা । আজ সাংবাদিক বৈঠকে একথা জানান তাঁরা । যদিও স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন আমন্ত্রণপত্র পৌঁছেছে ।

স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আজ বিকেল তিনটের সময় বৈঠক হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের । যদিও সেই বৈঠক নিয়ে তাঁদের সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন ডাক্তাররা । তাঁরা বলেন, "আজ বিকেল তিনটের বৈঠকের বিষয়ে সরকারিভাবে কোনও আমন্ত্রণপত্র পাইনি । সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা রটানো হচ্ছে ।"

সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তাররা বলেন, "এই অচলাবস্থার সবথেকে বড় শিকার সাধারণ মানুষ । তাই সাধারণ মানুষের সম্পূর্ণ অধিকার রয়েছে কী আলোচনা হচ্ছে, তা দেখার এবং শোনার । মুখ্যমন্ত্রীর ইচ্ছামতো যে কোনও জায়গায় এই আলোচনা মিডিয়ার সামনে হোক । প্রতিটি মেডিকেল কলেজ থেকে পর্যাপ্ত সংখ্যক প্রতিনিধি থাকবেন ।"

একইসঙ্গে আন্দোলনরকারীরা জানিয়েছেন, আলোচনায় বসতে চান তাঁরা । জনস্বার্থে যত দ্রুত সম্ভব অচলাবস্থার অবসান করুন মুখ্যমন্ত্রী । সূত্রের খবর, আন্দোলনরতদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে । একপক্ষ চাইছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসা হোক নবান্নে । অন্যপক্ষ চাইছে, আলোচনা হোক লাইভ মিডিয়ার সামনে । সূত্রের খবর, যা চাইছে না প্রশাসন ।

কলকাতা, 17 জুন : মুখ্যমন্ত্রীর ইচ্ছামতো যেকোনও জায়গায় লাইভ মিডিয়ার সামনে বৈঠকে বসতে চাইছেন আন্দোলনরত ডাক্তাররা । আজ সাংবাদিক বৈঠকে একথা জানান তাঁরা । যদিও স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন আমন্ত্রণপত্র পৌঁছেছে ।

স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আজ বিকেল তিনটের সময় বৈঠক হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের । যদিও সেই বৈঠক নিয়ে তাঁদের সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন ডাক্তাররা । তাঁরা বলেন, "আজ বিকেল তিনটের বৈঠকের বিষয়ে সরকারিভাবে কোনও আমন্ত্রণপত্র পাইনি । সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা রটানো হচ্ছে ।"

সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তাররা বলেন, "এই অচলাবস্থার সবথেকে বড় শিকার সাধারণ মানুষ । তাই সাধারণ মানুষের সম্পূর্ণ অধিকার রয়েছে কী আলোচনা হচ্ছে, তা দেখার এবং শোনার । মুখ্যমন্ত্রীর ইচ্ছামতো যে কোনও জায়গায় এই আলোচনা মিডিয়ার সামনে হোক । প্রতিটি মেডিকেল কলেজ থেকে পর্যাপ্ত সংখ্যক প্রতিনিধি থাকবেন ।"

একইসঙ্গে আন্দোলনরকারীরা জানিয়েছেন, আলোচনায় বসতে চান তাঁরা । জনস্বার্থে যত দ্রুত সম্ভব অচলাবস্থার অবসান করুন মুখ্যমন্ত্রী । সূত্রের খবর, আন্দোলনরতদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে । একপক্ষ চাইছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসা হোক নবান্নে । অন্যপক্ষ চাইছে, আলোচনা হোক লাইভ মিডিয়ার সামনে । সূত্রের খবর, যা চাইছে না প্রশাসন ।

Intro:কলকাতা, ১৭ জুন: মুখ্যমন্ত্রীর ইচ্ছামতো যে কোনও জায়গায় লাইভ মিডিয়ার সামনে মিটিংয়ে বসতে চাইছেন আন্দোলনরত ডাক্তাররা। সোমবার সকালে সংবাদমাধ্যমকে এমনই জানানো হয়েছে। একইসঙ্গে আন্দোলনরতদের তরফে জানানো হয়েছে, সোমবার বিকাল তিনটার সময় যে মিটিং হওয়ার কথা বলা হচ্ছে, সেই মিটিংয়ের বিষয়ে আন্দোলনরতদের কাছে অফিশিয়াল ইনভিটেশন আসেনি। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা হচ্ছে বলে দাবি আন্দোলনরতদের। Body:সোমবার সকালে আন্দোলনরত ডাক্তাররা সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁরা মনে করেন, এই অচলাবস্থার সবথেকে বড় শিকার সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষের সম্পূর্ণ অধিকার রয়েছে কী আলোচনা হচ্ছে, তা দেখার এবং শোনার। মুখ্যমন্ত্রীর ইচ্ছামতো যে কোনও জায়গায় এই আলোচনা লাইভ মিডিয়ার সামনে হোক। প্রতিটি মেডিকেল কলেজ থেকে পর্যাপ্ত সংখ্যক প্রতিনিধি থাকবেন।
সংবাদমাধ্যমে বারবার যেটা দেখানো হচ্ছে, সোমবার বিকেল তিনটে নাগাদ নবান্নে বৈঠকের সম্ভাবনা আছে, এরকম কোনও প্রেস বিবৃতি বা অফিশিয়াল ইনভিটেশন পাননি তাঁরা। এটা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা বলে দাবি করেছেন আন্দোলনরত।
Conclusion:একইসঙ্গে আন্দোলনরতরা জানিয়েছেন, আলোচনায় বসতে চান তাঁরা। জনস্বার্থে যত দ্রুত সম্ভব অচলাবস্থার অবসান করুন মুখ্যমন্ত্রী, এই আর্জি জানিয়েছেন তাঁরা। সূত্রের খবর, আন্দোলনরতদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে। একপক্ষ চাইছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসা হোক নবান্নে, যেখানে চাইছেন মুখ্যমন্ত্রী। অন্য পক্ষ চাইছে, আলোচনা হোক মুখ্যমন্ত্রী যেখানে চাইবেন সেখানে। তবে তা হোক লাইভ মিডিয়ার সামনে। এই মিটিংয়ে যাতে ভিডিওগ্রাফি করা যায় আন্দোলনরতদের তরফে, রবিবার এই দাবি জানানো হয়েছিল। বলা হয়েছিল, মিটিংয়ে কী হবে তা ভিডিওগ্রাফি করে রাখতে চাইছেন আন্দোলনরতরা। যাতে ভবিষ্যতে কোনও ভুল বোঝাবুঝি না হয়। এই ভিডিওগ্রাফি আন্দোলনরত ডাক্তারদের কোনও প্রতিনিধি করতে পারেন অথবা মিডিয়া। এই প্রস্তাবের বিষয়ে স্বাস্থ্য দপ্তরের তরফ এখনো পর্যন্ত কোনও উত্তর আসেনি বলে জানা গিয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, সোমবার বিকালে একটি মিটিং হওয়ার কথা কিন্তু সেই মিটিং-এ আন্দোলনরত থাকবেন কি না তা বোঝা যাচ্ছে না।

______


বাইট:
wb_kol_june 17 nrs bt_7203421
_____
Last Updated : Jun 17, 2019, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.