ETV Bharat / state

"কাজ নয়, এই মুহূর্তে বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে ভাবছে মেট্রোরেল" - Metro Rail

এই মুহূর্তে কাজ নিয়ে KMRCL ভাবছে না । আমরা এখন ওখানকার বাসিন্দাদের পুনর্বাসন দেওয়ার কথা ভাবছি । বললেন, "KMRCL-র চিফ ইঞ্জিনিয়র বিশ্বনাথ দিওয়ানজি ।"

ফাইল ফোটো
author img

By

Published : Sep 3, 2019, 3:24 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর : ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে৷ তার জেরে বৌবাজারে ধস নেমেছে 18 টি বাড়িতে ৷ KMRCL(কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড)-এর তরফে জানানো হয়েছে সয়েল টেস্টিং ঠিকঠাকই হয়েছিল । তবে জলের তোড়ে টানেলে বোরিং মেশিন কাজ করেনি । এবিষয়ে KMRCL-র চিফ ইঞ্জিনিয়র বিশ্বনাথ দিওয়ানজি বলেন, "কাজ কীভাবে এগোবে তা নিয়ে ভাবছি না । এই মুহূর্তে বাসিন্দাদের পুনর্বাসন দেওয়া নিয়ে চিন্তা-ভাবনা করছি ।

শনিবার রাত থেকে বউবাজারের একাধিক বাড়িতে ফাটল দেখা দেয় । ধসে পড়ে কয়েকটি বাড়ি । আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । জরুরি ভিত্তিতে খালি করে দেওয়া হয় বাড়িগুলি । বিশ্বনাথ দিওয়ানজি বলেন, "শনিবার থেকে এখনও পর্যন্ত আমরা গ্রাউটিং-এর কাজ চালিয়ে যাচ্ছি । এখনও পর্যন্ত কয়েকটি জায়গা থেকে কাদা জল বেরোচ্ছে । বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে । তাঁরা তাঁদের রিপোর্টও দিয়েছেন । যেখানে যেখানে নরম মাটি রয়েছে, সেই সব জায়গায় যাতে কোনও সমস্যা না দেখা দেয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ।"

এই সংক্রান্ত খবর : বউবাজারে ভেঙে পড়ল আরও একটি বাড়ি

বিশ্বনাথ দিওয়ানজি বলেন, "মাটি পরীক্ষার সময় ওই এলাকায় ভূগর্ভস্থ জলস্তরের সন্ধান মিলেছিল । তাই বাড়ির মালিকদের সতর্ক করা হয়েছিল । কিছু বাড়ি খালিও করে দেওয়া হয়েছিল । রবিবারের ঘটনাটা আকস্মিক । সেদিনের টানেল বোরিং মেশিনে যান্ত্রিক গোলযোগ ছিল না । প্রচণ্ড জলের চাপে শেষ মুহূর্তে টানেল বোরিং মেশিনের এই ধরণের দুর্ঘটনা এড়ানোর জন্য যে প্রযুক্তি থাকে তা বিকল হয়ে পড়ে । আপদকালীন পরিস্থিতি এড়ানোর জন্য যে ব্যবস্থা এই মেশিনে থাকে, তা কাজ করেনি ।
"

এই সংক্রান্ত খবর : মেট্রোর কাজে বাড়িতে ধস, কাল নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

ভবিষ্যতে মেট্রো রেল কোন পথে এগোবে, তা নিয়ে চিফ ইঞ্জিনিয়র বলেন, "এই মুহূর্তে কাজ নিয়ে KMRCL ভাবছে না । আমরা ওখানকার বাসিন্দাদের পুনর্বাসন দেওয়ার কথা ভাবছি । তবে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি । তাঁদের মতামত নিয়ে এবং আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করেই তারপর ভবিষ্যতে কোন পথে কাজ এগোবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।"

এই সংক্রান্ত খবর : "হোটেলের আরাম দরকার নেই, বাড়িতে থাকার ব্যবস্থা করুন" বলছে বউবাজারের ক্ষতিগ্রস্তরা

কলকাতা, 3 সেপ্টেম্বর : ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে৷ তার জেরে বৌবাজারে ধস নেমেছে 18 টি বাড়িতে ৷ KMRCL(কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড)-এর তরফে জানানো হয়েছে সয়েল টেস্টিং ঠিকঠাকই হয়েছিল । তবে জলের তোড়ে টানেলে বোরিং মেশিন কাজ করেনি । এবিষয়ে KMRCL-র চিফ ইঞ্জিনিয়র বিশ্বনাথ দিওয়ানজি বলেন, "কাজ কীভাবে এগোবে তা নিয়ে ভাবছি না । এই মুহূর্তে বাসিন্দাদের পুনর্বাসন দেওয়া নিয়ে চিন্তা-ভাবনা করছি ।

শনিবার রাত থেকে বউবাজারের একাধিক বাড়িতে ফাটল দেখা দেয় । ধসে পড়ে কয়েকটি বাড়ি । আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । জরুরি ভিত্তিতে খালি করে দেওয়া হয় বাড়িগুলি । বিশ্বনাথ দিওয়ানজি বলেন, "শনিবার থেকে এখনও পর্যন্ত আমরা গ্রাউটিং-এর কাজ চালিয়ে যাচ্ছি । এখনও পর্যন্ত কয়েকটি জায়গা থেকে কাদা জল বেরোচ্ছে । বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে । তাঁরা তাঁদের রিপোর্টও দিয়েছেন । যেখানে যেখানে নরম মাটি রয়েছে, সেই সব জায়গায় যাতে কোনও সমস্যা না দেখা দেয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ।"

