ETV Bharat / state

বৃষ্টি ভিলেন হয়ে উঠেছে কুমোর পাড়ায় - Now Rain is becoming the main villain of spoil the Durgapuja, artist and Pandal Associations are in trouble

ঢাকে কাঠি পড়ে গেছে । কুমোরপাড়ায় চরম ব্যস্ততা । শিল্পীরা তুলির টানে ব্যস্ত । তবে, লাগাতার বৃষ্টিতে ক্ষতি হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি । বৃষ্টিতে অনেক প্রতিমার রঙ ধুয়ে গেছে, ভিজে গেছে প্রতিমার বিভিন্ন অংশও । সমস্যায় মৃৎ শিল্পীরা ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Sep 29, 2019, 3:18 PM IST

Updated : Sep 29, 2019, 3:25 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর : বৃষ্টিই এখন মহিষাসুর কুমোরটুলির মৃৎ শিল্পীদের কাছে ।

ঢাকে কাঠি পড়ে গেছে । কুমোরপাড়ায় চরম ব্যস্ততা । শিল্পীরা তুলির টানে ব্যস্ত । ইতিমধ্যেই কিছু কিছু প্রতিমা যেতে শুরু করেছে প্যান্ডেলে । কিন্তু, অবিরাম বৃষ্টি সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে প্রতিমা শিল্পীদের কাছে । জায়গার অভাবে রাস্তায় উপরই বড় প্রতিমা তৈরি করতে হয় মৃৎ শিল্পীদের । লাগাতার বৃষ্টিতে ক্ষতি হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি । বৃষ্টিতে অনেক প্রতিমার রঙ ধুয়ে গেছে, ভিজে গেছে প্রতিমার বিভিন্ন অংশও ।

আর এতেই মাথায় হাত পড়েছে শিল্পীদের । কীভাবে সময় মতো উদ্যোক্তাদের হাতে প্রতিমা তুলে দেবেন তা নিয়েই চিন্তায় শিল্পীরা । পুজোর বাকি মাত্র আর ক'দিন বাকি, এখন অনেক কাজ বাকি আছে । এখানেই এই বৃষ্টি আরও সমস্যা তৈরি করছে । বৃষ্টির জন্য পুজো উদ্যোক্তারা প্রতিমা নিয়ে যেতে পারছে না । রাস্তার ধারে প্লাস্টিক জড়িয়ে রাখতে হচ্ছে প্রতিমা । বৃষ্টিতে রাস্তায় রাখা প্রতিমার হচ্ছে । কখনও রঙ ধুয়ে যাচ্ছে, কখনও প্রতিমা গলে যাচ্ছে বৃষ্টির জলে । শিল্পীরা জানাচ্ছেন, প্লাস্টিক এখন একমাত্র ভরসা । অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করতে কুমোরটুলির শিল্পীদের । শেষ মুহূর্তে অনেক কাজ বাকি । অসম্পূর্ণ কাজ শেষ করবেন নাকি তৈরি হয়ে যাওয়া তৈরি প্রতিমাকে রক্ষা করবেন-- এটাই এখন বড় চিন্তা ৷

রাত জেগে নিজেদের তৈরি ক‍রা প্রতিমা রক্ষা করছেন শিল্পীরা । এতদিন যারা প্রতিমা নিয়ে যেতে পারেননি আজ তাঁরা প্লাস্টিককে জড়িয়ে কিছু কিছু করে প্রতিমা নিয়ে যাচ্ছেন ।

কলকাতা, 29 সেপ্টেম্বর : বৃষ্টিই এখন মহিষাসুর কুমোরটুলির মৃৎ শিল্পীদের কাছে ।

ঢাকে কাঠি পড়ে গেছে । কুমোরপাড়ায় চরম ব্যস্ততা । শিল্পীরা তুলির টানে ব্যস্ত । ইতিমধ্যেই কিছু কিছু প্রতিমা যেতে শুরু করেছে প্যান্ডেলে । কিন্তু, অবিরাম বৃষ্টি সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে প্রতিমা শিল্পীদের কাছে । জায়গার অভাবে রাস্তায় উপরই বড় প্রতিমা তৈরি করতে হয় মৃৎ শিল্পীদের । লাগাতার বৃষ্টিতে ক্ষতি হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি । বৃষ্টিতে অনেক প্রতিমার রঙ ধুয়ে গেছে, ভিজে গেছে প্রতিমার বিভিন্ন অংশও ।

