ETV Bharat / state

মমতার মতো ভীতু নই, 3টের পর CBI-এর কাছে যেতে প্রস্তুত : মুকুল - মুকুল রায়

আজ দুপুর তিনটের CBI ডাকলে তিনি যেতে প্রস্তুত ৷ বললেন মুকুল রায় ৷

মুকুল
author img

By

Published : Sep 28, 2019, 6:29 AM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর : CBI-কে এড়াচ্ছেন না তিনি ৷ কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভীতু নন ৷ গতকাল একথা বলেন BJP নেতা মুকুল রায় ৷ বরং আজ দুপুর তিনটের পর CBI ডাকলে নিজ়াম প্যালেসে যাবেন বলে দাবি করেন তিনি ৷

2014 সালে লোকসভা নির্বাচনের আগে নারদ কাণ্ড সামনে আসে । নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল তৃণমূল নেতা-নেত্রীদের উপর স্টিং অপারেশন চালান । সেখানে একটি কাজ করিয়ে দেওয়ার জন্য টাকা তুলে দেন একাধিক শীর্ষ নেতার হাতে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত) ৷ যোগসূত্র ছিলেন প্রাক্তন পুলিশকর্তা এস এম এইচ মির্জ়া ৷ আর মির্জ়ার কাছে ম্যাথুকে মুকুল পাঠিয়েছিলেন ৷ মির্জ়া ও ম্যাথু দু'জনেই একথা জানিয়েছিলেন ৷ ইতিমধ্যে বৃহস্পতিবার মির্জ়াকে গ্রেপ্তার করে CBI ৷ আদালতে তোলা হলে সোমবার (30 সেপ্টেম্বর) পর্যন্ত CBI-এর হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷ এরপরই মুকুলকে ডেকে পাঠায় CBI ৷

এই সংক্রান্ত আরও খবর : মুকুলকে তলব CBI-এর, বসানো হবে মির্জ়ার সামনে ?

যদিও পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণ দর্শিয়ে গতকাল হাজিরা দেননি মুকুল ৷ এরপরই একাধিক মহলে প্রশ্ন ওঠে, তাহলে কি CBI-কে এড়াচ্ছেন মুকুল ? এপ্রসঙ্গে গতকাল মুকুল বলেন, "আমি মমতার মতো ভীতু নযই । CBI-কে চিঠি পাঠিয়েছি । (আজ) দুপুর তিনটের পর যে কোনও সময় CBI ডাকলে যাব । CBI যখনই ডাকবে তখনই তদন্তে সহযোগিতা করব ৷ এটা আমার অঙ্গীকার । একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এটা বলছি ৷" কিন্তু, তার আগে যাবেন না কেন ? এনিয়ে BJP-র নির্বাচন কমিটির আহ্বায়ক বলেন, "তিনটে পর্যন্ত মহালয়ার তর্পণ আছে । আমিও তর্পণ করব । এছাড়া আমাদের দলের শহিদ পরিবারের তর্পণ কর্মসূচিতে থাকব । " এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মুকুল বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায় নই যে পালিয়ে যাচ্ছি । মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছিলেন, CBI-কে অসহযোগিতা কর ।"

এই সংক্রান্ত আরও খবর : আজ CBI দপ্তরে হাজিরা দিতে পারবেন না, সময় চাইলেন মুকুল

কলকাতা, 28 সেপ্টেম্বর : CBI-কে এড়াচ্ছেন না তিনি ৷ কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভীতু নন ৷ গতকাল একথা বলেন BJP নেতা মুকুল রায় ৷ বরং আজ দুপুর তিনটের পর CBI ডাকলে নিজ়াম প্যালেসে যাবেন বলে দাবি করেন তিনি ৷

