ETV Bharat / state

উত্তর কলকাতাতেও এবার চালু হচ্ছে সেফ হোম - উত্তর কলকাতাতে সেফ হোম

প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনা সংক্রমণ ৷ করোনার কামড় থেকে কলকাতাবাসীকে বাঁচাতে তৎপর কলকাতা পৌরনিগম ৷ এবার তারা উত্তর কলকাতাতেও চালু করল সেফ হোম ৷

safe home
safe home
author img

By

Published : May 5, 2021, 7:56 PM IST

কলকাতা , 5 মে : প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনা সংক্রমণ ৷ করোনার কামড় থেকে কলকাতাবাসীকে বাঁচাতে আরও তৎপর হল কলকাতা পৌরনিগম ৷ তাই এবার উত্তর কলকাতাতেও চালু হল সেফ হোম ৷ ইতিমধ্যেই পাইকপাড়ার একটি লেডিস হস্টেলকে পরিণত করা হয়েছে সেফ হোমে ৷

সেফ হোমের 75 টি ঘরে থাকবে একটি করে বেড । থাকবেন চিকিৎসক ও নার্স ৷ সেই সঙ্গে থাকবে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা থাকবেও ।

দক্ষিণ কলকাতাতে আগেই তৈরি হয়ে গিয়েছিল সেফ হোম ৷ কলকাতা পৌরনিগম উত্তীর্ণ, গীতাঞ্জলি স্টেডিয়াম ও রাজারহাটে তিনটি সেফহোম তৈরি করেছে। এবার সেই পথেই হাটল উত্তর কলকাতাও ৷

safe home
পৌরনিগমের প্রশাসন মন্ডলী সদস্য ও বিভাগীয় প্রধান অতীন ঘোষ

আরও পড়ুন : করোনা মোকাবিলায় মোদিকে চিঠি মমতার

চতুর্থ সেফ হোম টি তৈরি হল উত্তর কলকাতার কুড়ি নম্বর হরে কৃষ্ণ আবাসনের একটি লেডিস হস্টেলে । চলতি সপ্তাহ দিয়েই চালু করে দেওয়া হবে এই সেফহোম ৷

উত্তর কলকাতাতে সেফ হোম তৈরির পরিকল্পনা করছেন অতীন ঘোষ

পৌরনিগমের প্রশাসন মণ্ডলী সদস্য অতীন ঘোষ বললেন, '...এখন আমরা আরও কয়েকটি ছোটো ছোটো সেফ হোম তৈরি করার পরিকল্পনা করেছি ৷ তার মধ্যে একটি হল উত্তর কলকাতার হরে কৃষ্ণ লেনের একটি লেডিস হস্টেলে ৷ সেখানে 75 টি ঘরে আমরা বেডের ব্যবস্থা করছি সঙ্গে অক্সিজেন....মোটামুটি সিদ্ধান্ত হয়েছে যে আমরা আগামী দিন সাতেকের মধ্যে ওটাকে চালু করব ৷ '

কলকাতা , 5 মে : প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনা সংক্রমণ ৷ করোনার কামড় থেকে কলকাতাবাসীকে বাঁচাতে আরও তৎপর হল কলকাতা পৌরনিগম ৷ তাই এবার উত্তর কলকাতাতেও চালু হল সেফ হোম ৷ ইতিমধ্যেই পাইকপাড়ার একটি লেডিস হস্টেলকে পরিণত করা হয়েছে সেফ হোমে ৷

সেফ হোমের 75 টি ঘরে থাকবে একটি করে বেড । থাকবেন চিকিৎসক ও নার্স ৷ সেই সঙ্গে থাকবে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা থাকবেও ।

দক্ষিণ কলকাতাতে আগেই তৈরি হয়ে গিয়েছিল সেফ হোম ৷ কলকাতা পৌরনিগম উত্তীর্ণ, গীতাঞ্জলি স্টেডিয়াম ও রাজারহাটে তিনটি সেফহোম তৈরি করেছে। এবার সেই পথেই হাটল উত্তর কলকাতাও ৷

safe home
পৌরনিগমের প্রশাসন মন্ডলী সদস্য ও বিভাগীয় প্রধান অতীন ঘোষ

আরও পড়ুন : করোনা মোকাবিলায় মোদিকে চিঠি মমতার

চতুর্থ সেফ হোম টি তৈরি হল উত্তর কলকাতার কুড়ি নম্বর হরে কৃষ্ণ আবাসনের একটি লেডিস হস্টেলে । চলতি সপ্তাহ দিয়েই চালু করে দেওয়া হবে এই সেফহোম ৷

উত্তর কলকাতাতে সেফ হোম তৈরির পরিকল্পনা করছেন অতীন ঘোষ

পৌরনিগমের প্রশাসন মণ্ডলী সদস্য অতীন ঘোষ বললেন, '...এখন আমরা আরও কয়েকটি ছোটো ছোটো সেফ হোম তৈরি করার পরিকল্পনা করেছি ৷ তার মধ্যে একটি হল উত্তর কলকাতার হরে কৃষ্ণ লেনের একটি লেডিস হস্টেলে ৷ সেখানে 75 টি ঘরে আমরা বেডের ব্যবস্থা করছি সঙ্গে অক্সিজেন....মোটামুটি সিদ্ধান্ত হয়েছে যে আমরা আগামী দিন সাতেকের মধ্যে ওটাকে চালু করব ৷ '

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.