ETV Bharat / state

West Bengal Police: এক ক্লিকেই এবার খোঁজ মিলবে দাবিদারহীন দেহ ও নিখোঁজ ব্যক্তির - unwanted dead body

নাগরিক সুবিধার্থে বিশেষ পরিষেবা (WB Police Started a New Portal) ৷ এক ক্লিকেই জানা যাবে নিখোঁজ ব্যক্তির পরিচয় কিংবা দাবিদারহীন দেহের বিস্তারিত তথ্য় ৷ রাজ্য পুলিশের একটি বিশেষ অ্যাপের মাধ্যমেই সাধারণ মানুষ এই সম্পর্কিত সমস্ত তথ্য জানতে পারবেন ৷

West Bengal Police
রাজ্য পুলিশের নতুন অ্যাপ
author img

By

Published : Feb 7, 2023, 10:13 AM IST

Updated : Feb 7, 2023, 12:40 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: এবার এক ক্লিকে হারিয়ে যাওয়া ব্যক্তির ছবি-সহ পরিচয়পত্র এবং দাবিদারহীন দেহের ছবি ও পরিচয়-সহ যাবতীয় তথ্য মিলবে সহজেই (West Bengal Police) ৷ একটি বিশেষ অ্যাপের মাধ্যমে এই তথ্য জানতে পারবেন নাগরিকরা ৷ রাজ্য পুলিশের তরফে মঙ্গলবার উদ্বোধন করা হবে একটি বিশেষ অ্যাপের । উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন রাজ্য পুলিশের উচ্চপদ আধিকারিকরা এবং রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ।

জানা গিয়েছে, রাজ্যে হারিয়ে যাওয়া বা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তি থেকে শুরু করে অজ্ঞাত পরিচয় কোনও ব্যক্তির দেহ উদ্ধার হলে তার পরিচয় জানতে কাল ঘাম ছুটে যায় স্থানীয় প্রশাসনের । অনেক ক্ষেত্রেই মাসের পর মাস বিভিন্ন মর্গে পড়ে থাকে দাবিদারহীন দেহ । হারিয়ে যাওয়া ব্যক্তিদের খুঁজে এনে পরিবারের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয় প্রশাসনকে । আবার দেখা যায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাগজপত্র স্থানীয় থানায় দীর্ঘদিন ধরে পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যায়, রেকর্ড না-থাকার ফলে জটিলতা সৃষ্টি হয় বিভিন্ন ক্ষেত্রে । নতুন এই পোর্টাল চালু হলে এক্ষেত্রে যেমন রাজ্য পুলিশের অন্তর্গত প্রতিটি থানা এবং জেলা পুলিশ থেকে শুরু করে কমিশনারেটগুলির সুবিধা হবে, ঠিক সেইরকমই সাধারণ মানুষ চাইলেও ওই অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারবেন ।

কোনও অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হলে সঙ্গে সঙ্গে তার ছবি এবং তাঁর দেহ কোথা থেকে উদ্ধার হচ্ছে সেই সম্পর্কিত যাবতীয় তথ্য সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে তুলে দেওয়া হবে থানার পক্ষ থেকে । পুলিশ সূত্রের খবর, এই অ্যাপের মাধ্যমে অন্যান্য থানা গুলিতেও একসঙ্গে বার্তা পৌঁছে যাবে । শুধু বেওয়ারিশ দেহ নয়, রাজ্যজুড়ে যে সকল ব্যক্তি আচমকাই নিখোঁজ হয়ে যায় বা যাদের সন্ধান মেলে না, তাদের ছবি-সহ এবং তারা কোনও জায়গা থেকে নিখোঁজ হয়েছেন তার বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে দেওয়া হবে ।

আরও পড়ুন: ধর্ষণ ও ব্ল্যাকমেলিং! কবাডি খেলোয়াড়ের কাঠগড়ায় কোচ

সম্প্রতি, বাগুইআটি এলাকার এক যুবক রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন । তার কিছু দিনের মধ্যেই উত্তর 24 পরগনার বসিরহাট এলাকা থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয় । কিন্তু শুধুমাত্র বসিরহাট জেলা পুলিশ এবং বিধান নগর কমিশনারেটের মধ্যে বার্তা আদান-প্রদানের গাফিলতির জন্য ওই যুবকের দেহ বেশ কয়েকদিন ধরে বেওয়ারিশ লাশের মত পড়ে থাকে মর্গে । সেই ঘটনা সামনে আসার পরেই তোলপাড় শুরু হয়ে যায় রাজ্যজুড়ে । অবশেষে স্থানীয় থানার অফিসার ইনচার্জকে বদলি করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে রাজ্য পুলিশ । অনেকেই মনে করছেন সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না-হয় তার জন্যই এবার রাজ্য পুলিশের তরফে এই বিশেষ এই অ্যাপ তৈরি করা হয়েছে ।