এই সংক্রান্ত খবর : বউবাজারে ভেঙে পড়ল আরও একটি বাড়ি

বিশ্বনাথ দিওয়ানজি বলেন, "মাটি পরীক্ষার সময় ওই এলাকায় ভূগর্ভস্থ জলস্তরের সন্ধান মিলেছিল । তাই বাড়ির মালিকদের সতর্ক করা হয়েছিল । কিছু বাড়ি খালিও করে দেওয়া হয়েছিল । রবিবারের ঘটনাটা আকস্মিক । সেদিনের টানেল বোরিং মেশিনে যান্ত্রিক গোলযোগ ছিল না । প্রচণ্ড জলের চাপে শেষ মুহূর্তে টানেল বোরিং মেশিনের এই ধরণের দুর্ঘটনা এড়ানোর জন্য যে প্রযুক্তি থাকে তা বিকল হয়ে পড়ে । আপদকালীন পরিস্থিতি এড়ানোর জন্য যে ব্যবস্থা এই মেশিনে থাকে, তা কাজ করেনি ।
"

এই সংক্রান্ত খবর : মেট্রোর কাজে বাড়িতে ধস, কাল নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

ভবিষ্যতে মেট্রো রেল কোন পথে এগোবে, তা নিয়ে চিফ ইঞ্জিনিয়র বলেন, "এই মুহূর্তে কাজ নিয়ে KMRCL ভাবছে না । আমরা ওখানকার বাসিন্দাদের পুনর্বাসন দেওয়ার কথা ভাবছি । তবে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি । তাঁদের মতামত নিয়ে এবং আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করেই তারপর ভবিষ্যতে কোন পথে কাজ এগোবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।"

এই সংক্রান্ত খবর : "হোটেলের আরাম দরকার নেই, বাড়িতে থাকার ব্যবস্থা করুন" বলছে বউবাজারের ক্ষতিগ্রস্তরা

Intro:সোমবার ঘটনাস্থলে ঘুরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল পরিদর্শন করতে এসে তিনি বলেন বাড়ি ধসে পড়লেও এখানকার মানুষ যে প্রাণে বেঁচে গেছেন সেটাই অনেক বড় ব্যাপার। Body:অন্যদিকে কেএমআরসিএলএর তরফে জানানো হয়েছে যে সয়েল টেস্টিং ঠিকঠাক ভাবেই করা হয়েছিল। তবে অত্যাধিক জলের তোরের কারণে টানেল বোরিং মেশিন কাজ করতে পারেনি। তাই এই দুর্ঘটনা ঘটে যায়।

কে এম আর সি এল সংস্থার মুখ্য ইঞ্জিনিয়ার বিশ্বনাথ দিওয়াঞ্জি বলেন, "শনিবার থেকে এখনও পর্যন্ত আমরা গ্রাউটিং এর কাজ চালিয়ে চলেছি। এখনও বেশ কিছু জায়গা থেকে কাদা জল বেরোচ্ছে। এখনও পর্যন্ত 450 কিউবিক মিটার গ্রাউটিং হয়ে গেছে। এছাড়াও আমরা দেশের নাম করা সব বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছি। এদের মধ্যে বেশ কয়েকজন এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা তাদের রিপোর্ট আমাদের দিয়েছেন। পাশাপাশি বাকি নরম মাটি যেখান থেকে টানেল গেছে সেইসব জায়গাগুলিতে যাতে আর কোনরকম সমস্যা দেখা না দেয় সেই ব্যবস্থা মূলক কাজ চলছে।"

তিনি আরও বলেন, "সয়েল টেস্টিং এর সময় ওই অঞ্চলে অ্যাকুইফারের সন্ধান মিলেছিল। তাই আমরা ওখানকার বাড়িগুলিকে আগেই সতর্ক করে ছিলাম। কিছু বাড়ি খালি করে দেওয়া হয়েছিল। এভাবেই কাজের জন্য বাড়িগুলি খালি করতে করতেই আমরা আমাদের কাজ এহিয়া নিয়ে যাচ্ছিলাম। তবে রবিবার যে ঘটনাটা ঘটে গেল সেটা আচমকাই হয়েছে এরজন্য আমরা কেউই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না।"
"
বিশ্বনাথ দিয়ানজি বলেন সেদিনের টানেল বোরিং মেশিনে কোনরকম যান্ত্রিক গোলযোগ ছিল না। তবে সেদিন প্রচন্ড জলের চাপে শেষ মুহূর্তে টানেল বোরিং মেশিনের এই ধরণের দুর্ঘটনা এড়ানোর জন্য যে প্রযুক্তি থাকে তা বিকল হয়ে পড়ে। আপদকালীন পরিস্থিতি এড়ানোর জন্য যে ব্যবস্থা এই মেশিনে থাকে সেটি তখন কাজ করতে পারেনি।
Conclusion:তবে এখন এই প্রকল্পেরভবিষৎ কি কবে আবার কাজ এগোবে সেই বিষয় তিনি বলেন, "এবার কাজ কিভাবে এগোবে সেটা নিয়ে এই মুহূর্তে
কে এমআরসিএল ভাবছে না। আমরা এই মুহূর্তে ওখানকার বাসিন্দাদের পুনর্বাসন দেওয়ার কথা নিয়ে বেশি ভাবিত। তবে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি, তাদের মতামত নিয়ে ও আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করে তারপরেই ভবিষ্যতে কোন পথে কাজ এগোবে সেই নিয়ে সিদ্ধান্ত নেবে সংস্থা।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.