আর এতেই মাথায় হাত পড়েছে শিল্পীদের । কীভাবে সময় মতো উদ্যোক্তাদের হাতে প্রতিমা তুলে দেবেন তা নিয়েই চিন্তায় শিল্পীরা । পুজোর বাকি মাত্র আর ক'দিন বাকি, এখন অনেক কাজ বাকি আছে । এখানেই এই বৃষ্টি আরও সমস্যা তৈরি করছে । বৃষ্টির জন্য পুজো উদ্যোক্তারা প্রতিমা নিয়ে যেতে পারছে না । রাস্তার ধারে প্লাস্টিক জড়িয়ে রাখতে হচ্ছে প্রতিমা । বৃষ্টিতে রাস্তায় রাখা প্রতিমার হচ্ছে । কখনও রঙ ধুয়ে যাচ্ছে, কখনও প্রতিমা গলে যাচ্ছে বৃষ্টির জলে । শিল্পীরা জানাচ্ছেন, প্লাস্টিক এখন একমাত্র ভরসা । অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করতে কুমোরটুলির শিল্পীদের । শেষ মুহূর্তে অনেক কাজ বাকি । অসম্পূর্ণ কাজ শেষ করবেন নাকি তৈরি হয়ে যাওয়া তৈরি প্রতিমাকে রক্ষা করবেন-- এটাই এখন বড় চিন্তা ৷

রাত জেগে নিজেদের তৈরি ক‍রা প্রতিমা রক্ষা করছেন শিল্পীরা । এতদিন যারা প্রতিমা নিয়ে যেতে পারেননি আজ তাঁরা প্লাস্টিককে জড়িয়ে কিছু কিছু করে প্রতিমা নিয়ে যাচ্ছেন ।

Intro:বৃষ্টি এখন মহিষাসুর কুমারটুলির মৃৎশিল্পীদের কাছে। ঢাকে কাঠি পড়ে গেছে। কুমোরটুলি জুড়ে চরম ব্যস্ততা। শিল্পীরা তুলির টানে ব্যস্ত। ইতিমধ্যেই কিছু কিছু প্রতিমা যেতে শুরু করেছে মন্ডপে মন্ডপে। সেইখানে এই অবিরাম বৃষ্টি সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে প্রতিমা শিল্পীদের কাছে। জায়গার অভাবে রাস্তায় ফেলে বড় প্রতিমা তৈরি করতে হয় মৃৎশিল্পীদের। লাগাতার বৃষ্টিতে ক্ষতি হচ্ছে শেষ মুহূর্তে। বৃষ্টিতে কুমারটুলি অনেক প্রতিমার রঙ ধুয়ে গেছে, বৃষ্টিতে ভিজে গেলে গেছে প্রতিমার বিভিন্ন অংশ।


Body:আর এতেই মাথায় হাত পড়েছে মৃৎশিল্পীদের। কিভাবে সময় মত উদ্যোক্তাদের হাতে প্রতিমা তুলে দেবেন তা নিয়েই সমস্যায় পরছেন শিল্পীরা।পুজোর বাকি মাত্র আর কদিন বাকি, এখন অনেক কাজ পরে আছে। এখানেই এই বৃষ্টি আরো সমস্যা তৈরী করছে। বৃষ্টির জন‍্য পুজো উদ‍্যোক্তারা প্রতিমা নিয়ে যেতে পারছে না। রাস্তার ধারে প্লাস্টিকে মুরে রাখতে হচ্ছে প্রতিমা। বৃষ্টিতে রাস্তায় রাখা প্রতিমা ক্ষতিগ্রস্ত হচ্ছে।কখন রঙ ধুয়ে যাচ্ছে , কখন প্রতিমা গলে যাচ্ছে বৃষ্টির জলে। শিল্পী রা জানিয়েছেন প্লাস্টিক এখন একমাত্ৰ ভরসা।অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করতে কুমার টুলির শিল্পীদের। এর মধ্যেই ই বৃষ্টি সমস্যা অনেকেই বারিয়ে দেয়েছে।শিল্পী রা জানিয়েছেন শেষ মূহুর্ত্তের অনেক কাজ বাকি । অসম্পূর্ণ কাজ শেষ করবেন নাকি তৈরি হয়ে যাওয়া সম্পূর্ন প্রতিমাকে রক্ষা করবেন। রাতে এই আতঙ্কে ঘুম চলে গেছে শিল্পীদের।


Conclusion:রাত জেগে নিজেদের তৈরি ক‍রা প্রতিমা রক্ষা করছেন শিল্পীরা।আজ বেলা বারার সঙে বৃষ্টি পরিমান কমেছে।এতদিন যারা প্রতিমা নিয়ে যেতে পারেন নি আজ তারা প্লাস্টিক কে মুরে কিছু কিছু করে প্রতিমা নিয়ে যাচ্ছেন। প্লাস্টিক এখন ভরসা পুজো উদ্যোক্তারাও বড় বড় প্লাস্টিকের প্রতিমা মুড়ে নিয়ে যাচ্ছেন মন্ডপে। এই অসুরি বৃষ্টির হাত থেকে রক্ষা করতে পারেন একমাত্র মা স্বয়ং এটাই এখন প্রার্থনা উদ্যোক্তা থেকে শিল্পীদের কাছে।
Last Updated : Sep 29, 2019, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.