ETV Bharat / state

WB SSC Recruitment Notice : সিবিআই তদন্তের মধ্যেই 6961 পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসির - WB Govt Give Notice for Recruitment of SSC amid CBI Probe

চলছে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলা ও সিবিআই তদন্ত ৷ তার মধ্যেই এসএসসির বিভিন্ন পদে ফের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার (SSC Recruitment Notice) ৷ কোন পদে কতজনকে নিয়োগ করা হবে ? কী রয়েছে বিজ্ঞপ্তিতে ?

SSC Recruitment News
এসএসসি নিয়োগ
author img

By

Published : May 20, 2022, 7:11 AM IST

কলকাতা, 20 মে : নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের জেরে যখন সরগরম রাজ্য রাজনীতি, চাকরিপ্রার্থীদের মধ্যে সরকারের প্রতি একটা অবিশ্বাসের আবহ তৈরির মধ্যেই রাজ্য সরকার (শিক্ষা দফতর) গ্রুপ-সি, গ্রুপ-ডি, নবম-দশম, একাদশ ও দ্বাদশের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল (WB Govt Give Notice for Recruitment of SSC amid CBI Probe)।

বৃহস্পতিবার রাতের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, মোট পদ 6 হাজার 961টি । এর মধ্যে 1 হাজার 932টি পদ নবম-দশম, 247টি পদ রয়েছে একাদশ-দ্বাদশ, 1 হাজার 102টি পদ গ্রুপ-সি ও 1 হাজার 980টি পদ গ্রুপ-ডি-র জন্য ধার্য করা হয়েছে । একইসঙ্গে গান্ধিমূর্তির পাদদেশে অনশনকারী কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শিক্ষকদের কথা মাথায় রেখে 750টি কর্মশিক্ষা ও 850টি পদ শারীরশিক্ষার জন্য তৈরি করা হয়েছে ।

SSC Recruitment News
রাজ্য সরকারের তরফে জারি করা এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি

আরও পড়ুন : SSC Group C Recruitment Case : গ্রুপ-সিতে 381 জনকে ভূতুড়ে নিয়োগপত্র ! বাগ কমিটির রিপোর্ট জমা পড়ল আদালতে

গত 5 মে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মন্ত্রিসভার বৈঠকের পর শূন্যপদে নিয়োগের বিষয়ে ঘোষণা করেন । তাঁর বক্তব্য ছিল, সমস্ত জটিলতা কাটিয়ে মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে আমরা নিয়োগ করব । তবে নিয়োগের ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদনের অপেক্ষা ছিল । তা মিলতেই জারি হল নির্দেশিকা । শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনে এবং আদালতের যদি কোনও বাধা না থাকে, তাহলে নিয়োগ শুরু হতে পারে ।

SSC Recruitment News
এসএসির নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি


প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এই চাকরির দাবিতে গান্ধিমূর্তির পাদদেশে ধরনা চলছে । প্রায় 430 দিন হয়ে গেল । এই আন্দোলনকারীদের কাছে ঈদের সকালে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । ডিসি সাউথ আকাশ বাঘারিয়ার মাধ্যমে তিনি ফোনে আন্দোলনকারীদের বার্তা দিয়েছিলেন, তাঁদের সমস্যার বিষয়টি নিজে দেখবেন । তারপর ক্যাবিনেটে নিয়োগের বিষয়টি পাস করা হয় । অবশেষে নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের মাঝেই ওই 6 হাজার 961 পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য । আর সরকারের এই পদক্ষেপে সামান্য হলেও স্বস্তির হাওয়া চাকরিপ্রার্থীদের মধ্যে ।

আরও পড়ুন : SSC recruitment scam : ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা এসএসসি চাকরিপ্রার্থীর !

কলকাতা, 20 মে : নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের জেরে যখন সরগরম রাজ্য রাজনীতি, চাকরিপ্রার্থীদের মধ্যে সরকারের প্রতি একটা অবিশ্বাসের আবহ তৈরির মধ্যেই রাজ্য সরকার (শিক্ষা দফতর) গ্রুপ-সি, গ্রুপ-ডি, নবম-দশম, একাদশ ও দ্বাদশের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল (WB Govt Give Notice for Recruitment of SSC amid CBI Probe)।

বৃহস্পতিবার রাতের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, মোট পদ 6 হাজার 961টি । এর মধ্যে 1 হাজার 932টি পদ নবম-দশম, 247টি পদ রয়েছে একাদশ-দ্বাদশ, 1 হাজার 102টি পদ গ্রুপ-সি ও 1 হাজার 980টি পদ গ্রুপ-ডি-র জন্য ধার্য করা হয়েছে । একইসঙ্গে গান্ধিমূর্তির পাদদেশে অনশনকারী কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শিক্ষকদের কথা মাথায় রেখে 750টি কর্মশিক্ষা ও 850টি পদ শারীরশিক্ষার জন্য তৈরি করা হয়েছে ।

SSC Recruitment News
রাজ্য সরকারের তরফে জারি করা এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি

আরও পড়ুন : SSC Group C Recruitment Case : গ্রুপ-সিতে 381 জনকে ভূতুড়ে নিয়োগপত্র ! বাগ কমিটির রিপোর্ট জমা পড়ল আদালতে

গত 5 মে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মন্ত্রিসভার বৈঠকের পর শূন্যপদে নিয়োগের বিষয়ে ঘোষণা করেন । তাঁর বক্তব্য ছিল, সমস্ত জটিলতা কাটিয়ে মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে আমরা নিয়োগ করব । তবে নিয়োগের ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদনের অপেক্ষা ছিল । তা মিলতেই জারি হল নির্দেশিকা । শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনে এবং আদালতের যদি কোনও বাধা না থাকে, তাহলে নিয়োগ শুরু হতে পারে ।

SSC Recruitment News
এসএসির নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি


প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এই চাকরির দাবিতে গান্ধিমূর্তির পাদদেশে ধরনা চলছে । প্রায় 430 দিন হয়ে গেল । এই আন্দোলনকারীদের কাছে ঈদের সকালে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । ডিসি সাউথ আকাশ বাঘারিয়ার মাধ্যমে তিনি ফোনে আন্দোলনকারীদের বার্তা দিয়েছিলেন, তাঁদের সমস্যার বিষয়টি নিজে দেখবেন । তারপর ক্যাবিনেটে নিয়োগের বিষয়টি পাস করা হয় । অবশেষে নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের মাঝেই ওই 6 হাজার 961 পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য । আর সরকারের এই পদক্ষেপে সামান্য হলেও স্বস্তির হাওয়া চাকরিপ্রার্থীদের মধ্যে ।

আরও পড়ুন : SSC recruitment scam : ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা এসএসসি চাকরিপ্রার্থীর !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.