কলকাতা, 7 ফেব্রুয়ারি: এবার এক ক্লিকে হারিয়ে যাওয়া ব্যক্তির ছবি-সহ পরিচয়পত্র এবং দাবিদারহীন দেহের ছবি ও পরিচয়-সহ যাবতীয় তথ্য মিলবে সহজেই (West Bengal Police) ৷ একটি বিশেষ অ্যাপের মাধ্যমে এই তথ্য জানতে পারবেন নাগরিকরা ৷ রাজ্য পুলিশের তরফে মঙ্গলবার উদ্বোধন করা হবে একটি বিশেষ অ্যাপের । উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন রাজ্য পুলিশের উচ্চপদ আধিকারিকরা এবং রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ।

জানা গিয়েছে, রাজ্যে হারিয়ে যাওয়া বা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তি থেকে শুরু করে অজ্ঞাত পরিচয় কোনও ব্যক্তির দেহ উদ্ধার হলে তার পরিচয় জানতে কাল ঘাম ছুটে যায় স্থানীয় প্রশাসনের । অনেক ক্ষেত্রেই মাসের পর মাস বিভিন্ন মর্গে পড়ে থাকে দাবিদারহীন দেহ । হারিয়ে যাওয়া ব্যক্তিদের খুঁজে এনে পরিবারের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয় প্রশাসনকে । আবার দেখা যায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাগজপত্র স্থানীয় থানায় দীর্ঘদিন ধরে পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যায়, রেকর্ড না-থাকার ফলে জটিলতা সৃষ্টি হয় বিভিন্ন ক্ষেত্রে । নতুন এই পোর্টাল চালু হলে এক্ষেত্রে যেমন রাজ্য পুলিশের অন্তর্গত প্রতিটি থানা এবং জেলা পুলিশ থেকে শুরু করে কমিশনারেটগুলির সুবিধা হবে, ঠিক সেইরকমই সাধারণ মানুষ চাইলেও ওই অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারবেন ।

কোনও অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হলে সঙ্গে সঙ্গে তার ছবি এবং তাঁর দেহ কোথা থেকে উদ্ধার হচ্ছে সেই সম্পর্কিত যাবতীয় তথ্য সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে তুলে দেওয়া হবে থানার পক্ষ থেকে । পুলিশ সূত্রের খবর, এই অ্যাপের মাধ্যমে অন্যান্য থানা গুলিতেও একসঙ্গে বার্তা পৌঁছে যাবে । শুধু বেওয়ারিশ দেহ নয়, রাজ্যজুড়ে যে সকল ব্যক্তি আচমকাই নিখোঁজ হয়ে যায় বা যাদের সন্ধান মেলে না, তাদের ছবি-সহ এবং তারা কোনও জায়গা থেকে নিখোঁজ হয়েছেন তার বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে দেওয়া হবে ।

আরও পড়ুন: ধর্ষণ ও ব্ল্যাকমেলিং! কবাডি খেলোয়াড়ের কাঠগড়ায় কোচ

সম্প্রতি, বাগুইআটি এলাকার এক যুবক রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন । তার কিছু দিনের মধ্যেই উত্তর 24 পরগনার বসিরহাট এলাকা থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয় । কিন্তু শুধুমাত্র বসিরহাট জেলা পুলিশ এবং বিধান নগর কমিশনারেটের মধ্যে বার্তা আদান-প্রদানের গাফিলতির জন্য ওই যুবকের দেহ বেশ কয়েকদিন ধরে বেওয়ারিশ লাশের মত পড়ে থাকে মর্গে । সেই ঘটনা সামনে আসার পরেই তোলপাড় শুরু হয়ে যায় রাজ্যজুড়ে । অবশেষে স্থানীয় থানার অফিসার ইনচার্জকে বদলি করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে রাজ্য পুলিশ । অনেকেই মনে করছেন সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না-হয় তার জন্যই এবার রাজ্য পুলিশের তরফে এই বিশেষ এই অ্যাপ তৈরি করা হয়েছে ।

Last Updated : Feb 7, 2023, 12:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.