2014 সালে লোকসভা নির্বাচনের আগে নারদ কাণ্ড সামনে আসে । নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল তৃণমূল নেতা-নেত্রীদের উপর স্টিং অপারেশন চালান । সেখানে একটি কাজ করিয়ে দেওয়ার জন্য টাকা তুলে দেন একাধিক শীর্ষ নেতার হাতে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত) ৷ যোগসূত্র ছিলেন প্রাক্তন পুলিশকর্তা এস এম এইচ মির্জ়া ৷ আর মির্জ়ার কাছে ম্যাথুকে মুকুল পাঠিয়েছিলেন ৷ মির্জ়া ও ম্যাথু দু'জনেই একথা জানিয়েছিলেন ৷ ইতিমধ্যে বৃহস্পতিবার মির্জ়াকে গ্রেপ্তার করে CBI ৷ আদালতে তোলা হলে সোমবার (30 সেপ্টেম্বর) পর্যন্ত CBI-এর হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷ এরপরই মুকুলকে ডেকে পাঠায় CBI ৷

এই সংক্রান্ত আরও খবর : মুকুলকে তলব CBI-এর, বসানো হবে মির্জ়ার সামনে ?

যদিও পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণ দর্শিয়ে গতকাল হাজিরা দেননি মুকুল ৷ এরপরই একাধিক মহলে প্রশ্ন ওঠে, তাহলে কি CBI-কে এড়াচ্ছেন মুকুল ? এপ্রসঙ্গে গতকাল মুকুল বলেন, "আমি মমতার মতো ভীতু নযই । CBI-কে চিঠি পাঠিয়েছি । (আজ) দুপুর তিনটের পর যে কোনও সময় CBI ডাকলে যাব । CBI যখনই ডাকবে তখনই তদন্তে সহযোগিতা করব ৷ এটা আমার অঙ্গীকার । একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এটা বলছি ৷" কিন্তু, তার আগে যাবেন না কেন ? এনিয়ে BJP-র নির্বাচন কমিটির আহ্বায়ক বলেন, "তিনটে পর্যন্ত মহালয়ার তর্পণ আছে । আমিও তর্পণ করব । এছাড়া আমাদের দলের শহিদ পরিবারের তর্পণ কর্মসূচিতে থাকব । " এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মুকুল বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায় নই যে পালিয়ে যাচ্ছি । মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছিলেন, CBI-কে অসহযোগিতা কর ।"

এই সংক্রান্ত আরও খবর : আজ CBI দপ্তরে হাজিরা দিতে পারবেন না, সময় চাইলেন মুকুল

Intro:কলকাতা: আমি মমতার মত ভীতু নয়। আজ আমি সিবিআই কে চিঠি পাঠিয়েছি। কাল তিনটের পর সিবিআই যেকোনো সময় ডাকলে আমি যাব। সিবিআই দপ্তরে হাজিরা নিয়ে পষ্ট ভাবে মন্তব্য করলেন বিজেপির নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়।

তিনি জানান, কারণ কাল তিনটে পর্যন্ত মহালয়ার তর্পণ আছে। আমি নিজেও তর্পণ করব। এছাড়া আমাদের দলের শহীদ পরিবারের তর্পণ কর্মসূচিতে আমি নিজে থাকব। আমি আজ চিঠি দিয়ে সিবিআই কে জানিয়েছি কাল তিনটের পর যেকোনো সময় সিবিআই আমাকে ডাকলে আমি যাব।

আমি মমতা ব্যানার্জি নয় যে পালিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে বলেছিলেন সিবিআই কি অসহযোগিতা করো। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি বলছি সিবিআই-এর তদন্তের কাজে আমাকে সহযোগিতা করা উচিত।

মুকুল রায় এদিন বলেন, আজি সিবিআই দপ্তরে আমার যাওয়ার কথা ছিল। কিন্তু আমার রাজনৈতিক কর্মসূচির থাকার কারণে আমি যেতে পারিনি। CBI যখনিই আমায় ডাকবে আমি তখনই তদন্তে সহযোগিতা করবো এটা আমার অঙ্গীকার স্বাভাবিকভাবে আমি আবার গিয়ে কথা বলব।


Body:কপি


Conclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.